Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 3:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 এই নগরগুলি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং দ্বার ও অর্গল দ্বারা সুরক্ষিত ছিল। এ ছাড়াও অরক্ষিত জনপদ অনেক ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 সেসব নগর উঁচু প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা সুরক্ষিত ছিল; আর প্রাচীর-বিহীন অনেক নগরও ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 সেইসব নগর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল আর তাতে দ্বার ও হুড়কা ছিল, আর সেখানে অনেক গ্রামও ছিল যেগুলি প্রাচীর দিয়ে ঘেরা ছিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 সেই সমস্ত নগর উচ্চ প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা সুরক্ষিত ছিল; আর প্রাচীরবিহীন অনেক নগরও ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 এই সমস্ত শহরগুলো খুবই শক্তিশালী ছিল। তাদের দেওয়ালগুলি উঁচু, দরজা এবং দরজার ওপরে খিল ছিল খুব শক্ত। সেখানে আরও বহু এমন শহর ছিল যেগুলোর কোনো প্রাচীর ছিল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সেই সব শহর উঁচু দেওয়াল, দরজা ও খিলের মাধ্যমে সুরক্ষিত ছিল; আর দেওয়াল ছাড়া অনেক শহরও ছিল।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 3:5
8 ক্রস রেফারেন্স  

বিশ্বাসের ফলেই সাতদিন প্রদক্ষিণ করার পর জেরিকো নগরীর প্রাচীর ধসে পড়ল।


আমরা কোথায় যাব? আমাদের ভাইয়েরা এসে বলেছে, সেই দেশের লোকেরা আমাদের চেয়ে সংখ্যায় বেশী এবং আকারেও বৃহৎ। তাদের নগরগুলি অনেক বড় এবং আকাশছোঁয়া প্রাচীরে ঘেরা। সেখানে তারা দৈত্যদের বংশধরদের দেখেছে। তাদের কথা শুনে আমাদের মন ভেঙ্গে গেছে।


কিন্তু সেই দেশের অধিবাসীরা বলবান এবং সেখানকার নগরগুলিও প্রাচীর ঘেরা ও বিরাট। সেখানে আমরা অনাকী দৈত্যদের বংশধরদের দেখেছি।


সেই সময় আমরা তাঁর সমস্ত নগর অধিকার করে নিলাম। তাদের কোন নগর আমাদের অনধিকৃত রইল না। তাদের ষাটটি নগর, সমগ্র আর্গোব অঞ্চল, বাশানের রাজা ওগের রাজ্য আমরা অধিকার করলাম।


আমরা হিষ্‌বোণের রাজা সিহোনের প্রতি যেমন করেছিলাম তেমনি এদেরও নিঃশেষে সংহার করলাম। নরী পুরুষ ও শিশু নির্বিশেষে সকলকে হত্যা করে আমরা তাদের নগরগুলি ধ্বংস করলাম।


আস্কেলনের জন্য একটি, গাৎ-এর জন্য একটি, এক্রোণের জন্য একটি এবং প্রাচীর ঘেরা নগর পল্লীগ্রামসহ সেই পাঁচজন ভূস্বামীর অধীনে ফিলিস্তিনীদের যত জনপদ ছিল তত সংখ্যক স্বর্ণমুষিক। বেৎ-শেমেশের যিহোশূয়ের ক্ষেতের সেই প্রকাণ্ড পাথরটি, যার উপর প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুক রাখা হয়েছিল সেটি আজও এর সাক্ষী।


তোমার প্রজারা অধিকার করেছিল তাদের সুরক্ষিত দুর্গ-নগরী, উর্বরা ভূমি, অধিকার করেছিল ধনসম্পদে ভরা আবাসগুলি, খনিত কূপ, জলপাই বন ও দ্রাক্ষাকুঞ্জ। আহার করত তারা পরম তৃপ্তিভরে, স্বাস্থ্যবানও তারা হয়েছিল, তোমার দেওয়া উৎকৃষ্ট দ্রব্য তারা করেছিল ভোগ।


এই জন্যই গ্রামাঞ্চলের ইহুদীরা অদর মাসের চোদ্দ তারিখ আনন্দোৎসবের দিন হিসাবে পালন করে। এই দিনটিতে তারা ভোজের অনুষ্ঠান করে আর পরস্পরকে আহার্য দ্রব্য উপহার দেয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন