Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 3:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 এইভাবে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বাশানের রাজা ওগ্ এবং তাঁর সমস্ত প্রজাবর্গকে আমাদের হাতে সমর্পণ করলেন। আমরা তাঁকে আক্রমণ করে তাঁর একজন লোককেও অবশিষ্ট রাখলাম না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 এভাবে আমাদের আল্লাহ্‌ মাবুদ বাশনের বাদশাহ্‌ উজ ও তাঁর সমস্ত লোককে আমাদের হাতে তুলে দিলেন; তাতে আমরা তাঁকে এমন আঘাত করলাম যে তাঁর কেউ অবশিষ্ট থাকলো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 এইভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগ ও তার সমগ্র সেনাবাহিনী আমাদের হাতে দিয়ে দিয়েছিলেন। আমরা তাদের আঘাত করলাম, কাউকে বাঁচিয়ে রাখিনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 এইরূপে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগকে ও তাঁহার সমস্ত প্রজাকে আমাদের হস্তে সমর্পণ করিলেন; তাহাতে আমরা তাঁহাকে এমন আঘাত করিলাম যে, তাঁহার কেহ অবশিষ্ট থাকিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “সেই কারণে প্রভু, আমাদের ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করতে সাহায্য করেছিলেন। আমরা তাকে এবং তার সমস্ত লোকদের পরাজিত করেছিলাম। তাদের আর কেউই বাকী ছিল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 এভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগকে ও তাঁর সব লোককে আমাদের হাতে সমর্পণ করলেন এবং আমরা তাঁকে আঘাত করে মেরে ফেললাম, তাঁর কেউ অবশিষ্ট থাকলো না।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 3:3
9 ক্রস রেফারেন্স  

ইস্‌রায়েলীরা তাঁকে এবং তাঁর সন্তানসন্ততি ও প্রজাদের নির্বিশেষে অস্ত্রাঘাতে সংহার করল। তাদের কেউ আর অবশিষ্ট রইল না। তারপর তাঁর দেশ তারা অধিকার করে নিল।


তাদের এলাকা ছিল মহনায়িম থেকে আরম্ভ করে সমগ্র বাশান প্রদেশ, বাশানের রাজা ওগের সমগ্র রাজ্য, বাশানের অন্তর্গত যায়ীরের সমস্ত নগর—সর্বমোট ষাটটি নগর।


বাশানের রাজা ওগ, অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে যাঁর রাজধানী ছিল, তাঁর সমগ্র রাজ্য। (ইনি ছিলেন রফায়িমদের সর্বশেষ বংশধর) মোশি এঁদের পরাস্ত করে এঁদের দেশ অধিকার করেছিলেন।


প্রভু পরমেশ্বর তখন আমাকে বললেন, তুমি ওকে ভয় করো না। এর সমস্ত প্রজা ও রাজ্যসমেত এতে আমি তোমাদের হাতে সমর্পণ করলাম। ইমোরীদের হিষ্‌বোণ নিবাসী রাজা সিহোনের যে দশা তোমরা করেছ, এরও সেই দশা করবে।


সেই সময় আমরা তাঁর সমস্ত নগর অধিকার করে নিলাম। তাদের কোন নগর আমাদের অনধিকৃত রইল না। তাদের ষাটটি নগর, সমগ্র আর্গোব অঞ্চল, বাশানের রাজা ওগের রাজ্য আমরা অধিকার করলাম।


এবং তাঁর ও বাশানের রাজা ওগের রাজ্য, জর্ডনের পূর্বতীরবর্তী এই দুই ইমোরী রাজার রাজ্য,


তোমরা রুটি খাও নি, সুরা কিম্বা উত্তেজক কোন পানীয় পান কর নি, আর এর দ্বারাই তোমাদের জানা উচিত যে আমিই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর।


যিনি বধ করেছিলেন বাশানের রাজা ওগ্‌কে, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন