Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 24:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 কোন ব্যক্তি বিবাহের পর তার স্ত্রীর কোন বিসদৃশ আচরণ দেখে যদি তার প্রতি অপ্রসন্ন হয়ে একটি ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 কোন পুরুষ কোন স্ত্রীকে গ্রহণ করে বিয়ে করার পর যদি তাতে কোন রকম অনুপযুক্ত ব্যবহার দেখতে পায়, আর সেজন্য সেই স্ত্রী তার দৃষ্টিতে প্রীতির পাত্র না হয়, তবে সেই পুরুষ তার জন্য একটি তালাক-নামা লিখে তার হাতে দিয়ে তার বাড়ি থেকে তাকে বিদায় করতে পারবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 বিয়ে করার পরে যদি কেউ তার স্ত্রীর মধ্যে কোনও দোষ দেখে তার উপর অসন্তুষ্ট হয়, আর ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করে দেয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 কোন পুরুষ কোন স্ত্রীকে গ্রহণ করিয়া বিবাহ করিবার পর যদি তাহাতে কোন প্রকার অনুপযুক্ত ব্যবহার দেখিতে পায়, আর সেই জন্য সে স্ত্রী তাহার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয়, তবে সেই পুরুষ তাহার জন্য এক ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটী হইতে তাহাকে বিদায় করিতে পারিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 “বিয়ে করার পর যদি কোন পুরুষ তার স্ত্রীর মধ্যে এমন কিছু লজ্জাকর জিনিষ দেখে যার জন্য সে তার প্রতি সন্তুষ্ট না হয়, তবে সে ত্যাগ পত্র লিখে তাকে বাড়ী থেকে বিদায় করে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 কোনো লোক কোনো স্ত্রীকে গ্রহণ করে বিয়ে করার পর যদি তাতে কোনো ধরনের অনুপযুক্ত ব্যবহার দেখতে পায়, আর সেই জন্য সে স্ত্রী তার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয়, তবে সেই লোক তার জন্য এক ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে নিজের বাড়ি থেকে তাকে বিদায় করতে পারবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 24:1
19 ক্রস রেফারেন্স  

যিহুদীয়া এটাও দেখতে পেল যে, আমি ইসরায়েলকে পরিত্যাগ করলাম এবং দূর করে তাকে তাড়িয়ে দিলাম, কারণ সে আমার কাছ থেকে চলে গিয়ে পতিতাবৃত্তি নিয়েছে। তবুও যিহুদীয়া, ইসরায়েলের বোন, এতে একটুকুও ভয় পেল না। সে-ও পতিতাবৃত্তি গ্রহণ করল।


প্রভু পরমেশ্বর বলেন, তোমরা কি মনে কর বিতাড়িত করেছি আমি আমার প্রজাদের সেই ব্যক্তির মত, যে স্ত্রীকে ত্যাগপত্র দেয়? যদি তাই হয়, তবে সেই ত্যাগপত্র কোথায়? ভাব কি তোমরা, বিক্রয় করেছি আমি তোমাদের ক্রীতদাসরূপে সেই ব্যক্তির মত যে দাসরূপে বিক্রয় করে আপন সন্তানদের? তাই যদি হয়, তবে বিক্রয় করেছি তোমাদের কার কাছে? শোন, তোমাদেরই পাপের ফলে বন্দী হয়েছিলে তোমরা দাসত্বের শৃঙ্খলে। নির্বাসিত হয়েছিলে তোমরা নিজেদের অপরাধে!


তাহলে সেই ব্যক্তি ঐ যুবতীর পিতাকে পঞ্চাশ শেকেল পরিমাণ রূপো দেবে এবং ঐ যুবতীর মর্যাদাহানি করেছে বলে সে তাকে পত্নীরূপে গ্রহণ করবে। সেই ব্যক্তি কোনদিন তাকে ত্যাগ করতে পারবে না।


সেই লোকটির কাছ থেকে তারা একশো শেকেল পরিমাণ রূপো জরিমানা আদায় করে কন্যার পিতাকে দেবে, কারণ সেই ব্যক্তি এক ইসরায়েলী নারীর নামে কলঙ্ক রটনা করেছে। সেই কন্যা তার স্ত্রী হবে এবং সেই ব্যক্তি আর কোনদিন তাকে ত্যাগ করতে পারবে না।


কোন ব্যক্তি বিবাহ এবং সহবাসের পর যদি তার স্ত্রীকে অবহেলা করে এবং তার নামে অপবাদ রটায়,


এবং তার দ্বিতীয় স্বামীও যদি অনুরূপভাবে তার প্রতি বিরূপ হয়ে ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়, অথবা তার সেই দ্বিতীয় স্বামী যদি মারা যায়,


সে অন্য স্ত্রী গ্রহণ করলেও প্রথমা স্ত্রীকে অন্নবস্ত্র ও দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।


নিজের স্ত্রীকে পরিত্যাগ করে যে আর একজনকে বিবাহ করে, সে ব্যভিচার করে এবং সেই স্বামী-পরিত্যক্তা স্ত্রীকে যে বিবাহ করে সেও ব্যভিচার করে।


তাঁর ভাবী স্বামী যোষেফ ছিলেন সজ্জন ব্যক্তি। তিনি মরিয়মকে লোক চক্ষে হেয় করতে চাইলেন না। তাই গোপনে তাঁকে ত্যাগ করার সংকল্প করলেন।


ইসরায়েলের আরাধ্য ঈশ্বর সর্বাধিপতি প্রভু বলেন, আমি বিবাহ-বিচ্ছেদ ঘৃণা করি এবং এই রকম নিষ্ঠুর আচরণ যার স্বভাব, তাকেও ঘৃণা করি। সুতরাং সাবধান, বিশ্বাসঘাতকতা করো না।


যদি কোন ব্যক্তির দুই স্ত্রী থাকে এবং সে যদি তাদের একজনকে ভালবাসে এবং অন্যজনকে উপেক্ষা করে, আর উভয় স্ত্রীর গর্ভেই যদি তার পুত্র সন্তান হয়ে থাকে এবং উপেক্ষিতা স্ত্রীর পুত্র সন্তানই যদি হয় জ্যেষ্ঠ পুত্র,


তুমি ইসরায়েলীদের বল যে, কোন বিবাহিতা নারী যদি ভ্রষ্টা হয়ে স্বামীর কাছে অবিশ্বাসিনী হয়,


আর যদি সেই নারী অসতী না হয়, সতীই থাকে, তাহলে সে কলঙ্কমুক্ত হবে এবং গর্ভধারণ করতে পারবে।


এবং তারপর যদি সেই নারী অন্য পুরুষের স্ত্রী হয়,


প্রভু পরমেশ্বর বলেন, যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে পরিত্যাগ করে এবং সেই স্ত্রী তাকে পরিত্যাগ করে অন্য পতি গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি তাকে তার স্ত্রী হিসাবে আর গ্রহণ করতে পারবে না। অন্যথায় দেশ কদাচারে পূর্ণ হয়ে যাবে। কিন্তু হে ইসরায়েল, তোমার অনেক প্রণয়ী রয়েছে, তা সত্ত্বেও এখন তুমি আমার কাছে ফিরে আসতে চাইছ!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন