তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের দৃষ্টিগোচরে মিশরে যে সব কীর্তি সাধন করেছেন তেমন কি আর কোন দেবতা পরীক্ষিত প্রমাণ, অলৌকিক নিদর্শন। অদ্ভুত লক্ষণ, যুদ্ধবিগ্রহের দ্বারা নিজ পরাক্রম ও বাহুবল প্রদর্শন করে ভয়াবহ সব কীর্তি স্থাপন করেছেন এবং অন্যান্য জাতির মধ্য থেকে নিজস্ব প্রজারূপে কোন জাতিকে গ্রহণ করেছেন?
মনে রাকবে, মিশরে তুমিও ছিলে দাস কিন্তু তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সবল বাহু প্রসারণ করে সেখান থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন। এই জন্যই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাকে বিশ্রাম দিবস পালন করার নির্দেশ দিয়েছেন।
মোশি ইসরায়েলীদের বললেন, আজকের এই দিনটি তোমরা বিশেষভাবে স্মরণে রাখবে। এই দিন তোমরা দাসত্বের আগার মিশর ছেড়ে বেরিয়ে এসেছ, প্রভু পরমেশ্বর মহাপরাক্রমে তোমাদের উদ্ধার করেছেন। এই দিনে খামিরযুক্ত কোন কিছুই খাওয়া চলবে না।
কোথায় সেই প্রভু পরমেশ্বর, যিনি আপন মহাশক্তিতে মোশির মাধ্যমে সম্পাদন করেছিলেন অনেক মহৎ কর্ম, সমুদ্রের জলরাশিকে করেছিলেন দ্বিধাবিভক্ত, গভীর সমুদ্র গর্ভের মধ্য দিয়ে পরিচালনা করে নিয়ে গিয়েছিলেন তাঁর প্রজাবৃন্দকে তাঁর নামের শাশ্বত মহিমার জন্য? প্রভু পরমেশ্বরের পরিচালনায় তাদের পদক্ষেপ হয়ে উঠেছিল প্রত্যয়দৃপ্ত বন্য অশ্বের মত, কখনও হোঁচট্ খায় নি তারা।
অলৌকিক ও আশ্চর্যজনক কাজ করে তুমি আমাদের শত্রুদের মনে ভীতির সঞ্চার করেছ এবং মিশর দেশ থেকে তোমার প্রজা ইসরায়েলীদের নিয়ে আসার জন্য ব্যবহার করেছ তোমার শক্তি ও পরাক্রম।