অন্যথায় মৃত ব্যক্তির নিকট আত্মীয়, যার উপরে তার রক্তপাতের প্রতিশোধ গ্রহণ করার দায়িত্ব রয়েছে সে ক্রোধোন্মক্ত হয়ে হত্যাকারীর পিছনে তাড়া করবে এবং পথের দূরত্ব বেশী হওয়ার জন্য হয়তো তাকে ধরে ফেলে তার প্রাণ হরণ করবে। কিন্তু সেই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য নয় কারণ মৃত ব্যক্তির সঙ্গে তার পূর্বের কোন শত্রুতা ছিল না।
সেই সময় আমি তোমাদের এই বলে নির্দেশ দিয়েছিলাম: তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশের স্বত্বাধিকার তোমাদের দিয়েছেন। তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে সমর্থ তারা সকলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের জ্ঞাতি ইসরায়েলীদের পুরোভাগে নদী পার হয়ে যাবে।
এই সময়ে মোশি জর্ডনের পূর্বতীরে তিনটি নগর নরহত্যাকারীদের আশ্রয় নেওয়ার জন্য পৃথক করে দিলেন। কোন লোক অতীতের কোন শত্রুতা থাকলেও অনিচ্ছাকৃত ভাবে যদি তার প্রতিবেশীকে হত্যা করে ফেলে তাহলে সে ঐ নগরগুলির কোন একটিতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারবে।