Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 15:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ঋণ মকুবের পদ্ধতি হবে এই: কোন মহাজন তার প্রতিবেশীকে ঋণ দিয়ে থাকলে সে সেই ঋণ মকুব করে দেবে। তার প্রতিবেশী কিম্বা ভাইয়ের কাছ থেকে ঐ ঋণ সে আর আদায় করবে না, কারণ প্রভু পরমেশ্বরের নির্দেশিত ঋণ মুক্তি ঘোষণা করা হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 সেই ঋণ মাফের এই ব্যবস্থা; যে কোন মহাজন তাঁর প্রতিবেশীকে ঋণ দিয়েছে, সে তাঁর দেওয়া সেই ঋণ মাফ করবে, তাঁর প্রতিবেশী কিংবা ভাইয়ের কাছ থেকে ঋণ আদায় করবে না, কেননা মাবুদের হুকুমে ঋণ মাফের ঘোষণা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 এইভাবে এটি করতে হবে প্রত্যেক ঋণদাতা অন্য ইস্রায়েলীকে দেওয়া ঋণ মকুব করে দেবে। ঋণ মকুব করার জন্য সদাপ্রভু যে সময় ঠিক করে দিয়েছেন তা ঘোষণা করা হয়েছে বলে তাদের নিজের লোকদের কাছ থেকে ঋণ শোধের দাবি করবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সেই ঋণক্ষমার এই ব্যবস্থা; যে কোন মহাজন আপন প্রতিবাসীকে ঋণ দিয়াছে, সে আপনার দত্ত সেই ঋণ ক্ষমা করিবে, আপন প্রতিবাসী কিম্বা ভ্রাতার নিকট হইতে ঋণ আদায় করিবে না, কেননা সদাপ্রভুর [আদেশে] ঋণক্ষমার ঘোষণা হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তোমরা এই প্রকারে তা করবে: কোন লোক যে অপর ইস্রায়েলীয়কে টাকা ধার দিয়েছে, সে অবশ্যই সেই ঋণ ক্ষমা করবে। সে তার প্রতিবেশীকে ঋণ শোধ করতে বাধ্য করবে না, কারণ ঈশ্বরের সম্মানার্থে সেই বছরে দেনা বাতিল করার বছর হিসাবে ঘোষণা করা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 যে কোনো মহাজন নিজের প্রতিবেশীকে ঋণ দিয়েছে, সে নিজের দেওয়া সেই ঋণ বাদ দেবে, নিজের প্রতিবেশী কিংবা ভাইয়ের কাছ থেকে ঋণ আদায় করবে না, কারণ সদাপ্রভুর আদেশ ঋণ বাদ দেওয়ার ঘোষণা হয়েছে!

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 15:2
13 ক্রস রেফারেন্স  

কারণ যে দয়া করেনি, বিচারে সে দয়া পাবে না। বিচারকালে দয়াধর্ম অগ্রাধিকার পাবে।


তারা ঋণ শোধ করতে না পারায় তিনি দুজনেরই ঋণ মুকুব করে দিলেন। বলতো এদের মধ্যে কে তাঁকে বেশী ভালবাসবে?


আমরা যেমন অপরের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের সকল অপরাধ ক্ষমা কর।


প্রজারা জিজ্ঞাসা করে, প্রভু পরমেশ্বর যদি না দেখেন, তাহলে কেন আমরা উপবাস করব? তিনি যদি আমাদের দিকে কোন মনোযোগই না দেন, তাহলে আমাদের অনাহারে থেকে কি লাভ? প্রভু পরমেশ্বর তাদের বলেন, দেখ, মূল কথা হল এই, তোমরা উপবাস কর ঠিকই কিন্তু তারই সাথে নিজেদের স্বার্থসিদ্ধির তাগিদে ছুটে বেড়াও, তোমাদের শ্রমিকদের পীড়ন করে থাক।


প্রত্যেক সপ্তম বছরের শেষে তোমরা ঋণ মকুব করবে।


বিদেশীদের কাছ থেকে তোমরা ঋণ আদায় করতে পার, কিন্তু তোমাদের স্বজাতীয়দের সমস্ত দেনা তোমরা মকুব করে দেবে।


মোশি তাঁদের নির্দেশ দিলেন প্রতেক সপ্তম বৎসরে মুক্তিবর্ষে কুটিরবাস পর্বের সময়


যদি সন্নিহিত দেশের লোকেরা তাদের বাণিজ্য সামগ্রী বা শস্য বিশ্রামবারে বিক্রী করার জন্য নিয়ে আসে, আমরা বিশ্রামবারে বা যে কোন পবিত্র দিনে সে সব কিনব না। প্রতি সপ্তম বৎসরে আমরা জমি চাষ করা থেকে বিরত থাকব আর সব ঋণ মকুব করে দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন