Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 18:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 নিজের পুত্র বা কন্যাকে যারা আগুনে আহুতি দেয় সেই শ্রেণীর লোক এবং

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তোমার মধ্যে যেন এমন কোন লোক পাওয়া না যায়, যে পুত্র বা কন্যাকে আগুনের মধ্য দিয়ে গমন করায়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তোমাদের মধ্যে যেন একজনকেও পাওয়া না যায় যারা তাদের ছেলেমেয়েদের আগুনে উৎসর্গ করে, যারা ভবিষ্যৎ-কথন বা মায়াবিদ্যা অনুশীলন করে, লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলে, যাদু করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তোমার মধ্যে যেন এমন কোন লোক পাওয়া না যায়, যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন করায়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তোমাদের বেদীর ওপরের আগুনে তোমরা তোমাদের পুত্রদের অথবা কন্যাদের উৎসর্গ করবে না। কোন ভাববাদীর সঙ্গে কথা বলে অথবা কোন যাদুকর, কোন ডাইনি অথবা কোন মায়াবীর কাছে গিয়ে নিজেদের ভবিষ্যৎ‌‌ জানার চেষ্টা করবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায়, যে ছেলে বা মেয়েকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যায়,

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 18:10
36 ক্রস রেফারেন্স  

তোমার ভূতের ওঝা বা গুণিনদের কাছে যাবে না, তাদের খোঁজ করবে না, তাহলে তোমরা তাদের দ্বারা অশুচি হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।


তোমরা রক্তসমেত মাংস খাবে না। তোমরা ডাকিনীবিদ্যা কিম্বা শাকুনবিদ্যার চর্চা করবে না।


ডাইনীকে তোমরা জীবিত রাখবে না।


এদের মধ্যে অনেকেই তাদের যাদুবিদ্যার বইগুলো এনে সকলের সামনে পুড়িয়এ ফেলল। পোড়ানো বইগুলির আনুমানিক মূল্য ছিল পঞ্চাশ হাজার রৌপ্যমুদ্রা।


এদের পরামর্শ সত্ত্বেও তুমি শক্তিহীন। এবার এগিয়ে আসুক তোমার জ্যোতিষীবর্গ রক্ষা করুক তোমাকে, আসুক জ্যোতির্বিজ্ঞানীরা, যারা গণনা করে রাশিচক্রের ফলাফল, বলে দেয় আগামী প্রতি মাসের ঘটনার কথা।


তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে কখনও সেরকম আচরণ করবে না। কারণ তারা তাদের দেবতাদের উদ্দেশে প্রভুর দৃষ্টিতে ঘৃণিত সর্বপ্রকার গর্হিত আচরণ করেছে, এমন কি তারা সেই দেবতাদের উদ্দেশে নিজেদের পুত্রকন্যাদের আগুনে আহুতি দিয়েছে।


হিন্নোম উপত্যকায় তিনি নিজেদ পুত্রদের হোমবলিরূপে উৎসর্গ করলেন। তিনি মন্ত্রতন্ত্র যাদু বিদ্যার অনুশীলন করতেন। দেবজ্ঞ ও প্রেতসিদ্ধ লোকদের পরামর্শ নিতেন। এইভাবে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে তিন মহাপাপ করে তাঁর ক্রোধের আগুণ জ্বালিয়ে দিলেন।


হিল্লোম উপত্যকায় ধূপ জ্বালাতেন, এমন কি প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের এই দেশ দেবার জন্য সেখানকার যে সমস্ত জাতিকে বিতাড়িত করেছিলেন, রাজা আহস তাদের ঘৃণ্য আচার-অনুষ্ঠান অনুকরণ করে সেই সমস্ত প্রতিমার সামনে নিজের পুত্রদের হোমবলিরূপে উৎসর্গ করেছিলেন।


পরমেশ্বর প্রভুর কাচে অবিশ্বস্ততার জন্য শৌলের মৃত্যু হল। প্রভুর নির্দেশ না চেয়ে


তিনি তাঁর পুত্রকে হোমবলিরূপে উৎসর্গ করেছিলেন। তিনি মন্ত্র-তন্ত্র ও যাদুবিদ্যার অনুশীলন করতেন এবং দৈবজ্ঞ ও প্রেতসিদ্ধ লোকদের পরামর্শ নিতেন। এইভাবে তিনি মারাত্মকভাবে পাপকর্মে লিপ্ত হয়ে প্রভু পরমেশ্বরকে ভীষণ ক্রুদ্ধ করে তুলেছিলেন।


এই সমস্ত বিজাতীয়দের উপাস্য দেবদেবীদের কাছে তারা তাদের পুত্র-কন্যাদের হোমের আগুনে আহুতি দিত।। তারা দৈবজ্ঞ ও গণৎকারদের পরামর্শ অনুযায়ী চলত এবং প্রভু পরমেশ্বরের কাছে যে সব কাজ একান্ত ঘৃণ্য, সেইসব অন্যায় কাজে তারা সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে পড়েছিল। ফলে তিনি তাদের উপর ক্রুদ্ধ হলেন।


ইসরায়েল রাজাদের পথ অনুসরণ করে পরমেশ্বরের বিরুদ্ধে পাপাচরণ করতেন। ইসরায়েলীদের এই দেশ দেবার জন্য প্রভু পরমেশ্বর সেখানকার যে সমস্ত জাতির লোকদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন, রাজা আহস সেই সমস্ত জাতির আচার-অনুষ্ঠান অনুকরণ করতেন। এমন কি তিনি দেব প্রতিমার কাছে নিজের পুত্রকে পর্যন্ত হোমবলি রূপে উৎসর্গ করেছিলেন।


সেই স্ত্রীলোকটি তাঁকে বলল, আপনি নিশ্চয়ই জানেন শৌল সমস্ত ভূতের ওঝা ও তন্ত্র সাধকদের দেশ থেকে উচ্ছেদ করেচেন। তাহলে কেন আপনি আমাকে ফাঁদ ফেলে আমার জীবননাশের চেষ্টা করছেন?।


শৌল তখন তাঁর পারিষদদের বললেন, তোমরা একদল স্ত্রীলোক ওঝার খোঁজ কর, আমি তার কাছে গিয়ে এ বিষয়ে জানব। পারিষদরা তাঁকে জানাল, এন্দোরে একটি স্ত্রীলোক আছে সে ভূতের ওঝা।


শমুয়েল তখন গত হয়েছেন। সমগ্র ইসরায়েল জাতি তাঁর জন্য শোক প্রকাশ করে তাঁকে তাঁর নিজের নগর রামায় সমাধিস্থ করেছিল। শৌল সেই সময়ে ভূতের ওঝা ও তন্ত্রসাধকদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন।


পৌত্তলিকতা, বশীকরণ, শত্রুতা, দ্বন্দ্ব, ঈর্ষা, ক্রোধ, স্বার্থপরতা, মতভেদ, দলাদলি,


হিন্নোম উপত্যকায় তারা বেলদেবের উদ্দেশে দেবস্থান প্রতিষ্ঠা করে মোলক দেবের কাছে নিজেদের পুত্রকন্যাদের উৎসর্গ করার জন্য বেদী নির্মাণ করেছে। এ কাজ করার আদেশ আমি তাদের দিই নি। তারা যে এমন কাজ করবে, যিহুদীয়ার মানুষকে পাপে লিপ্ত করবে, এমন কথা আমি ভাবতেও পারি নি।


সেখানে শিমোন নামে এক যাদুকর ছিল। সে শহরে যাদুর খেলা দেখিয়ে শমরীয় জাতিকে মুগ্ধ করে ফেলেছিল। এদের কাছে সে নিজেকে মহাপুরুষ বলে প্রচার কর।


কেন তোমরা রূপোর পানপাত্রটি চুরি করলে? আমার মনিব যে পাত্রে পান করেন এবং যার দ্বারা দৈব গণনা করেন এটা তো সেই পাত্র। তোমরা খুব গর্হিত কাজ করেছ।


আর যদি কেউ ভূতের ওঝা বা গুণিনদের অনুগামী হয়ে স্বেচ্ছাচারে লিপ্ত হয়, তাহলে আমি তার প্রতি বিমুখ হয়ে তার স্বজাতীয়দের মধ্য থেকে তাকে উচ্ছেদ করব।


কারণ বিদ্রোহাচরণ মন্ত্রতন্ত্রের মতই পাপাচার, ঔদ্ধত্য প্রতিমাপূজার তুল্য। প্রভু পরমেশ্বরের আদেশ তুমি অমান্য করলে তাই তিনিও তোমায় পরিত্যাগ করে রাজ্যচ্যুত করলেন।


শৌল তখন অন্য পোশাক পরে ছদ্মবেশে দুজন লোক সঙ্গে নিয়ে রাত্রে সেই স্ত্রীলোকটির কাছে গেলেন। তিনি তাকে বললেন, আমি যার কথা বলব মন্ত্র পড়ে প্রেতাত্মার সাহায্যে তাকে আনাও।


প্রধান পুরোহিত হিল্‌কিয় মন্দিরে যে পুস্তকটি পেয়েছিলেন, তাতে লেখা বিধানগুলি প্রবর্তন করার জন্য রাজা যোশিয় জেরুশালেম ও যিহুদীয়া থেকে সমস্ত ওঝা, দৈবজ্ঞ ও সমস্ত কুলদেবতার বিগ্রহ ও প্রতিমাপূজার সাজসরঞ্জাম অপসারিত করেন।


তোমাদের প্রবক্তা নবীদের কিম্বা আর কাউকে বিশ্বাস করো না যারা ভবিষ্যদ্বাণী করতে পারে কিম্বা স্বপ্ন বা মৃত্যুলোক থেকে আত্মাকে জাগিয়ে ভবিষ্যতের কথা জানতে পারে বা জাদুবিদ্যা দিয়ে ভবিষ্যতের কথা বলে দিতে পারে বলে দাবী করে। তারা সকলেই ব্যাবিলনরাজের কাছে বশ্যতা স্বীকার করতে তোমাদের বারণ করবে।


তারা তোমাদের সঙ্গে প্রতারণা করবে এবং মাতৃভূমি থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করবে। আমি তোমাদের বিতাড়িত করব, ধ্বংস হয়ে যাবে তোমরা।


তোমাদের গুণীন বৃত্তির উচ্ছেদ সাধন করব, কোনও দৈবজ্ঞ থাকবে না তোমাদের মাঝে।


আমি তখন বিচারকরূপে তোমাদের সামনে উপস্থিত হব। যারা মায়াবী জাদুকর, ব্যাভিচারী, মিথ্যাশপথকারী এবং যারা দিনমজুর, বিধবা, অনাথ ও শিশুদের নির্যাতন করে, যারা প্রবাসীদের উপর দুর্ব্যবহার করে, যারা আমাকে মান্য করে না, তাদের সব কুকর্ম প্রকাশ করে দেব।


যদি মেয়েটির বাবা সেই লোকের সঙ্গে মেয়ের বিবাহ দিতে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কন্যাপণের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণস্বরূপ দেবে।


তারা তাঁর অনুশাসন উপেক্ষা করল। তাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে পবিত্র চুক্তি সম্পাদন করেছিলেন সেই চুক্তি তারা ভঙ্গ করল এবং তাঁর সাবধান বাণী অগ্রাহ্য করল। এবং অলীক প্রতিমার পূজা করে নিজেরাও অন্তঃসারশূন্য হয়ে পড়ল। পরমেশ্বর তাদের প্রতিবেশী জাতিগুলিকে অনুকরণ করতে নিষেধ করা সত্ত্বেও তারা তাদের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করত।


হিন্নোম উপত্যকায় তারা তোফৎ নামে একটি বেদী তৈরি করেছে। সেখানে তারা তাদের ছেলেমেয়েদের বলিদান করে হোম করবে। এ কাজ করতে আমি তাদের আদেশ দিইনি—এ কথা আমার মনেও আসেনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন