Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 17:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তাদের শিক্ষা এবং বিচারাদেশ অনুযায়ী তোমরা কাজ করবে। তারা যে সিদ্ধান্ত ঘোষণা করবে তার কোন ব্যতিক্রম তোমরা করবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তারা তোমাকে যে শরীয়ত শিক্ষা দেবে, তার মর্মানুসারে ও তোমাকে বিচারের যে রায় বলবে, সেই অনুসারে তুমি কাজ করবে; তাদের হুকুমের ডানে বা বামে ফিরবে না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তোমাদের তারা যা শিক্ষা দেবে এবং যে রায় দেবে সেইমতোই তোমরা কাজ করবে। তারা তোমাদের যা বলবে সেই অনুযায়ী করবে, ডানদিকে বা বাঁদিকে ফিরবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তাহারা তোমাকে যে ব্যবস্থা শিক্ষা দিবে, তাহার মর্ম্মানুসারে ও তোমাকে যে বিচার বলিবে, তদনুসারে তুমি করিবে; তাহাদের আদিষ্ট বাক্যের দক্ষিণে কি বামে ফিরিবে না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তোমরা তাঁদের সিদ্ধান্ত স্বীকার করবে এবং ঠিক ঠিক ভাবে তাঁদের আদেশ অনুসরণ করবে। তাঁরা তোমাদের যা করতে বলবেন তোমরা সেগুলো ঠিক মতো করবে—তার কোন কিছুর পরিবর্তন করবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তারা তোমাকে যে নিয়ম শেখাবে, তার সিদ্ধান্ত অনুযায়ী তুমি করবে; যা তারা বলেছে তার ডান দিকে কি বাম দিকে ফিরবে না;

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 17:11
16 ক্রস রেফারেন্স  

তুমি শুধু দৃঢ় হও ও সাহস কর। আমার দাস মোশি তোমাকে যে সমস্ত বিধান পালনের নির্দেশ দিয়েছে, সযত্নে সেগুলি পালন করো। এর বিন্দুমাত্র অন্যথা করো না। তাহলে তোমার যাত্রাপথে সর্বত্র সাফল্যলাভ করবে।


তবুও কল্পনাবিলাসী এই লোকগুলি ঐভাবে ভ্রান্তপথে ছুটে চলে। নিজেদের দেহ কলুষিত করে ঈশ্বরের কর্তৃত্ব অমান্য করে এবং দিব্যলোকবাসীদের অপদস্থ করে।


বিশেষ করে যারা অশুচি দৈহিক কামনা-বাসনার বশে চলে এবং শাসন অমান্য করে, তাদের তিনি অবশ্যই দণ্ড দেবেন। এরা উদ্ধত ও স্বেচ্ছাচারী। মহিমান্বিত ঊর্ধ্বলোকবাসীদেরও নিন্দা করতে এরা ভয় পায় না।


তুমি তাদের বুঝিয়ে বল যাতে তারা শাসনকর্তা এবং কর্তৃপক্ষের অনুগত হয় ও সবরকম ভাল কাজে যোগ দিতে এগিয়ে আসে।


তোমার চরণ পথভ্রষ্ট না হোক, পরিহার কর মন্দ পথ।


রাজা তাকে জিজ্ঞাসা করলেন, বল তো, তোমার সাথে যোগসাজস করে যোয়াব এসব করেছে? সে বলল, আজ্ঞে হ্যাঁ মহারাজ। আপনার কাছে অস্বীকার করার কোন উপায় নেই। আপনার সেনাপতি যোয়াব আমায় অনুরোধ করেছিলেন এবং আপনার দাসীকে এসব কথা শিখিয়ে দিয়েছিলেন।


সুতরাং মোশির বিধানশাস্ত্রে যে সব নির্দেশ লিখিত আছে তোমরা সবই সযত্নে পালন করবে। বিন্দুমাত্র অন্যথা করবে না।


আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম তা থেকে কোন অবস্থায় তোমরা বিচ্যুত হবে না এবং অন্য কোন দেবতার পূজা করবে না বা অনুগামী হবে না।


লোকে বিবাদ করে বিচারালয়ে গেলে বিচারকেরাই বিচার করে নির্ধারণ করবে, কে দোষী আর কে নির্দোষ।


তাহলে সে স্বজাতীয়দের চেয়ে নিজেকে বড় মনে করবে না এবং এই সমস্ত নির্দেশ ও বিধিব্যবস্থার ব্যতিক্রম করবে না, আর তাহলে ইসরায়েলীদের মাঝে তার ও তার বংশধরদের রাজত্ব দীর্ঘস্থায়ী হবে।


অতএব তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে নির্দেশ দিয়েছেন সযত্নে সেগুলি পালন করবে। কোন ভাবেই বিচ্যুত হবে না।


মোশির মাধ্যমে প্রভু যে বিধিব্যবস্থা দিয়েছেন ইসরায়েলের সকলকে তা শিখাবে।


প্রভু পরমেশ্বরের মনোনীত পবিত্র স্থানে তারা তোমাদের যে বিচারাদেশ জানিয়ে দেবে সেই অনুযায়ী তোমরা তোমাদের করণীয় কাজ করবে। তারা তোমাদের যে শিক্ষা দেবে, সযত্নে তা-ই তোমরা কার্যকরী করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন