Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 28:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 যারা তোমাদের বিরোধিতা করবে, প্রভু পরমেশ্বর সেই শত্রুদের পরাস্ত করবেন, তোমরা স্বচক্ষে দেখবে সেই পরাজয়। তারা তোমাদের আক্রমণ করতে এলে দিশেহারা হয়ে চারদিক দিয়ে তাদের পালাতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তোমার যে দুশমনেরা তোমার বিরুদ্ধে উঠবে, তাদেরকে মাবুদ তোমার সম্মুখে আঘাত করাবেন; তারা একটি পথ দিয়ে তোমার বিরুদ্ধে আসবে, কিন্তু সাতটি পথ দিয়ে তোমার সম্মুখ থেকে পালিয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে সদাপ্রভু এমন করবেন যাতে তারা তোমাদের সামনে হেরে যায়। তারা একদিক থেকে তোমাদের আক্রমণ করতে এসে সাত দিক দিয়ে পালিয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে উঠে, তাহাদিগকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন; তাহারা এক পথ দিয়া তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু সাত পথ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 “তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এমন শত্রুকে পরাস্ত করতে প্রভু তোমাদের সাহায্য করবেন। তোমাদের শত্রুরা তোমাদের বিরুদ্ধে এক পথ দিয়ে আসবে কিন্তু পালাবার সময় সাত পথ দিয়ে পালাবে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তোমার যে শত্রুরা তোমার বিরুদ্ধে ওঠে, তাদেরকে সদাপ্রভু তোমার সামনে আঘাত করাবেন; তারা একটি রাস্তা দিয়ে তোমার বিরুদ্ধে আসবে, কিন্তু সপ্তম রাস্তা দিয়ে তোমার সামনে থেকে পালাবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 28:7
21 ক্রস রেফারেন্স  

আমি তারই সম্মুখে চূর্ণ করব তার বিপক্ষদের, যারা তাকে বিদ্বেষ করে তাদের করব নির্মম আঘাত।


রাজা যিহোশাফট জেরুশালেমে বাস করলেও নিয়মিত প্রজাদের কাছে যেতেন। দক্ষিণে বেরশেবা থেকে উত্তরে ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের সমস্ত প্রজার কাছে গিয়ে তিনি তাঁদের পূর্বপুরুষের আরাধ্য প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসার আহ্বান জানাতেন।


ইসরায়েলীদের অন্য দলটিও নগরী থেকে বেরিয়ে এসে তাদের আক্রমণ করল, ফলে তারা দুদিক থেকেই ইসরায়েলীদের আক্রমণের মুখে পড়ল। ইসরায়েলীরা তাদের নিঃশেষে সংহার করল। কেউ বেঁচে রইল না বা পালিয়ে যেতে পারল না।


প্রভু পরমেশ্বর তোমাদের শত্রু হস্তে পরাজিত করবেন। তোমরা তাদের আক্রমণ করতে গিয়ে দিশেহারা হয়ে পালাতে বাধ্য হবে। পৃথিবীর সমস্ত রাজ্যে তোমরা হবে বিভীষিকা স্বরূপ।


যিহোশূয় একটিমাত্র অভিযানেই সেখানকার রাজাদের পরাস্ত করলেন এবং এই সব রাজ্য দখল করে নিলেন কারণ ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন।


একজন কি করে পিছু ধাওয়া করে সহস্রজনের, দশসহস্রকে বিতাড়িত করে মাত্র দুজনে? যদি না পরাক্রমী প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের করতেন সমর্পণ শত্রু হস্তে।


তোমরা যখন ঘরের বাইরে যাবে ও ফিরে আসবে, তখনও তোমাদের উপরে থাকবে তাঁর আশীর্বাদ।


প্রভু পরমেশ্বর তোমাদের শস্য ভাণ্ডার ও তোমাদের সকল কর্মপ্রচেষ্টাকে আশীর্বাদযুক্ত করবেন এবং তিনি যে দেশ তোমাদের দান করছেন সেই দেশে তোমাদের আশীর্বাদ করবেন।


তোমাদের একজনই সহস্র জনকে উৎখাত করে দিতে পারে, কারণ তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের পক্ষে যুদ্ধ করছেন।


সন্ধ্যা ঘনিয়ে এলে তারা চলল সিরীয়দের ছাউনির দিকে। সেখানে পৌঁছে দেখে ছাউইতে কেউ নেই।


আমি চূর্ণ করি তাদের, মাথা তুলে আর দাড়াতে পারে না তারা, সকলেই হয় আমার পদানত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন