Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 21:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তাহলে সেই ব্যক্তি তার সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন করার সময় উপেক্ষিতা স্ত্রীর গর্ভজাত পুত্র বর্তমানে সে তার প্রেয়সী স্ত্রীর গর্ভজাত পুত্রকে জ্যেষ্ঠাধিকার দিতে পারবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 তবে আপন পুত্রদেরকে সর্বস্বের অধিকার দেবার সময়ে অপ্রিয়াজাত জ্যেষ্ঠ পুত্র থাকতে সে প্রিয়াজাত পুত্রকে জ্যেষ্ঠাধিকার দিতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 সে যখন ছেলেদের জন্য তার সম্পত্তির উইল করবে, যে স্ত্রীকে সে ভালোবাসে না তার ছেলেকে বাদ দিয়ে অন্য স্ত্রীর ছেলেটিকে প্রথম ছেলের প্রাপ্য অধিকার দিতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 তবে আপন পুত্রদিগকে সর্ব্বস্বের অধিকার দিবার সময়ে অপ্রিয়াজাত জ্যৈষ্ঠ পুত্র থাকিতে সে প্রিয়াজাত পুত্রকে জ্যৈষ্ঠাধিকার দিতে পারিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 তবে সেই ব্যক্তি তার সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ করে দেবার সময় তার প্রথমজাত সন্তানের অংশ কখনোই সে যে স্ত্রীকে ভালোবাসে তার পুত্রকে দিতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আর বড় ছেলে অপ্রিয়ার সন্তান হয়; তবে নিজের ছেলেদেরকে সব কিছুর অধিকার দেবার দিনের অপ্রিয়াজাত বড় ছেলে থাকতে সে প্রিয়াজাত ছেলেকে জ্যেষ্ঠাধিকার দিতে পারবে না।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 21:16
10 ক্রস রেফারেন্স  

মরারি গোষ্ঠীর হোসাহ্‌র চার পুত্র: শিম্রি (পিতার জ্যেষ্ঠপুত্র না হলেও তাঁর পিতা তাঁকে নেতা করেছিলেন)


যিহুদা গোষ্ঠীর লোকেরা যদিও অন্যান্য গোষ্ঠীর চয়ে শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই গোষ্ঠী থেকেই রাজাদের অভ্যুত্থান হয়েছিল, তবুও উত্তরাধিকার ছিল যোষেফ গোষ্ঠীর)।


শেষ কথা এই, বন্ধুগণ, যা কিছু সত্য, যা কিছু মহান, ন্যায়সঙ্গত, নির্মল, আদরণীয়, আকর্ষণীয় এবং যা কিছু উৎকৃষ্ট ও প্রশংসনীয়, সেই সমস্ত বিষয়ে তোমাদের অন্তর পূর্ণ থাকুক।


পূর্বপরিকল্পনা অনুযায়ী যারা তাঁর মনোনীত, তাদের তিনি আপন পুত্রের প্রতিমূর্তির সাদৃশ্য দান করবেন বলে মনস্থও করেছেন, যেন তাঁর পুত্র বহু ভ্রাতার মধ্যে সর্বজ্যেষ্ঠ হতে পারেন।


তাদের পিতা তাদের প্রচুর পরিমাণে সোনা, রূপো এবং অন্যান্য মূল্যবান ধনসম্পদ দিয়েছিলেন এবং প্রত্যেকের যিহুদীয়ার এক একটি দুর্গনগরীর অধিকর্তারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। যেহেতু যিহোরাম ছিলেন যিহোশাফটের জ্যেষ্ঠপুত্র, সেই হেতু তিনি তাকে তাঁর সিংহাসনের উত্তরাধিকার দিয়েছিলেন।


যাকোব তাঁকে বললেন, আগে তুমি আমার আছে তোমার জ্যেষ্ঠ পুত্রের অধিকার বিক্রি কর।


যদি কোন ব্যক্তির দুই স্ত্রী থাকে এবং সে যদি তাদের একজনকে ভালবাসে এবং অন্যজনকে উপেক্ষা করে, আর উভয় স্ত্রীর গর্ভেই যদি তার পুত্র সন্তান হয়ে থাকে এবং উপেক্ষিতা স্ত্রীর পুত্র সন্তানই যদি হয় জ্যেষ্ঠ পুত্র,


উপেক্ষিতা স্ত্রীর পুত্রকেই তাকে জ্যেষ্ঠপুত্র বলে স্বীকার করতে হবে এবং তার সমুদয় সম্পত্তির দুই অংশ সে সেই পুত্রকে দেবে, কারণ সে তার পৌরুষের প্রথম ফসল, জ্যেষ্ঠাধিকার তারই প্রাপ্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন