Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 2:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 ইসরায়েলী শিবির থেকে তারা নিঃশেষে উচ্ছিন্ন না হওয়া পর্যন্ত প্রভু পরমেশ্বর তাদের প্রতি বিমুখ হয়ে রইলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আবার শিবিরের মধ্য থেকে তাদেরকে নিঃশেষে লোপ করার জন্য মাবুদের হাত তাদের বিরুদ্ধে ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 তাঁবু থেকে তাদের সম্পূর্ণরূপে উচ্ছেদ না করা পর্যন্ত সদাপ্রভুর হাত তাদের বিরুদ্ধে ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আবার শিবিরের মধ্য হইতে তাহাদিগকে নিঃশেষে লোপ করণার্থে সদাপ্রভুর হস্ত তাহাদের বিরুদ্ধে ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 শিবিরের মধ্যে তাদের সকলের মৃত্যু না হওয়া পর্যন্ত প্রভু তাদের বিরুদ্ধে ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 আবার বংশের মধ্যে থেকে তাদেরকে ধ্বংস করার জন্য সদাপ্রভুর হাত তাদের বিরুদ্ধে ছিল।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 2:15
13 ক্রস রেফারেন্স  

তাই তিনি ক্রুদ্ধ হয়ে শপথ করলেন, এই প্রান্তরেই ইসরায়েলীদের নিপাত করবেন,


কিন্তু তা সত্ত্বেও তাঁদের অধিকাংশের প্রতি ঈশ্বর প্রসন্ন ছিলেন না, মরুপ্রান্তরেই তাঁদের শব বিক্ষিপ্ত হয়েছিল।


এই দৃশ্য দেখে তোমাদের হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে, তোমাদের মনোবল বেড়ে যাবে, সতেজ হয়ে উঠবে তোমরা এবং তখনই তোমরা জানবে যে, আমি, প্রভু পরমেশ্বর, আমার অনুগত ভক্তদের সহায়। কিন্তু আমার শত্রুদের দণ্ডদাতা।


তাই তিনি তাদের জীবনকাল পর্যবসিত করলেন ব্যর্থতায়, পরিণত করলেন বিভীষিকায়।


দিবারাত্রি তোমার কঠোর শাসন গুরুভার হয়েছিল আমার উপর, যেন দারুণ গ্রীষ্মের দুরন্ত দাবদাহে শুকিয়েছিল নিঃশেষে জীবনের রসধারা। সেলা


ফিলিস্তিনীরা সম্পূর্ণভাবে পরাজিত হল। এই বিপর্যয়ের পর ফিলিস্তিনীরা আর ইসরায়েলীদের এলাকায় প্রবেশ করেনি। শমুয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন প্রভু পরমেশ্বর তাদের ইসরায়েলীদের ত্রিসীমানায় আসতে দেননি।


তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সমস্ত ভূস্বামীকে একত্র করে বলল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুকটি পাঠিয়ে দিন, এটি স্বস্থানে ফিরে যাক, এটি যেন আর আমাদের ও আমাদের লোকজনদের বধ না করে। কারণ ঈশ্বর কঠোরহস্তে দণ্ড দেওয়ায় সেই নগরের সর্বত্র মহামৃত্যুভয় সঞ্চারিত হয়েছিল। যারা মৃত্যুমুখে পতিত হয়নি তারা বিষফোড়া দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তাদের আর্তনাদে নগরের আকাশ বাতাস পরিপূর্ণ হয়েছিল।


কিন্তু সেটি সেখানে নিয়ে যাওয়ার পর সেই নগরের উপর ঈশ্বরের কঠোর দণ্ড নেমে এল এবং সেখানে মহাত্রাসের সঞ্চার হল। তিনি নগরের ছোট বড় সকলকেই আঘাত করলেন এবং তারা বিষফোড়ার দ্বারা আক্রান্ত হল।


প্রভু পরমেশ্বর কঠোর হস্তে আসদোদের অধিবাসীদের দণ্ড দিলেন। তিনি আসদোদ এবং ঐ অঞ্চলের অধিবাসীদের দেহ বিষফোড়ার দ্বারা জর্জরিত করে শাস্তি দিলেন।


তারা কোন অভিযানে বের হলে প্রভু তাদের বিপর্যয়ের মুখে ঠেলে দিতেন। তারা চরম দুর্দশায় পড়ত। প্রভুর অবাধ্য হলে যে এই দুর্দশা ঘটবে, সে সম্বন্ধে তিই তাদের আগেই সতর্ক করে দিয়েছিলেন।


একথা অবশ্যই তোমরা জান, তবু আমি তোমাদের আর একবার মনে করিয়ে দিচ্ছি। প্রভু স্বয়ং মিশর থেকে তাঁর মনোনীত জাতিকে উদ্ধার করে আনা সত্ত্বেও তাদের মধ্যে অবিশ্বস্তদের সংহার করেছিলেন। মনে আছে,


তুমি তাদের বল যে প্রভু পরমেশ্বর এই কথা বলেছেনঃ আমার জাগ্রত সত্তার দিব্য তোমাদের ইচ্ছাই আমি পূর্ণ করব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন