Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 14:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তোমরা কোন ঘৃণ্য বস্তু ভোজন করবে না। গরু, ভেড়া, ছাগল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তুমি কোন ঘৃণার বস্তু ভোজন করবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 কোনও ঘৃণ্য জিনিস খাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তুমি কোন ঘৃণার্হ দ্রব্য ভোজন করিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “প্রভু যেগুলো ঘৃণা করেন সেগুলো তোমরা খেও না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তুমি কোনো অশুচি জিনিস খাবে না।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 14:3
10 ক্রস রেফারেন্স  

আমি তখন বললাম: হে প্রভু পরমেশ্বর, এভাবে আমি নিজেকে অশুচি করতে পারব না। শিশুকাল থেকে আমি কখনও মরা জন্তু বা অন্য পশুর মারা জন্তুর মাংস খাইনি। অশুচি কোন খাবার আমি কোনদিন খাইনি।


খ্রীষ্টের সঙ্গে সংযু্ক্ত হওয়ার ফলে আমি একথা জেনেছি যে কোন খাদ্যই প্রকৃতপক্ষে অশুচি নয়, কিন্তু কেউ যদি কোন খাদ্যকে অশুচি বলে মনে করে, তাহলে সেটা হবে শুধু তারই কাছে অশুচি।


সুতরাং তোমরা শুচি ও অশুচি পশু পক্ষীর পার্থক্য নির্ণয় করবে। আমি যে সব পশু, পাখি, ভূচর সরীসৃপ ও কীট-পতঙ্গকে অশুচি বলে নির্ধারণ করেছি তাদের সংস্পর্শে গিয়ে তোমরা নিজেদের ঘৃণাস্পদ করো না।


বুকে ভর দিয়ে চলা কোন কীট স্পর্শ করে তোমরা নিজেদের ঘৃর্ণাহ করো না, সেগুলির দ্বারা নিজেদের অপবিত্র করো না, তাহলে তোমরা অশুচি হবে।


শুদ্ধজনের কাছে সব কিছুই শুদ্ধ। কিন্তু মনে যাদের মালিন্য আর অবিশ্বাস তাদের কাছে সবকিছুই অশুচি, কারণ তাদের মন আর বিবেক দুই-ই কলুষিত।


কিন্তু যদি কেউ বলে ‘এ হচ্ছে দেবতার প্রসাদ’ তাহলে


রাত্রে তারা সমাধিভূমিতে গোপনে প্রেতাত্মাদের আহ্বান করে, দেবস্থানে বলিদান করা নিষিদ্ধ শুকর মাংসের ব্যঞ্জন সেখানে ভোজন করে।


তুমি প্রত্যেক জাতের শুচি পশুর স্ত্রী-পুরুষে মিলিয়ে সাতজোড়া এবং প্রত্যেক জাতের অশুচি পশু স্ত্রী পুরুষে মিলিয়ে একজোড়া সঙ্গে নাও।


তোমরা ইসরায়েলীদের বল, ভূচর পশুদের মধ্যে এই সব পশু তোমাদের ভক্ষ্য হবে:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন