Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 26:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তারপর তুমি তাঁর সাক্ষাতে এই কথা উচ্চারণ করবে: ‘আমার পূর্বপুরুষ ছিলেন এক যাযাবর অরামীয়, তিনি তাঁর ক্ষুদ্র পরিবার নিয়ে মিশর গিয়ে প্রবাসী হয়েছিলেন। সেখানে তাঁর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে বিরাট শক্তিশালী এক জাতিতে পরিণত হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আর তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে এই কথা বলবে, এক জন অরামীয় যাযাবর আমার পূর্বপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিসরে নেমে গিয়ে প্রবাস করলেন এবং সেই স্থানে বিশাল, বিক্রমশালী ও জনবহুল জাতি হয়ে উঠলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তারপর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে ঘোষণা করবে “আমার পিতৃপুরুষ একজন অরামীয় যাযাবর ছিলেন, এবং তিনি কয়েকজন লোক নিয়ে মিশরে গিয়েছিলেন ও সেখানে বসবাস করবার সময় তাঁর মাধ্যমে মহান, শক্তিশালী ও বহুসংখ্যক লোকের এক জাতির সৃষ্টি হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে এই কথা কহিবে, এক জন নষ্টকল্প অরামীয় আমার পিতৃপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিসরে নামিয়া গিয়া প্রবাস করিলেন; এবং সে স্থানে মহৎ, পরাক্রান্ত ও বহুপ্রজ জাতি হইয়া উঠিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তখন সেখানে তোমার প্রভু ও ঈশ্বরের সামনে তুমি বলবে: ‘আমার পিতৃপুরুষ একজন অরামীয় পর্যটক ছিলেন। তিনি মিশরে নেমে গিয়ে সেখানে থাকলেন। সেখানে যাবার সময় তাঁর পরিবারে অল্প লোক ছিল। কিন্তু মিশরে তিনি এক মহান জাতি হয়ে উঠলেন—বহু লোকের এক শক্তিশালী জাতি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আর তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে এই কথা বলবে, “এক জন ভবঘুরে অরামীয় আমার পূর্বপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিশরে নেমে গিয়ে বাস করলেন এবং সে জায়গায় মহান, বলশালী ও জনপূর্ণ জাতি হয়ে উঠলেন।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 26:5
28 ক্রস রেফারেন্স  

তোমাদের পিতৃপুরুষেরা মাত্র সত্তর জন মিশরে গিয়েছিল কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এখন আকাশের নক্ষত্ররাজির মত তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন।


যোষেফের দুই পুত্র মিশরেই জন্মগ্রহণ করেছিল। অতএব মিশরে যাওয়ার পর যাকোবের পরিবারের লোকসংখ্যা হল মোট সত্তর জন।


যাকোব অরাম নিবাসী লাবণকে তাঁর পালিয়ে যাওয়ার কোন সংবাদ না দিয়ে তাঁকে বুদ্ধিকৌশলে পরাস্ত করলেন।


সেখানে আমিই আপনাকে প্রতিপালন করব যাতে আপনার পরিবারবর্গ ও লোকজন দুর্ভিক্ষে না পড়েন, কারণ আরও পাঁচ বছর এই দুর্ভিক্ষ থাকবে।


পৃথিবীতে তোমাদের জন্য এবং তোমাদের বংশধরদের প্রাণ রক্ষা করার জন্য ঈশ্বরই তোমাদের আগে আমাকে এখানে পাঠিয়েছেন।


আর প্রত্যেকে দ্বিগুণ টাকা সঙ্গে নাও, তোমাদের বস্তার মুখে যে টাকা পাওয়া গিয়েছিল তা ফেরত দেওয়ার জন্য নিয়ে যাও।


কিন্তু ঈশ্বর রাত্রে অরাম নিবাসী লাবণকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, সাবধান, যাকোবকে ভালমন্দ কোন কথাই বলবে না।


যাকোব গেলেন মিশর দেশে। তিনি ও আমাদের পূর্বপুরুষেরা সেখানেই বাকী জীবনটা কাটিয়ে দিলেন।


যাকোব পালিয়ে গিয়েছিল অরাম দেশে, সেখানে ইসরায়েল স্ত্রীর জন্য দাসত্ব করেছিল, পত্নীলাভের জন্য গ্রহণ করেছিল মেষপালক বৃত্তি।


চল্লিশ বছর বয়সে ইসহাক অরামনিবাসী বথুয়েলের কন্যা ও লাবণের ভগিনী রেবেকাকে পদ্দন-অরাম থেকে আনিয়ে বিবাহ করেছিলেন। বথুয়েল ও লাবণ ছিলেন অরামী জাতির লোক।


তুমি আমার দেশে গিয়ে আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে আমার পুত্র ইস্‌হাকের জন্য একটি পাত্রী নিয়ে আসবে।


তিনি যে তোমাদের স্নেহ করেন এবং তোমাদের মনোনীত করেছেন তার কারণ এই নয় যে, তোমরা অন্যান্য জাতির চেয়ে সংখ্যায় বেশী বরং সকল জাতির মধ্যে তোমরাই ছিলে সংখ্যালঘু।


কিন্তু তারা ইসরায়েলীদের যতই নির্যাতন করতে লাগল ততই তারা সংখ্যায় বৃদ্ধিলাভ করে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল, ফলে তারা মিশরীদের চক্ষুঃশূল হয়ে উঠল।


ইসরায়েলীদের জন্মের হার ছিল খুবই বেশি। তাদের লোকসংখ্যা বৃদ্ধির ফলে তারা খুব শক্তিশালী হয়ে উঠল এবং সারা দেশে ছড়িয়ে পড়ল।


যাকোবের সন্তান-সন্ততি ও তাঁর বংশধরেরা ছিলেন সর্বমোট সত্তর জন, আর যোষেফ মিশরেই ছিলেন।


ইসরায়েলীরা মিশরে গোশেন প্রদেশে বসতি স্থাপন করল। তারা সেখানে ধনসম্পদ অর্জন করে সমৃদ্ধিশালী হয়ে উঠল। যাকোব মিশরে সতেরো বছর বাস করেছিলেন।


দিনে গরম ও রাতে ঠাণ্ডা সহ্য করেছি আমি, আমার কাছ থেকে ঘুম পালিয়ে গিয়েছিল, এই ছিল আমার অবস্থা।


ইস্‌হাক যাকোবকে বিদায় দিলে তিনি পদ্দন-অরামে অরামী বথুয়েলের পুত্র লাবণের কাছে চলে গেলেন। ইনি ছিলেন যাকোব ও এষৌর মা রেবেকার ভাই।


যাকোব পিতার আশীর্বাদ লাভ করেছিলেন বলে তাঁর প্রতি এষৌর মনে আক্রোশ জন্মাল। তিনি নিজের মনে বললেন, পিতার মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। তাঁর মৃত্যু হলেই আমি যাকোবকে হত্যা করব।


আমি তোমাকে মহান এক জাতির জনক করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম গৌরবান্বিত করব।


আমরা এদেশে বসবাস করতে এসেছি, কারণ কনান দেশে দুর্ভিক্ষ এত প্রবল হয়েছে যে সেখানে আমাদের পশুপাল চরানোর কোন স্থান নেই। মহারাজ, দয়া করে আপানর এ দাসদের গোশেন অঞ্চলে বসবাস করার অনুমতি দিন।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সমৃদ্ধি দান করেছেন। আকাশের নক্ষত্ররাজির মত তোমরা আজ অসংখ্য।


পুরোহিত তখন তোমার হাত থেকে সেই ঝুড়িটি নিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদীর সম্মুখে রাখবে।


প্রভু পরমেশ্বর একজন নবীর দ্বারা মিশর থেকে ইসরায়েলকে উদ্ধার করে আনলেন, নবীর সাহায্যেই প্রতিপালন করলেন তাকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন