দ্বিতীয় বিবরণ 17:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 দণ্ডিত ব্যক্তিকে বধ করার জন্য প্রথমে সাক্ষীরা, তারপর জনসাধারণ পাথর মারবে। এইভাবে তোমরা নিজেদের সমাজ থেকে ভ্রষ্টাচার নির্মূল করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তাকে হত্যা করতে প্রথমে সাক্ষীরা, পিছনে সমস্ত লোক তার উপরে হাত উঠাবে। এভাবে তুমি তোমার মধ্য থেকে দুষ্টাচার লোপ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তাকে মেরে ফেলবার জন্য সাক্ষীরাই প্রথমে পাথর ছুঁড়বে, তারপর অন্যান্য লোকেরা ছুঁড়বে। তোমাদের মধ্য থেকে দুষ্টতা শেষ করে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তাহাকে বধ করিতে প্রথমে সাক্ষীরা, পশ্চাতে সমস্ত প্রজা তাহার উপরে হাত উঠাইবে। এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 সেই ব্যক্তিকে হত্যা করার জন্য সাক্ষীরা অবশ্যই প্রথমে পাথর ছুঁড়বে। এর পর হত্যার কাজ সম্পূর্ণ করার জন্য অন্যান্য ব্যক্তিরা পাথর ছুঁড়বে। এইভাবে তোমরা সেই মন্দ লোকটিকে তোমাদের মধ্যে থেকে সরিয়ে দেবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তাকে হত্যা করতে প্রথমে সাক্ষীরা এবং পরে সব লোক তার ওপরে হাত উঠাবে। এই ভাবে তুমি নিজেদের মধ্যে থেকে খারাপ ব্যবহার নষ্ট করবে। অধ্যায় দেখুন |
সেই নবী বা স্বপ্নদ্রষ্টার অবশ্যই মৃত্যুদণ্ড হবে, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, দাসত্বের শৃঙ্খল থেকে যিনি তোমাদের মুক্ত করে এনেছেন, তাঁর বিরুদ্ধাচরণ করতে সে তোমাদের প্ররোচিত করেছে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে পথে চলতে তোমাদের আদেশ দিয়েছেন, সেই পথ থেকে সে তোমাদের ভ্রষ্ট করতে চেয়েছে। তোমরা নিজেদের মধ্য থেকে অবশ্যই এই মন্দতার উচ্ছেদ সাধন করবে।
তোমার সহোদর ভ্রাতা, পুত্র, কন্যা, তোমার প্রিয়তমা স্ত্রী কিম্বা তোমার অন্তরঙ্গ বন্ধুও যদি গোপনে তোমাকে অন্য দেবতাদের ভজনা করার প্ররোচনা দেয়, অন্য কোন দেবতা যাকে তুমি জান না বা তোমার পিতৃপুরুষেরাও জানতেন না, তোমাদের চারিপাশের কাছের বা দূরের পৃথিবীর যে কোন প্রান্তের যে কোন জাতির উপাস্য দেবতা হোক না কেন,