Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 25:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 শস্য মাড়াই করার সময় তোমরা বলদের মুখে জালতি বাঁধবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 শস্য মাড়াই করার সময়ে বলদের মুখে জালতি বাঁধবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 শস্য মাড়াই করার সময় বলদের মুখে জালতি বেঁধো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 শস্যমর্দ্দন কালে বলদের মুখে জাল্‌তি বান্ধিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “শস্য মাড়ার জন্য পশু ব্যবহার করলে পশুটিকে শস্য না খেতে দেওয়ার জন্য তার মুখ বেঁধে দেওয়া উচিৎ‌ নয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 শস্য মাড়াইয়ের দিনের বলদের মুখে বাঁধবে না।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 25:4
5 ক্রস রেফারেন্স  

ধার্মিক লোক তার পশুপালের তত্ত্বাবধানে যত্নবান, কিন্তু দুষ্টেরা তাদের পশুপালের প্রতি নির্দয়।


ইসরায়েল যেন এক পোষমানা গাভী শস্য মাড়াই-এর জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছে। আমি তার সুন্দর কাঁধকে রেহাই দিয়েছি, কিন্তু যিহুদা অবশ্যই লাঙ্গল টানবে আর ইসরায়েল জমিতে মই দেবে।


শুলফা বা জিরে পিটে ঝাড়াই করার জন্য সে কখনও ভারী মুগুর ব্যবহার করে না। এই কাজের উপযুক্ত হালকা লাঠিই সে ব্যবহার করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন