Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 2:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 কিন্তু হিষবোণের রাজা তাঁর রাজ্যের মধ্য দিয়ে আমাদের যাওয়ার অনুমতি দিলেন না। কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ইচ্ছায় তাঁর বুদ্ধিভ্রংশ ঘটলো এবং তিনি উদ্ধত ও জেদী হয়ে উঠলেন যাতে, আজকের মতই তিনি তোমাদের অধীনে সমর্পিত হন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 কিন্তু হিষ্‌বোনের বাদশাহ্‌ সীহোন তাঁর কাছ দিয়ে যাবার অনুমতি আমাদেরকে দেন নি, কেননা তোমার আল্লাহ্‌ মাবুদ তাঁর মন কঠিন করলেন, অন্তর শক্ত করলেন, যেন তোমার হাতে তাঁকে তুলে দেন, যেমন আজ পর্যন্ত রয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 হিষ্‌বোনের রাজা সীহোন কিন্তু আমাদের যেতে দিতে রাজি হলেন না। কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর মন কঠিন ও তাঁর হৃদয় শক্ত করেছিলেন যেন তোমাদের হাতে তাঁকে সমর্পণ করেন, যেমন তিনি এখন করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 কিন্তু হিষ্‌বোনের রাজা সীহোন তাঁহার নিকট দিয়া যাইবার অনুমতি আমাদিগকে দেন নাই, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তাঁহার মন কঠিন করিলেন ও তাঁহার হৃদয় শক্ত করিলেন, যেন তোমার হস্তে তাঁহাকে সমর্পণ করেন, যেমন অদ্য পর্য্যন্ত রহিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 “কিন্তু সীহোন, হিষ্বোনের রাজা, আমাদের তাঁর দেশের মধ্য দিয়ে যেতে দেননি। কারণ প্রভু, তোমাদের ঈশ্বর তাঁর মন কঠিন ও একগুঁয়ে করলেন যেন তিনি তাঁকে তোমাদের হাতে সমর্পণ করেন, যেমন তিনি আজ পর্যন্ত রয়েছেন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 কিন্তু হিষ্‌বোনের রাজা সীহোন তাঁর কাছ দিয়ে আমাদের যেতে দেননি, কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তাঁর মন কঠিন করলেন ও তাঁর হৃদয় শক্ত করলেন, যেন তোমার হাতে তাঁকে পরাজিত করেন, যেটি তিনি আজ করেছেন।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 2:30
14 ক্রস রেফারেন্স  

কিন্তু সিহোন তাঁর রাজ্যের ভিতর দিয়ে ইসরায়েলীদের যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তাঁর প্রজাদের একত্র করে ইসরায়েলীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রান্তরে একত্র হলেন এবং জাহস্-এ এসে ইসরায়েলীদের আক্রমণ করলেন।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি এখন মিশরে ফিরে যাচ্ছ, দেখো, আমি যে সব অলৌকিক নির্দশন দেখাবার ক্ষমতা তোমাকে দিয়েছি সে সবই যেন স্মরণে থাকে। ফারাও-এর সাক্ষাতে সেগুলি প্রদর্শন করবে। কিন্তু আমি তার বোধশক্তি বিকল করে দেব ফলে সে ইসরায়েলীদের মুক্তি দেবে না।


মোশি ও হারোণ ফারাও-এর সামনে প্রভুর অলৌকিক ক্ষমতার নিদর্শনগুলি দেখালেন, কিন্তু প্রভু পরমেশ্বর ফারাও-এর হৃদয় কঠিন করে দেওয়ায় তিনি ইসরায়েলীদের দেশ ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিলেন না।


আমি জানতাম তুমি অবাধ্য, লৌহের মত কঠিন, অনমনীয় ব্রোঞ্জের মত।


সীহোনও ইসরায়েলীদের বিশ্বাস করে তাঁর রাজ্যের মধ্যে দিয়ে যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তাঁর সৈন্যসামন্ত নিয়ে যাহাসে এসে ছাউনি ফেললেন এবং ইসরায়েলীদের আক্রমণ করলেন।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, দেখ, আমি সিহোনকে তার রাজ্য সমেত তোমাদের হাতে তুলে দিতে আরম্ভ করলাম। তোমরা তার রাজ্য অধিকার করতে শুরু কর।


শীলো নিবাসী নবী অহিয়র মাধ্যমে পরমেশ্বর নবাটের পুত্র যারবিয়ামকে যে কথা বলেছিলেন তা সফল করার জন্যই ঈশ্বরের ইচ্ছাতেই প্রজাদের আবেদনে রাজা কান দিলেন না।


অভিশপ্ত হোক তারা, নিক্ষিপ্ত হোক নৈরাশ্যের নিবিড় আঁধারে।


প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, ফারাও-এর বুদ্ধি লোপ পেয়েছে, সে ইসরায়েলীদের মুক্তি দিতে অস্বীকার করেছে।


তারপর সেখান থেকে ইসরায়েলীরা বাশানের পথ ধরে এগিয়ে গেল। বাশানের রাজা ওগ সদলবলে ইসরায়েলীদের সঙ্গে যুদ্ধ করতে ইদ্রিয়ীতে এলেন।


প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি একে ভয় করো না কারণ আমি একে, এর প্রজাদের এবং এর রাজ্য সবই তোমার হাতে সমর্পণ করলাম। তুমি হিষবোণ নিবাসী ইমোরীদের রাজা সিহোনের যে দশা করেছ এরও তাই করবে।


শীলোনিবাসী নবী অহিয়র মাধ্যমে পরমেশ্বর নবাটের পুত্র যারবিয়ামকে যে কথা বলেছিলেন, তা সফল করার জন্য ঈশ্বরের ইচ্ছাতেই প্রজাদের আবেদনে রাজা সাড়া দিলেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন