Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 17:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 যে ব্যক্তি ঔদ্ধত্যভরে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবক পুরোহিত কিম্বা বিচারপতির সিদ্ধান্ত অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা ইসরায়েলী সমাজ থেকে সর্বপ্রকার অন্যায়ের উচ্ছেদ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 কিন্তু যে ব্যক্তি দুঃসাহসপূর্বক আচরণ করে, তোমার আল্লাহ্‌ মাবুদের পরিচর্যা করার জন্য সেই স্থানে দণ্ডায়মান ইমামের কিংবা বিচারকর্তার কথার অবাধ্য হয়, সেই মানুষ হত হবে। এভাবে তুমি ইসরাইলের মধ্য থেকে দুষ্টাচার লোপ করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 যদি কেউ বিচারকের কথা কিংবা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবাকারী সেই যাজকের কথা অবজ্ঞা করে তবে তাকে মেরে ফেলবে। ইস্রায়েলের মধ্যে থেকে দুষ্টতা তোমাদের শেষ করতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 কিন্তু যে ব্যক্তি দুঃসাহসপূর্ব্বক আচরণ করে, তোমার ঈশ্বর সদাপ্রভুর পরিচর্য্যার্থে সেই স্থানে দণ্ডায়মান যাজকের কিম্বা বিচারকর্ত্তার কথায় কর্ণপাত না করে, সেই মনুষ্য হত হইবে; ফলে তুমি ইস্রায়েলের মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 “কোন লোক যদি সেই সময় তোমাদের প্রভু, ঈশ্বরের সেবায় রত কোন বিচারক অথবা যাজকের কথা মেনে চলতে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তিকে তোমরা অবশ্যই শাস্তি দেবে। সেই ব্যক্তিকে অবশ্যই মরতে হবে। ইস্রায়েল থেকে তোমরা সেই দুষ্ট লোককে অবশ্যই সরাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 কিন্তু যে লোক অহঙ্কারী আচরণ করে, তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবার জন্যে সেই জায়গায় দাঁড়িয়ে থাকা যাজকের কিংবা বিচারকর্তার কথায় কান না দেয়, সেই মানুষ মারা যাবে; ফলে তুমি ইস্রায়েলের মধ্যে থেকে খারাপ আচরণ বাদ দেবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 17:12
30 ক্রস রেফারেন্স  

সেই নবী বা স্বপ্নদ্রষ্টার অবশ্যই মৃত্যুদণ্ড হবে, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, দাসত্বের শৃঙ্খল থেকে যিনি তোমাদের মুক্ত করে এনেছেন, তাঁর বিরুদ্ধাচরণ করতে সে তোমাদের প্ররোচিত করেছে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে পথে চলতে তোমাদের আদেশ দিয়েছেন, সেই পথ থেকে সে তোমাদের ভ্রষ্ট করতে চেয়েছে। তোমরা নিজেদের মধ্য থেকে অবশ্যই এই মন্দতার উচ্ছেদ সাধন করবে।


কিন্তু যে ব্যক্তি স্পর্ধাভাবে পাপাচরণ করবে, প্রভু পরমেশ্বরের অবমাননা করবে, সে স্বজাতীয় হোক বা বিদেশীই হোক, জনতার মধ্য থেকে তাকে উচ্ছেদ করতে হবে।


অপরাধীদের সকলে সামনে ভর্ৎসনা করবে যাতে অন্য সবাই ভয় পায়।


সুতরাং সেই আহ্বানের অমর্যাদা যে করে সে কোন মানুষকে নয়, কিন্তু যিনি তাঁর পবিত্র আত্মা তোমাদের দান করেছেন, সেই ঈশ্বরকেই অবমাননা করে।


তবুও কেউ যেন তর্ক না করে, যেন অভিযোগও না করে কেউ, কারণ হে যাজক, তোমার বিরুদ্ধেই আমার অভিযোগ।


তিনদিনের মধ্যে যদি কেউ উপস্থিত হতে না পারে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সে সমাজচ্যুত হবে।


তাহলে সে তাঁর পরিচর্যাকারী অন্যান্য লেবীয় জাতিভাইদের মতই সে তার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের পরিচর্যা করবে।


কারণ সদা সর্বদা প্রভু পরমেশ্বরের উপাসনা ও পরিচর্যা করার জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সকল গোষ্ঠীর মধ্য থেকে লেবি ও তার বংশধরদের মনোনীত করেছেন।


দণ্ডিত ব্যক্তিকে বধ করার জন্য প্রথমে সাক্ষীরা, তারপর জনসাধারণ পাথর মারবে। এইভাবে তোমরা নিজেদের সমাজ থেকে ভ্রষ্টাচার নির্মূল করবে।


এই সময় প্রভু পরমেশ্বর চুক্তি সিন্দুকটি বহন করা, তাঁর পরিচর্যা করা এবং প্রভু পরমেশ্বরের নামে আশীর্বাণী উচ্চারণ করার জন্য লেবির বংশধরদের পৃথক করে নিযুক্ত করলেন। আজ পর্যন্ত তারা সেই কাজই করে চলেছে।


প্রভু যীশুর নামে আমরা যেসব নির্দেশ তোমাদের দিয়েছিলাম তা তোমাদের অজানা নয়।


তোমরা যদি কারও পাপ মার্জনা কর তাহলে তারা মার্জনা লাভ করবে। আর যদি কারও পাপ মার্জনা না কর তাহলে তা থেকে যাবে।


যে আমার বাণী গ্রহণ না করে আমাকে প্রত্যাখ্যান করে তার বিচার হবে অন্যভাবে। শেষের দিনে আমার মুখনিঃসৃত সেই বাণীই হবে তার বিচারক।


যারা তোমাদের কথা শোনে, তারা আমারই কথা শোনে এবং যারা তোমাদের প্রত্যাখ্যান করে, তারা আমাকেই প্রত্যাখ্যান করে, এবং যারা আমাকে প্রত্যাখ্যান করে, তারা আমাকে যিনি পাঠিয়েছেন তাঁকেই প্রত্যাখ্যান করে।


আর কেউ যদি তোমাদের স্বাগত না জানায় ও তোমাদের কথা না শোনে তাহলে সেই বাড়ি বা শহর ছেড়ে আসার সময় তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলবে।


দুর্বিনীতকে দণ্ড দিলে তা দেখে অজ্ঞরা শিক্ষালাভ করে, বুদ্ধিমানকে উপদেশ দিলে সে তা থেকে জ্ঞানলাভ করে।


স্পর্ধাজনিত পাপ থেকে আমাকে দূরে সরিয়ে রাখ, তার বিন্দুমাত্র প্রভাবও যেন না পড়ে আমার উপর। তা হলেই আমি হব নির্মল, মুক্ত হব মহাপাপ থেকে।


আমি যে কথা বলার নির্দেশ দিই নি, আমার নামে কোন নবী যদি স্পর্ধাভরে সেই কথা বলে, কিম্বা অন্য কোন দেবতার নাম করে কেউ যদি কথা বলে, তাহলে সেই প্রবক্তা নবীর অবশ্যই মৃত্যুদণ্ড হবে।


ইসরায়েলীরা সকলে একথা শুনে ভয় পাবে এবং তোমাদের মধ্যে কেউ আর এরকম দুষ্কর্ম করবে না।


কিন্তু সমাজের অন্তর্ভুক্ত লোকদের বিচার করার দায়িত্ব কি তোমাদের নয়? তোমরা নিজেদের মধ্য থেকে দুর্জনদের দূর করে দাও।


আমি তোমাদের সে কথা বললাম, কিন্তু তোমরা শুনলে না। প্রভু পরমেশ্বরের আদেশের বিরোধিতা করে তোমরা ঔদ্ধত্য করে পার্বত্য অঞ্চলে অভিযান করলে।


লোকে এ কথা শুনে ভয় পাবে এবং স্পর্ধামূলক আচরণ আর করবে না।


গিবিয়ার ঐ বদ্‌মাইসগুলােকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাদের মৃত্যুদণ্ড দিয়ে ইসরায়েলী সমাজ থেকে এই অনাচার উচ্ছেদ করব। কিন্তু বিন্যামীন গোষ্ঠীর লোকেরা তাদের স্বাজাতীয় ইসরায়েলীদের প্রস্তাবে সম্মত হল না।


আমি তাকে বলেছি যে, সে জেনে শুনে যে অপরাধ করেছে তার জন্য আমি চিরকাল তার বংশকে দণ্ড দেব, কারণ তার পুত্রেরা ঈশ্বরনিন্দা করছে জেনেও সে তাদের নিবৃত্ত করেনি।


সর্বাধিপতি প্রভু বলেছেনঃ তুমি যদি আমার নির্দেশিত পথে চল, আমি তোমাকে যে দায়িত্ব ভার দিয়েছি তা যদি পালন কর, তাহলে তুমি হবে আমার মন্দিরের প্রশাসক, তোমারই উপরে থাকবে আমার মন্দিরের সমস্ত দায়িত্বভার। তুমিও হবে আমার এই সেবকদের একজন।


কারণ সে প্রভু পরমেশ্বরের বাক্যের অবমাননা করেছে এবং তাঁর নির্দেশ অমান্য করেছে। সেই ব্যক্তিকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করতে হবে। তার অপরাধের দণ্ড তার উপরেই বর্তাবে।


তোমার সহোদর ভ্রাতা, পুত্র, কন্যা, তোমার প্রিয়তমা স্ত্রী কিম্বা তোমার অন্তরঙ্গ বন্ধুও যদি গোপনে তোমাকে অন্য দেবতাদের ভজনা করার প্ররোচনা দেয়, অন্য কোন দেবতা যাকে তুমি জান না বা তোমার পিতৃপুরুষেরাও জানতেন না, তোমাদের চারিপাশের কাছের বা দূরের পৃথিবীর যে কোন প্রান্তের যে কোন জাতির উপাস্য দেবতা হোক না কেন,


আপনার নির্দেশের বিরোধিতা যে করবে বা আপনার কথা যে অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। আপনি দৃঢ় হোন ও সাহস অবলম্বন করুন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন