Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 22:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 পথের পাশে গাছের উপরে বা মাটিতে কোন পাখির বাসা যদি তোমার চোখে পড়ে এবং সেখানে যদি বাচ্চা ও ডিম সহ পাখি বসে থাকে তাহলে তুমি বাচ্চা সমেত পাখিটিকে ধরবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পথের পাশের কোন গাছে কিংবা ভূমির উপরে তোমার সম্মুখে যদি কোন পাখির বাসাতে বাচ্চা কিংবা ডিম থাকে এবং সেই বাচ্চার কিংবা ডিমের উপরে মা-পাখি বসে থাকে তবে তুমি বাচ্চাগুলোর সঙ্গে মা-পাখিকে ধরবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তোমরা যদি পথের পাশে কোনও পাখির বাসা দেখো, তা গাছের উপরে কিংবা মাটিতে হতে পারে, এবং পাখির মা শাবকদের উপর বসে আছে কিংবা ডিমের উপর তা দিচ্ছে, তবে শাবক সমেত মাকে তোমরা ঘরে নিয়ে যাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পথের পার্শ্বস্থ কোন বৃক্ষে কিম্বা ভূমির উপরে তোমার সম্মুখে যদি কোন পক্ষীর বাসাতে শাবক কিম্বা ডিম্ব থাকে, এবং সেই শাবকের কিম্বা ডিম্বের উপরে পক্ষিণী বসিয়া থাকে, তবে তুমি শাবকগণের সহিত পক্ষিণীকে ধরিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 “তোমরা যদি গাছের ওপরে অথবা মাঠে কোনো পাখীর বাসা দেখ যেখানে মা পাখী তার শাবকদের সঙ্গে অথবা ডিমের ওপরে বসে আছে, তাহলে তোমরা কখনই বাচ্চাদের সঙ্গে মা পাখীকে নেবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 যদি রাস্তার পাশে অবস্থিত কোনো গাছে কিংবা মাটির ওপরে তোমার সামনে কোনো পাখির বাসাতে বাচ্চা কিংবা ডিম থাকে এবং সেই বাচ্চার কিংবা ডিমের ওপরে মা পাখি বসে থাকে, তবে তুমি বাচ্চাদের সঙ্গে মা পাখিকে ধর না।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 22:6
7 ক্রস রেফারেন্স  

কোন গাভী কিম্বা মেষী এবং তার শাবককে একই দিনে হনন করবে না।


ধার্মিক লোক তার পশুপালের তত্ত্বাবধানে যত্নবান, কিন্তু দুষ্টেরা তাদের পশুপালের প্রতি নির্দয়।


পাঁচটি চড়াই পাখি কি দু পয়সায় বিক্রী হয় না? তবু তাদের কোনটিকেই ঈশ্বর ভুলে যান না।


আর তোমার সঙ্গে সকল জাতের পশু, পাখী এবং ভূচর সরীসৃপ প্রাণী যত আছে তাদেরও বাইরে নিয়ে এস। পৃথিবীর বুকে তারা ছড়িয়ে পড়ুক এবং বংশবৃদ্ধি করুক।


সেই হেতু তোমাদের জাতির বিরুদ্ধে বেজে উঠবে রণদামামা, তোমাদের দুর্গসমূহ হবে বিধ্বস্ত। শাল্‌মন যেমন যুদ্ধের সময় বেথ্‌-আরবেল নগরীকে বিধ্বস্ত করেছিল, সন্তানসমেত মায়েদের যেমন আছ্‌ড়ে মেরে ফেলা হয়েছিল,


হে প্রভু, বিনতি করি, আমার ভাই এষৌর হাত থেকে এখন আমাকে রক্ষা কর। আমি তাকে ভয় করি, সে এসে হয়তো আমাকে হত্যা করবে এবং স্ত্রীলোকদের ও সন্তানদেরও রেহাই দেবে না, হে প্রভু, তুমি বলেছিলে,


কোন নারী পুরুষের পোশাক এবং কোন পুরুষ নারীর পোশাক পরবে না। কারণ এ কাজ যে করে সে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন