দ্বিতীয় বিবরণ 14:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)19 পাখা আছে এমন সব জাতের কীট পতঙ্গ তোমাদের কাছে হবে অশুচি, এগুলি অখাদ্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর পাখাবিশিষ্ট যাবতীয় পোকাও তোমাদের পক্ষে নাপাক; এসব অখাদ্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 উড়ে বেড়ায় এমন সব পোকা তোমাদের পক্ষে অশুচি; সেগুলি খাবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর পক্ষবিশিষ্ট যাবতীয় পোকাও তোমাদের পক্ষে অশুচি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “ডানাওয়ালা সমস্ত পোকারাই অশুচি, সুতরাং তাদের খেও না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 আর ডানাবিশিষ্ট পোকা তোমাদের পক্ষে অশুচি; এ সব খাওয়ার উপযুক্ত না। অধ্যায় দেখুন |