Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 10:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 অনাথ ও বিধবাদের পক্ষ হয়ে তিনি বিচার নিষ্পত্তি করেন এবং প্রবাসীকে ভালবেসে অন্নবস্ত্র দেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তিনি এতিমের ও বিধবার বিচার নিষ্পন্ন করেন এবং বিদেশীকে মহব্বত করে অন্ন-বস্ত্র দেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 পিতৃহীনদের ও বিধবাদের অধিকার তিনি রক্ষা করেন, এবং তোমাদের মধ্যে বসবাস করা বিদেশিদের খেতে পরতে দিয়ে তাঁর ভালোবাসা দেখান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তিনি পিতৃহীনের ও বিধবার বিচার নিষ্পন্ন করেন, এবং বিদেশীকে প্রেম করিয়া অন্ন বস্ত্র দেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 অনাথ এবং বিধবারা যাতে ন্যায় বিচার পায় সে দিকে তিনি দৃষ্টি রাখেন আর তিনি বিদেশীদেরও ভালোবাসেন। তিনি তাদের খাদ্য এবং কাপড় দেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তিনি পিতৃহীনের ও বিধবার বিচার সমাপ্ত করেন এবং বিদেশীকে প্রেম করে অন্ন বস্ত্র দেন।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 10:18
19 ক্রস রেফারেন্স  

প্রবাসীদের রক্ষা করেন তিনি, বিধবা ও পিতৃহীনদের তিনিই সহায় কিন্তু ব্যর্থ করেন দুর্জনের সকল প্রচেষ্টা।


নিজ পবিত্র মন্দিরে অধিষ্ঠিত ঈশ্বর পিতৃহীনের পিতা তিনি বিধবার সহায়।


তোমার অনাথ শিশুদের আমার কাছে রেখে যাও, আমি তাদের যত্ন নেব। তোমার বিধবারা নিশ্চিন্তে আমার উপরে নির্ভর করুক।


অনাচার ত্যাগ কর এবং ন্যায়ের অনুশীলন করতে শেখ। দেখো, যেন ন্যায়বিচার অনুষ্ঠিত হয়, সাহায্য করো নিপীড়িতদের, অনাথ-আতুরের নিজস্ব অধিকার ফিরিয়ে দিও, রক্ষা করো বিধবাদের।


প্রভু পরমেশ্বর মঙ্গলময়, সমগ্র সৃষ্টির উপরে বিরাজিত তাঁর করুণা।


প্রভু পরমেশ্বর ন্যায়পরায়ণ, উৎপীড়িতদের পক্ষে তিনি সম্পন্ন করেন ন্যায়বিচার।


অসিরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না, অশ্বারোহী বাহিনীও পারবে না আমাদের রক্ষা করতে। আমাদের হাতে গড়া মূর্তিকে সম্বোধন করে আর আমরা বলব না, ‘হে আমাদের ঈশ্বর’ কারণ পিতৃহীনেরা তোমার কাছেই পায় দয়া।


বিধবা ও পিতৃহীন শিশুদের প্রতি দুর্ব্যবহার করবে না।


কিন্তু তা সত্ত্বেও তাঁর নিজস্ব প্রকৃতি তোমাদের কাছে অব্যক্ত রাখেননি। তাঁর করুণাধারা বর্ষণের মধ্যে তার সম্যক প্রকাশ। তিনি তোমাদের আকাশ থেকে বৃষ্টি দিয়ে উপযুক্ত সময়ে শস্য দান করেছেন, তোমাদের আহার্য দান করেছেন, হৃদয় তোমাদের ভরে দিয়েছেন সুখের ঐশ্বর্যে।


তাহলে তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হতে পারবে। কারণ তাঁরই নির্দেশে ভাল-মন্দ নির্বিশেষে সকল মানুষকে সূর্য আলোক দান করে এবং ধার্মিক-অধার্মিক সকলের উপরেই বৃষ্টি বষির্ত হয়।


তাদের প্রতি যদি তোমরা দুর্ব্যবহার কর, আর তারা যদি আমার কাছে আর্ত আবেদন জানায়, তাহলে তাদের আর্তরবে আমি নিশ্চয়ই সাড়া দেব।


আপনি যদি আমাদের সঙ্গে যান তাহলে প্রভু পরমেশ্বর আমাদের মঙ্গলের জন্য যা কিছু করবেন আপনিও তার অংশীদার হবেন।


‘বিদেশী পিতৃহীন ও বিধবার প্রতি যে অন্যায় বিচার করে সে অভিশপ্ত হোক’। জনতা বলবে, ‘আমেন’।—


প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রম বজায় রেখে সাবধানে কাজ কর কারণ প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর প্রতারণা কিম্বা পক্ষপাতিত্ব অথবা উৎকোচ গ্রহণ সহ্য করেন না।


একমাত্র প্রভু পরমেশ্বর ছাড়া অন্য কোন দবতার উদ্দেশে যে বলিদান করবে তাকে সমূলে ধ্বংস করতে হবে।


বিদেশীদের প্রতি তোমরা অন্যায় আচরণ করবে না, তাদের উৎপীড়ন করবে না, কারণ তোমরা নিজেরাও একদিন মিশরে বিদেশী ছিলে।


তোমার স্বজাতীয় কোন ভাই যদি গরীব হয়ে পড়ে এবং নিজের ভরণপোষণ করতে না পারে তাহলে তুমি তাকে একজন বিদেশী ও প্রবাসী মনে করে তাকে সাহায্য করবে। সে তোমার সঙ্গেই বাস করবে।


শুনবে তুমি অনাথ, পিতৃহীন ও উৎপীড়িতের ব্যাকুল ক্রন্দন, করবে সুবিচার, যেন মর্ত্যমানব আর না পারে চালাতে দমন পীড়ন তাদের উপর।


পরিবার পরিজনের মাঝে, নিঃসঙ্গকে প্রতিষ্ঠিত করেন ঈশ্বর, বন্দীদের তিনি করেন মুক্তিদান, রাখেন কুশলে, কিন্তু তাঁর অবাধ্য যারা তাদের বাসভূমি হবে ঊষর মরু।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন