Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 1:44 - পবিএ বাইবেল CL Bible (BSI)

44 পর্বতনিবাসী ইমোরীরা তখন মৌমাছির ঝাঁকের মত বেরিয়ে এসে তোমাদের আক্রমণ করল এবং সেয়ীর অঞ্চলের হর্মা পর্যন্ত তোমাদের তাড়িয়ে নিয়ে গিয়ে প্রচণ্ড ভাবে আঘাত করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

44 আর সেই পর্বতবাসী ইমোরীয়েরা তোমাদের বিরুদ্ধে বের হয়ে, মৌমাছি যেমন করে, তেমনি তোমাদেরকে তাড়া করলো এবং সেয়ীরে হর্মা পর্যন্ত আঘাত করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

44 সেই পাহাড়ি এলাকায় বসবাসকারী ইমোরীয়েরা তোমাদের বিরুদ্ধে বের হয়ে এসে এক ঝাঁক মৌমাছির মতো তোমাদের তাড়া করে সেয়ীর থেকে হর্মা পর্যন্ত মারতে মারতে নিয়ে গিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

44 আর সেই পর্ব্বতবাসী ইমোরীয়েরা তোমাদের বিরুদ্ধে বাহির হইয়া, মধুমক্ষিকা যেমন করে, তেমনি তোমাদিগকে তাড়া করিল, এবং সেয়ীরে হর্মা পর্য্যন্ত আঘাত করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

44 কিন্তু সেখানে বসবাসকারী ইমোরীয় লোকরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেরিয়ে এসেছিল। তারা তোমাদের পেছনে তাড়া করা এক ঝাঁক মৌমাছির মতো ছিল। সেয়ীর থেকে হর্মা পর্যন্ত সমস্ত রাস্তা তোমাদের তাড়া করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

44 আর সেই পাহাড় নিবাসী ইমোরীয়েরা তোমাদের বিরুদ্ধে বের হয়ে, মৌমাছি যেমন করে, তেমনি তোমাদেরকে তাড়া করল এবং সেয়ীরে হর্মা পর্যন্ত আঘাত করল।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 1:44
7 ক্রস রেফারেন্স  

মৌমাছির মত তারা আমাকে ঘিরেছিল, কাঁটাঝোপের আগুনের মতজ্বলে উঠেছিল তারা, কিন্তু প্রভুর নামেই আমি তাদের করেছি উচ্ছেদ।


পর্বত নিবাসী অমালেকী ও কনানীরা পাহাড় থেকে নেমে এসে তাদের আক্রমণ করে পরাজিত করল এবং হর্মা পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল।


সেইদিন প্রভু পরমেশ্বর সঙ্কেত ধ্বনি দিয়ে ডাকবেন মিশরীদের, তারা সুদূর নীল নদের তীর থেকে পঙ্গপালের মত উড়ে আসবে। তিনি সঙ্কেতে ডাকবেন আসিরিয়াবাসীকে, তারা দেশ থেকে উড়ে আসবে মৌমাছির মত।


প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের আবেদন গ্রাহ্য করে তাদের হাতে কনানীদের সমর্পণ করলেন। ইসরায়েলীদের তখন কনানীদের এবং তাদের সমস্ত নগর জনপদ সমূলে ধ্বংস করল। এইজন্য সেই স্থানের নাম দেওয়া হল হর্মা (বিনাশ)।


একজন কি করে পিছু ধাওয়া করে সহস্রজনের, দশসহস্রকে বিতাড়িত করে মাত্র দুজনে? যদি না পরাক্রমী প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের করতেন সমর্পণ শত্রু হস্তে।


প্রভু পরমেশ্বর তোমাদের শত্রু হস্তে পরাজিত করবেন। তোমরা তাদের আক্রমণ করতে গিয়ে দিশেহারা হয়ে পালাতে বাধ্য হবে। পৃথিবীর সমস্ত রাজ্যে তোমরা হবে বিভীষিকা স্বরূপ।


অয়-এর অধিবাসীদের হাতে তাদের প্রায় ছত্রিশ হাজার জন নিহত হল। তারা তাদের নগরদ্বার থেকে শবারিম পর্যন্ত ইসরায়েলীদের তাড়িয়ে নিয়ে গেল এবং উৎরাই-এর পথে তাদের হত্যা করল। এই দেখে ইসরায়েলীরা সাহস হারিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন