Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 13:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 সেখানকার লুন্ঠিত সমস্ত দ্রব্য নগরের মাঝখানে উন্মুক্ত স্থানে সংগ্রহ করে সেই সমস্ত দ্রব্য ও সেই নগরটিকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে আগুনে পূর্ণাহুতি দেবে। সেই নগর চিরকাল একটি ধ্বংস স্তূপ হয়ে থাকবে, তা আর পুনর্গঠন করা চলবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর তার লুণ্ঠিত দ্রব্যগুলো তার চকের মধ্যে সংগ্রহ করে সেই নগর ও সেসব দ্রব্য সর্বতোভাবে তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে আগুনে পুড়িয়ে দেবে; তাতে সেই নগর চিরকালের জন্য ধ্বংসস্তূপ হয়ে থাকবে তা পুনর্বার নির্মিত হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 সেখানকার সব লুট করা জিনিসপত্র তোমরা নগরের চকের মাঝখানে একত্র করে সেই নগর ও সেইসব জিনিসপত্র তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আগুনে পুড়িয়ে দেবে। তাতে সেই নগর চিরকালের জন্য ধ্বংসাবশেষ হয়ে থাকবে, সেটি আর কখনও যেন তৈরি করা না হয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর তাহার লুটিত দ্রব্য সকল তাহার চকের মধ্যে সংগ্রহ করিয়া সেই নগর ও সেই সকল দ্রব্য সর্ব্বতোভাবে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে অগ্নিতে পোড়াইয়া দিবে; তাহাতে সেই নগর চিরকালীন ঢিবি হইয়া থাকিবে, তাহা পুনর্ব্বার নির্ম্মিত হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 এরপর তোমরা অবশ্যই সমস্ত মুল্যবান জিনিসপত্র এক জায়গায় জড়ো করবে এবং সেগুলোকে শহরের কেন্দ্রস্থলে নিয়ে যাবে। তারপর শহরটিকে ঐ সমস্ত জিনিসপত্র সমেত পুড়িয়ে ফেলবে। এটি হবে তোমাদের প্রভু, ঈশ্বরের, কাছে হোমবলির নৈবেদ্য। শহরটি যেন অবশ্যই চিরকালের মতো পাথরের স্তুপে পরিণত হয়। সেই শহরটিকে যেন অবশ্যই আবার তৈরী করা না হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আর তার লুট করা জিনিস সব তার চকের মধ্যে জড়ো করে সেই শহর ও সেই সব জিনিস সব দিক দিয়ে নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দেবে; তাতে সেই শহর চিরকাল ঢিবি হয়ে থাকবে, তা আর কখনো তৈরী হবে না।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 13:16
13 ক্রস রেফারেন্স  

কাল আসন্ন, যখন আমি রাজধানী রব্বার লোকদের শোনাব রণকোলাহল। এ নগর বিধ্বস্ত হয়ে যাবে, এর গ্রামাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তখন ইসরায়েল আবার দখলকারীদের হাত থেকে উদ্ধার করবে তাদের দেশ।


যিহোশূয় অয় নগরী পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করলেন। আজও তা সেইরকমই আছে।


কত নগর-জনপদকে তুমি পরিণত করেছ ধ্বংসস্তূপে বিধ্বস্ত করেছ তাদের রক্ষাব্যবস্থা, শত্রুকুলের গড়ে তোলা প্রাসাদ-অট্টালিকা নিশ্চিহ্ন হয়েছে চিরতরে।


প্রভু পরমেশ্বর বলেছেন, দামাস্কাস আর নগর থাকবে না, এ হবে একটি ধ্বংসস্তূপ মাত্র।


তারপর লোকেরা নগরে আগুন লাগিয়ে সেখানকার সব কিছু পুড়িয়ে দিল, কেবল সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহার তৈরী পাত্রগুলি মন্দিরের কোষাগারে জমা দিল।


প্রভু পরমেশ্বর বললেন, তাই শমরিয়াকে আমি পরিণত করব ধূ ধূ প্রান্তরের মাঝে পড়ে থাকা এক ধ্বংসস্তূপে, পরিণত করব দ্রাক্ষালতা রোপণের প্রশস্ত ক্ষেত্রে। আমি তার প্রস্তর খণ্ডগুলি উপত্যকায় নিক্ষেপ করব, তার ভিত্তিমূল করব উৎপাটিত।


যিহোশূয় দিব্য দিয়ে ইসরায়েলীদের বললেন, যিরিহো নগর প্রতিষ্ঠায় যে উদ্যোগী হবে তার উপর নেমে আসবে প্রভুর অভিশাপ। এর শিল্যান্যাসের দণ্ডরূপে সে হারাবে তার জ্যেষ্ঠপুত্রকে, হারাতে হবে তার কনিষ্ঠ পুত্রকে, যদি গেঁথে তোলে এর নগর তোরণ।


তাদের দেবতাদের খোদাই করা প্রতিমূর্তিগুলি তোমরা আগুনে পোড়াবে। যে সোনা বা রূপো সেগুলির সঙ্গে থাকবে তার প্রতি তোমরা লোভ করবে না এবং সেগুলি গ্রহণ পর্যন্ত করবে না। অন্যথায় সেগুলিই হবে তোমাদের পতনের কারণ, কেননা এগুলি প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ।


কোন ঘৃণার্হ বস্তু তোমরা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে সেই বস্তুগুলির মত নিজেরাও অভিশপ্ত হবে না। বস্তুগুলি তোমাদের পক্ষে হবে চূড়ান্ত ঘৃণার বস্তু কারণ সেগুলি সবই অভিশপ্ত ও বর্জনীয়।


শুধু রেখে যাব এক নগ্ন পাষাণ সেইখানে—যেখানে জেলেরা তাদের জাল শুকাবে। আর কখনও এ নগরী পুনর্নির্মাণ করা হবে না আমি, সর্বাধিপতি প্রভু বলছি এ কথা।


পশুর সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক স্থাপনকারী ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে।


আবালবৃদ্ধবণিতা ও গবাদি পশুদের সকলকে তারা নির্বিচারে হত্যা করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন