Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 17:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তাহলে তোমরা সেই দুষ্কৃতকারী পুরুষ কিম্বা নারীকে নগরের তোরণদ্বারের বাইরে নিয়ে যাবে। পুরুষ হোক বা নারী হোক, তোমরা পাথর মেরে তার মৃত্যুদণ্ড দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তবে তুমি সেই দুষ্কর্মকারী পুরুষ কিংবা স্ত্রীলোককে বের করে তোমার নগর-দ্বারের সমীপে আনবে; পুরুষ বা স্ত্রীলোক হোক, তুমি পাথর ছুঁড়ে তার প্রাণদণ্ড করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তবে যে পুরুষ বা স্ত্রীলোক এরকম জঘন্য কাজ করেছে তোমরা তাকে নগরের দ্বারের কাছে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তবে তুমি সেই দুষ্কর্ম্মকারী পুরুষ কিম্বা স্ত্রীলোককে বাহির করিয়া আপন নগর-দ্বারের সমীপে আনিবে; পুরুষ হউক বা স্ত্রীলোক হউক, তুমি প্রস্তরাঘাত দ্বারা তাহার প্রাণদণ্ড করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তাহলে যে ব্যক্তি সেই খারাপ কাজ করেছিল তাকে তোমরা অবশ্যই শাস্তি দেবে। শহরের দরজার কাছে কোনো প্রকাশ্য রাস্তায় সেই পুরুষ অথবা স্ত্রীলোককে তোমরা অবশ্যই নিয়ে যাবে এবং তাদের পাথর দিয়ে হত্যা করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তবে তুমি সেই খারাপ কাজ করা পুরুষ কিংবা স্ত্রীলোককে বের করে নিজের শহরের দরজার কাছে আনবে যারা খারাপ কাজ করে; পুরুষ হোক বা স্ত্রীলোক হোক, তুমি পাথরের আঘাতে তার প্রাণদণ্ড করবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 17:5
13 ক্রস রেফারেন্স  

ঈশ্বর নিন্দাকারী ঐ লোকটাকে ছাউনির বাইরে নিয়ে যাও। যারা তার কথা শুনেছে তারা সকলে তার মাথায় হাত রাখুক এবং সমগ্র সমাজ তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলুক।


যিহোশূয় আখনকে বললেন, তুমি কেন এমন কাজ করে আমাদের দুর্বিপাকে ফেললে? এইজন্য প্রভু পরমেশ্বরও আজ তোমায় বিপাকে ফেলবেন। ইসরায়েলীরা সকলে তখন তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তারা তার পরিবারের সকলকে পাথর ছুঁড়ে মারল এবং আগুনে পোড়াল। তারপর


প্রভু পরমেশ্বরের নামে যে নিন্দা করবে তার অবশ্যই প্রাণদণ্ড হবে। সমগ্র সমাজ তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। বিজাতীয় হোক বা স্বজাতীয় হোক, সেই পবিত্র নামের অপবাদ যে করবে তার অবশ্যই প্রাণদণ্ড হবে।


তাহলে তোমরা দুজনকেই নগরদ্বারে এনে পাথর মেরে বধ করবে। সেই যুবতীকে বধ করবে এই জন্য যে সে নগরের মধ্যে থেকেও সাহায্যের জন্য চীৎকার করে নি। সেই পুরুষকে বধ করবে কারণ সে তার প্রতিবেশীর বাগদত্তাকে মর্যাদাভ্রষ্ট করেছে। এই ভাবে তোমরা নিজেদের মধ্য থেকে অনাচার দূর করবে।


তাহলে তারা সেই নারীকে বের করে তার পিতৃগৃহের দ্বারে নিয়ে যাবে এবং তার নগরের অধিবাসী সকলেই পাথর মেরে সেই নারীকে বধ করবে। কেননা পিতৃগৃহে থাকার সময় সে ব্যভিচার করে ইসরায়েলী সমাজকে ভ্রষ্টাচারে দুষ্ট করেছে। এইভাবে তোমরা নিজেদের মধ্য থেকে দুষ্টতার উচ্ছেদ সাধন করবে।


তখন নগরের সমস্ত লোক পাথর মেরে তাকে বধ করবে। এইভাবে তোমরা নিজেদের সমাজ থেকে দুষ্কর্ম লোপ করবে, আর ইসরায়েলীরা সকলে একথা শুনে ভয় পাবে।


সেই নবী বা স্বপ্নদ্রষ্টার অবশ্যই মৃত্যুদণ্ড হবে, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, দাসত্বের শৃঙ্খল থেকে যিনি তোমাদের মুক্ত করে এনেছেন, তাঁর বিরুদ্ধাচরণ করতে সে তোমাদের প্ররোচিত করেছে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে পথে চলতে তোমাদের আদেশ দিয়েছেন, সেই পথ থেকে সে তোমাদের ভ্রষ্ট করতে চেয়েছে। তোমরা নিজেদের মধ্য থেকে অবশ্যই এই মন্দতার উচ্ছেদ সাধন করবে।


তাহলে সে বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তোমরা পুঙ্খানুপু্ঙ্খরূপে সে বিষয়ে তদন্ত করবে। যদি একথা সত্য ও নিশ্চিতরূপে প্রমাণিত হয় যে ইসরায়েলীদের সমাজে এই রকম জঘন্য কর্ম অনুষ্ঠিত হয়েছে,


পশুর সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক স্থাপনকারী ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে।


তুমি ইসরায়েলীদের বল, ইসরায়েল জাতির কোন লোক বা তাদের মধ্যে প্রবাসী ভিন্ন জাতির কোন লোক যদি তার কোন সন্তানকে মোলেক দেবতার উদ্দেশে উৎসর্গ করে, তাহলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে। দেশবাসীরা তাকে পাথর মেরে হত্যা করবে।


যোয়াশ তাদের বললেন, তোমরা কি বেলদেবের হয়ে ঝগড়া করতে এসেছ? বেলদেবের পক্ষে যে দাঁড়াবে কাল সকাল হওয়ার আগেই তাকে মেরে ফেলা হবে। বেলদেব যদি দেবতাই হন তবে তিনি নিজেই নিজেকে রক্ষা করবেন, কারণ তারই বদী ভাঙ্গা হয়েছে।


তা যদি করতাম তাহলে বিচারে সেই অধর্মাচরণের জন্য দণ্ডিত হতাম, তাহলে আমি ঊর্ধ্বলোকবাসী ঈশ্বরের কাছে মিথ্যাচারী হতাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন