Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 15:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 গরীব মানুষ তোমাদের দেশে সব সময়ই থাকবে, সেই জন্যই আমি তোমাদের আদেশ দিচ্ছি যে নিজের দেশে তোমরা তোমাদের স্বজাতীয় দীন-দরিদ্র ভাইদের প্রতি সর্বদাই মুক্ত হস্ত থাকবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 কেননা তোমার দেশের মধ্যে দরিদ্রের অভাব হবে না; অতএব আমি তোমাকে এই হুকুম দিচ্ছি, তুমি তোমার দেশে তোমার ভাইয়ের প্রতি, তোমার দুঃখী ও দীনহীনের প্রতি, তোমার হাত অবশ্য খুলে রাখবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 দেশের মধ্যে সবসময়ই গরিব মানুষজন থাকবে। সেইজন্য আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে, তোমাদের দেশে যেসব ইস্রায়েলী ভাই গরিব এবং অভাবী তাদের প্রতি তোমাদের হাত খোলা রাখবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 কেননা তোমার দেশমধ্যে দরিদ্রের অভাব হইবে না; অতএব আমি তোমাকে এই আজ্ঞা দিতেছি, তুমি আপন দেশে তোমার ভ্রাতার প্রতি, তোমার দুঃখী ও দীনহীনের প্রতি, তোমার হাত অবশ্য খুলিয়া রাখিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তোমাদের দেশে সবসময়ই গরীব লোক থাকবে; সেই কারণে আমি তোমাদের আদেশ করছি তোমরা অবশ্যই তোমাদের ভাইদের এবং তোমাদের দেশে যে দরিদ্র লোকদের সাহায্যের প্রয়োজন তাদের মুক্ত হস্তে সাহায্য করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 কারণ তোমার দেশের মধ্যে গরিবের অভাব হবে না; অতএব আমি তোমাকে এই আদেশ দিচ্ছি, তুমি নিজের দেশে তোমার ভাইয়ের প্রতি, তোমার দুঃখী ও দীনহীনের প্রতি, তোমার হাত অবশ্য খুলে রাখবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 15:11
17 ক্রস রেফারেন্স  

আমার প্রতি এর এই আচরণ অপূর্ব সুন্দর। গরীবেরা সবসময়ই তোমাদের কাছে রয়েছে। যখন ইচ্ছা তোমরা তাদের উপকার করতে পার কিন্তু আমাকে তোমরা সবসময় কাছে পাবে না।


গরীবরা তো তোমাদের কাছে সব সময়ই আছে, কিন্তু আমাকে তোমরা সব সময়ে পাবে না।


গরীবরা সবসময়ই তোমাদের কাছে আছে কিন্তু আমাকে তোমরা সবসময় কাছে পাবে না।


বরং মুক্তহস্তে তোমরা তাকে দান করবে এবং তার অভাব মোচনের জন্য প্রয়োজনীয় ঋণ অবশ্যই দেবে।


ধনী ও দরিদ্রের মধ্যে মিল এখানেই যে পরমেশ্বর তাদের উভয়েরই স্রষ্টা।


তোমাদের সম্পত্তি বিক্রী করে বিলিয়ে দাও। কোন দিন জীর্ণ হবে না, এমন একটি থলির ব্যবস্থা করে, তার মধ্যে স্বর্গীয় সম্পদ সঞ্চয় কর —কোন দিন তা নষ্ট হবে না। সেখানে চোরও আসে না, কিম্বা পোকাও কাটে না।


নিজেদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রী করে বিক্রযলব্ধ অর্থ থেকে যার যা প্রয়োজন, সব মিটাতেন।


কেউ যদি তোমার কাছে কিছু চায় তা তাকে দিয়ে দিও। আর কেউ ধার চাইলে তাকে তুমি বিমুখ করো না।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন, সেখানকার কোন জনপদে তোমাদের স্বজাতীয় কোন ভাই যদি অভাবগ্রস্ত হয় তাহলে তার সম্পর্কে তোমরা অকরুণ হয়ো না কিম্বা তাকে সাহায্য দানে কার্পণ্য করো না,


সে দীনদুঃখীদের প্রতি দয়াবতী মুক্তহস্তে তাদের দান করে।


সে কাউকে প্রতারণা করে না, চুরিও করে না। খাতকের বন্ধকী জিনিস ফেরৎ দেয়। ক্ষুধার্তকে অন্ন দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়।


কিন্তু সপ্তম বছরে তোমরা জমি পতিত রাখবে। আপনা থেকে জমিতে যা উৎপন্ন হবে তা গরীবেরা ভোগ করবে এবং বাকী যা থাকবে তা হবে বনের পশুদের খাদ্য। তোমাদের দ্রাক্ষা ও জলপাইয়ের বাগিচা সম্পর্কেও একই নিয়ম পালন করবে।


দীনহীনকে যে দান করে, সে প্রভুকেই দান করে, প্রভু পরমেশ্বর তার কাজের পুরস্কার দেবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন