Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 1:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 এই প্রান্তরেও তোমরা দেখেছ পিতা যেমন সন্তানকে বহন করে তেমনি এখানে পৌঁছানো পর্যন্ত সারা পথ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের বহন করে এনেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 এই মরুভূমিতেও তুমি সেরকম দেখেছ; যেহেতু পিতা যেমন আপন পুত্রকে বহন করে, তেমনি এই স্থানে তোমাদের আগমন পর্যন্ত যে পথে তোমরা এসেছো, সেসব পথে তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে বহন করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 মরুএলাকায়। সেখানে তোমরা দেখেছিলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু কেমন করে তোমাদের বহন করেছিলেন, যেমন করে একজন বাবা তার ছেলেকে বহন করে, তেমনি করে তিনি নিয়ে এসেছেন যতক্ষণ না তোমরা এই জায়গায় পৌঁছেছ।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 এই প্রান্তরেও তুমি তদ্রূপ দেখিয়াছ; যেহেতুক পিতা যেমন আপন পুত্রকে বহন করে, তেমনি এই স্থানে তোমাদের আগমন পর্য্যন্ত যে পথে তোমরা আসিয়াছ, সেই সমস্ত পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বহন করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 তোমরা সেখানে এবং মরুভূমিতে তাঁকে তোমাদের সম্মুখে যেতে দেখেছিলে। তোমরা দেখেছিলে যেভাবে একজন পিতা তার পুত্রকে বহন করে নিয়ে যায়, ঠিক সেভাবে প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের বহন করেছিলেন। এই স্থানে পৌঁছানো পর্যন্ত সমস্ত রাস্তাই প্রভু তোমাদের নিরাপদে নিয়ে এসেছিলেন।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 এই মরুভূমিতেও তুমি সেরকম দেখেছ; যেমন বাবা নিজের ছেলেকে বহন করে, তেমনি এই জায়গায় তোমাদের আসা পর্যন্ত যে রাস্তায় তোমরা এসেছ, সেই সব রাস্তায় তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বহন করেছেন।”

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 1:31
18 ক্রস রেফারেন্স  

এবং মরুপ্রান্তরে প্রায় চল্লিশ বছর প্রতিপালন করলেন।


সকল দুঃখ যন্ত্রণা থেকে। কোন দূত নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরই উদ্ধার করলেন তাদের। তিনি তাঁর প্রেম ও করুণায় তাদের মুক্ত করলেন। অতীতে তিনি সর্বদা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, যত্ন নিতেন, নিয়ে যেতেন কোলে তুলে,


মেষপালক যেমন মেষশাবকদের একত্র করে কোলে তুলে নেয় নিয়ে যায় ধীরে মেষ জননীদের ঠিক তেমনি, প্রভু পরমেশ্বর যত্ন নেবেন তাঁর প্রজাবৃন্দের।


মিশরীদের আমি কি দশা করেছি তা তোমরা দেখেছ। ঈগল পাখি যেমন তার শাবককে ডানায় করে বয়ে নিয়ে যায়, তেমনি আমি তোমাদের বহন করে নিজের কাছে নিয়ে এসেছি।


একা আমি এই লোকদের বোঝা আর বইতে পারছি না, এই বোঝা আমার পক্ষে গুরুভার।


হে নির্বোধ জ্ঞানহীন জাতি! এইভাবেই কি তোমরা প্রভু পরমেশ্বরকে দেবে প্রতিদান? তিনি কি পিতা নন তোমাদের? জাতিরূপে তোমাদের সৃষ্টি ও প্রতিষ্ঠা তাঁরই দ্বারা কি হয় নি সম্ভব?


হে প্রভু পরমেশ্বর, উদ্ধার কর তোমার প্রজাদের, আশীর্বাদ কর তাদের যারা তোমার একান্ত আপন, পালন কর তাদের, বহন কর চিরকাল।


এই সন্ধিচুক্তি পুরাতন সন্ধিচুক্তির মত নয়, যা আমি স্থাপন করেছিলাম তাদের পূর্বপুরুষদের মিশর থেকে হাত ধরে বার করে আনার সময়। যদিও আমি তাদের প্রভু ছিলাম, তারা কিন্তু সেই সন্ধিচুক্তি ভঙ্গ করেছিল।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যাজকদের বলেন, পুত্র পিতাকে ও ভৃত্য মনিবকে সম্মান করে। আমি যদি প্রভু হই তবে আমার প্রতি তোমাদের সম্ভ্রমবোধ কোথায়? আমি যদি পিতা হই তবে আমার সম্মান কোথায়? হে যাজকেরা, তোমরা আমার অবমাননা করছ। আবার তোমরাই বলছ, ‘কিসে আমরা তোমরা অবমাননা করেছি?’


তাহলে বিবেচনা করে দেখ, লোকে যেমন পুত্রকে শাসন করে, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরও তেমনি তোমাদের শাসন করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন