Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 25:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 কোন পরিবারে ভাইয়েরা যদি একত্রে বাস করে, এবং তাদের কেউ যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই মৃত ব্যক্তির স্ত্রী পরিবারের বহির্ভূত অন্য গোষ্ঠীর কোন পুরুষকে বিবাহ করতে পারবে না। তার দেবর তাকে বিবাহ করে তার প্রতি দেবরের কর্তব্য পালন করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 যদি ভাইয়েরা একত্র হয়ে বাস করে এবং তাদের মধ্যে এক জন অপুত্রক হয়ে মারা যায়, তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাইরের অন্য গোষ্ঠীভুক্ত পুরুষকে বিয়ে করবে না; তার দেবর তার কাছে যাবে, তাকে বিয়ে করবে এবং তার প্রতি দেবরের কর্তব্য সাধন করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 ভাইয়েরা যদি একসঙ্গে বসবাস করে এবং এক ভাই অপুত্রক অবস্থায় মারা যায়, তবে তার বিধবা স্ত্রী পরিবারের বাইরে আর কাউকে বিয়ে করতে পারবে না। তার দেওর তাকে বিয়ে করবে এবং তার প্রতি দেওরের কর্তব্য পালন করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 যদি ভ্রাতৃগণ একত্র হইয়া বাস করে, এবং তাহাদের মধ্যে এক জন অপুত্রক হইয়া মরে, তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাহিরের অন্য গোষ্ঠীভুক্ত পুরুষকে বিবাহ করিবে না; তাহার দেবর তাহার কাছে যাইবে, তাহাকে বিবাহ করিবে, এবং তাহার প্রতি দেবরের কর্ত্তব্য সাধন করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 “দুই ভাই একসাথে বাসকালীন যদি তাদের একজন কোন পুত্রের জন্ম না দিয়ে মারা যায় তবে সেই মৃত ভাইয়ের স্ত্রী যেন পরিবারের বাইরে কোন বিদেশীকে বিয়ে না করে। সেক্ষেত্রে তার স্বামীর ভাই-ই তাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করবে। সেই দেবর তার প্রতি দেবরের কর্তব্য করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 যদি ভাইরা জড়ো হয়ে বাস করে এবং তাদের মধ্যে এক জন অপুত্রক হয়ে মারা যায়, তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাইরের অন্য গোষ্ঠীভুক্ত পুরুষকে বিয়ে করবে না; তার দেবর তার কাছে যাবে, তাকে বিয়ে করবে এবং তার প্রতি দেবরের দায়িত্ব সম্পন্ন করবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 25:5
11 ক্রস রেফারেন্স  

তারা বলল, গুরুদেব, মোশি বলেছেন, ‘কেউ যদি নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে মৃতের ভাই সেই বিধবাকে বিয়ে করে নিজের ভাইয়এর বংশ রক্ষা করবে’।


যীশুকে তারা জিজ্ঞাসা করল, গুরুদেব, মোশি লিখে গেছেন যে, যদি কোন ব্যক্তির ভাই নিঃসন্তান অবস্থায় স্ত্রীকে রেখে মারা যায়, তাহলে সেই ব্যক্তি ঐ স্ত্রীকে গ্রহণ করে নিজের ভাইয়ের বংশ রক্ষা করবে।


গুরুদেব, মোশি আমাদের বিধান দিয়ে গেছেন, যদি কোন ব্যক্তির ভাই নিঃসন্তান আবস্থায় স্ত্রীকে রেখে মারায় তাহলে সেই ব্যক্তি ঐ স্ত্রীকে গ্রহণ করে নিজের ভাইয়ের বংশ রক্ষা করবে।


বোয়স বললেন, বেশ, ভাল কথা, কিন্তু যেদিন আপনি নয়মীর কাছ থেকে জমি কিনবেন, সেদিন জমির সঙ্গে ঐ মোয়াবী বিধবা রূথের দায়িত্বও আপনাকে নিতে হবে যাতে তার মৃত স্বামীর জমি তার পরিবারের অধিকারেই থাকে।


জিজ্ঞাসা করলেন, কে তুমি! রূথ বললেন, আমি আপনার দাসী রূথ। আপনি আমাদের নিকট আত্মীয়, তাই আপনারই দায়িত্ব আমাদের দেখাশোনা করা। আপনি অনুগ্রহ করে আমাকে বিবাহ করুন।


একদিন তাঁর কন্যাদের মধ্যে বড়টি কনিষ্ঠকে বলল, আমাদের পিতা বৃদ্ধ হয়ে পড়েছেন, আর সংসারের রীতি অনুযায়ী আমাদের সঙ্গে সংসর্গ করার মত কোন পুরুষও এ দেশে নেই।


নয়মী তাদের বললেন, না মা, তোমরা ফিরে যাও। কেন তোমরা আমার সঙ্গে আসতে চাইছ? আমার পক্ষে কি আর পুত্রলাভ করা সম্ভব যাদের তোমরা বিয়ে করতে পারবে?


মনে রেখ, যে বোয়সের ক্ষেতে মেয়েদের সঙ্গে তুমি কাজ করছ সেই বোয়স আমাদের আত্মীয়। এখন শোন, আজ সন্ধ্যায় সে যব ঝাড়াই করবে।


বাকী রাতটুকু এখানেই থাক। সকালে আমরা খোঁজ করে দেখব যে তিনি তোমার দায়িত্ব নেবেন কি না। যদি তাই হয় তবে খুবই ভাল কথা। আর যদি না হয় তাহলে জাগ্রত ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে বলছি, আমিই দায়িত্ব নেব। এখন শুয়ে পড় আর সকাল পর্যন্ত এখানেই থাক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন