Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 1:38 - পবিএ বাইবেল CL Bible (BSI)

38 তুমিও সেখানে যেতে পারবে না। নুনের পুত্র যিহোশূয়, তোমার সেবক সেই দেশে যাবে। তাকে উৎসাহ দাও, কারণ সে-ই দেশে ইসরায়েলীদের স্বত্বাধিকার প্রতিষ্ঠিত করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

38 তোমার সম্মুখে দণ্ডায়মান নূনের পুত্র ইউসা সেই দেশে প্রবেশ করবে; তুমি তাকেই উৎসাহ দাও, কেননা সে ইসরাইলকে তা অধিকার করাবে।)

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

38 কিন্তু তোমার সাহায্যকারী নূনের ছেলে যিহোশূয় ঢুকবে। তাকে উৎসাহ দাও, কারণ সেই ইস্রায়েলকে দেশটি অধিকার করতে নেতৃত্ব দেবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

38 তোমার সম্মুখে দণ্ডায়মান নূনের পুত্র যিহোশূয় সেই দেশে প্রবেশ করিবে; তুমি তাহাকেই আশ্বাস দেও, কেননা সে ইস্রায়েলকে তাহা অধিকার করাইবে।)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

38 কিন্তু তোমার সহায়ক, নূনের পুত্র যিহোশূয় ঐ দেশে প্রবেশ করতে পারবে। যিহোশূয়কে উৎসাহিত করো, কারণ দেশটিকে অধিকার করার জন্য সে ইস্রায়েলের লোকদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

38 তোমার সামনে দাঁড়িয়ে থাকা নূনের ছেলে যিহোশূয় সেই দেশে যাবে; তুমি তাকেই আশ্বাস দাও, কারণ সে ইস্রায়েলকে তা অধিকারের জন্য নেতৃত্ব দেবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 1:38
20 ক্রস রেফারেন্স  

তুমি যিহোশূয়কে দায়িত্ব বুঝিয়ে দাও, তার মনে সাহস ও শক্তি সঞ্চার কর, কারণ তার নেতৃত্বেই এই লোকেরা নদী পার হয়ে যাবে এবং যে দেশ তুমি দেখতে পাবে সে দেশের অধিকারে সে-ই তাদের প্রতিষ্ঠিত করবে।


তাদের মধ্যে কেবলমাত্র যিফুন্নির পুত্র কালেব এবং নুনের পুত্র যিহোশূয় ছাড়া আর কেউ আমার প্রতিশ্রুত সেই দেশে যেতে পারবে না।


কর্মদক্ষ কোন ব্যক্তিকে যদি দেখে থাক তাহলে জানবে যে রাজকার্যে নিযুক্ত হবে, সে অখ্যাত থাকবে না।


পরে শৌল যিশয়কে বলে পাঠালেন, আমার অনুরোধ, দাউদ আমার কাজে নিযুক্ত থাকুক কারণ তার প্রতি আমি প্রসন্ন।


নূনের পুত্র যিহোশূয়কে প্রভু পরমেশ্বর এই নির্দেশ দিলেনঃ তুমি দৃঢ় হও, সাহস কর কারণ ইসরায়েলীদের যে দেশ দিতে আমি প্রতিশ্রুত, সেই দেশে তুমিই তাদের নিয়ে যাবে। আমি তোমার সঙ্গে থাকব।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, দেখ, তোমার অন্তিমকাল আসন্ন। তুমি যিহোশূয়কে ডেকে আন এবং উভয়ে সম্মিলন শিবিরে উপস্থিত হও। আমি তার হাতে দায়িত্বভার অর্পণ করব। মোশি ও যিহোশূয় তখন সম্মিলন শিবিরে উপস্থিত হলেন,


কারণ প্রভু পরমেশ্বর বলেছিলেন, প্রান্তরেই তাদের মৃত্যু হবে। তাদের মধ্যে যিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশূয় ছাড়া একজনও আর অবশিষ্ট ছিল না।


পর্যবেক্ষকদের মধ্যে কেবলমাত্র নুনের পুত্র যিহোশূয় এবং যিফুন্নির পুত্র কালেব বেঁচে রইলেন।


এঁদেরই পর্যবেক্ষণ করার জন্য মোশি পাঠিয়েছিলেন। মোশি নুনের পুত্র হোশেয়ের নাম রাখলেন, যিহোশূয়।


ইফ্রয়িম গোষ্ঠী থেকে নুনের পুত্র হোশেয়,


বন্ধুর সঙ্গে লোকে যেভাবে কথা বলে সেইভাবে প্রভু পরমেশ্বর মোশির সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতেন। তারপর মোশি ছাউনিতে ফিরে আসতেন। কিন্তু তাঁর তরুণ সহকরী নূনের পুত্র যিহোশূয় সম্মিলন শিবির ছেড়ে বাইরে যেতেন না।


মোশি তাঁর সহকারী যিহোশূয়কে সঙ্গে নিয়ে ঈশ্বরের পর্বতে উঠে গেলেন।


প্রভু পরমেশ্বরের সেবক মোশির মৃত্যুর পর প্রভু পরমেশ্বর নূনের পুত্র মোশির সহকারী যিহোশূয়কে বললেন,


তোমাদের স্বত্বাধিকারের জন্য যারা দেশ বন্টন করবে তাদের নাম যথাক্রমে এই: পুরোহিত ইলিয়াসর এবং নুনের পুত্র যিহোশূয়।


প্রভু পরমেশ্বর মোশিকে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী যিহোশূয় সমগ্র দেশ অধিকার করলেন এবং তিনি ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর প্রাপ্য এলাকা নিরূপণ করে সমগ্র দেশ তাদের মধ্যে বণ্টন করে দিলেন তখন দেশে যুদ্ধের অবসান হল।


যখন ব্যাবিলনীয়রা এখানে আসবে, তখন আমি নিজে থাকব মিসপাতে এবং আপনাদের প্রতিনিধিত্ব করব। আপনারা সুরা, ফল ও জলপাই তেল সংগ্রহ করে মজুর করুন এবং আপনাদের অধিকৃত গ্রামে নিশ্চিন্তে বসবাস করুন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন