Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 1:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তখন আমি তোমাদের বিচারক মণ্ডলীকে এই আদেশ দিয়েছিলাম: তোমরা তোমাদের জ্ঞাতিভাইদের অভিযোগ শুনবে এবং অভিযোগকারী ও তার জ্ঞাতিভাই কিম্বা তার প্রতিবেশী বিদেশীর ন্যায়বিচার করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর সেই সময়ে তোমাদের বিচারকর্তাদেরকে এই হুকুম করলাম, তোমরা তোমাদের ভাইদের কথা শুনে বাদী ও তার ভাইয়ের কিংবা সহবাসী বিদেশীর মধ্যে ন্যায্য বিচার করো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 আর সেই বিচারকদের তখন আমি বলেছিলাম, “তোমরা ঝগড়া-বিবাদের সময়ে দুই পক্ষের কথা শুনে ন্যায়পূর্বক বিচার করবে, সেই ঝগড়া ইস্রায়েলী ভাইদের মধ্যেই হোক কিংবা ইস্রায়েলী এবং ভিন্ন জাতির লোকদের মধ্যেই হোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর তৎকালে তোমাদের বিচারকর্ত্তাদিগকে এই আজ্ঞা করিলাম, তোমরা তোমাদের ভ্রাতাদের কথা শুনিয়া বাদীর ও তাহার ভ্রাতার কি সহবাসী বিদেশীর মধ্যে ন্যায্য বিচার করিও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 “সেই সময়, আমি ঐ সকল বিচারকদের বলেছিলাম, ‘নিজের লোকদের মধ্যে যে সব যুক্তিতর্কের আদান প্রদান হবে সেগুলো ভালো করে শুনো। প্রত্যেকটি ঘটনা বিচার করার সময় নিরপেক্ষ হবে। সমস্যাটি দুজন ইস্রায়েলীয় লোকের মধ্যেই হোক্ অথবা একজন ইস্রায়েলীয় এবং একজন বিদেশীর মধ্যেই হোক্, তাতে অবস্থার কোনো প্রভেদ হবে না। তোমরা অবশ্যই প্রত্যেকটি ঘটনা নিরপেক্ষভাবে বিচার করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আর সেইদিনের তোমাদের বিচারকর্তাদেরকে আমি এই আদেশ করলাম, “তোমরা তোমাদের ভাইদের বিবাদের কথা শোন এবং একজন লোক ও তার ভাই এবং তার সঙ্গী বিদেশীর মধ্যে ন্যায় বিচার করো।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 1:16
22 ক্রস রেফারেন্স  

বাইরের দিকটা দেখেই বিচার করো না, বিচারে ন্যায়নিষ্ঠ হও।


স্বজাতীয় বিজাতীয় উভয়ের জন্যই তোমাদের বিধান এক হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।


বিদেশীদের প্রতি তোমরা অন্যায় আচরণ করবে না, তাদের উৎপীড়ন করবে না, কারণ তোমরা নিজেরাও একদিন মিশরে বিদেশী ছিলে।


এই সংসারে যারা ধনী, তাদের বল, তারা যেন অহঙ্কার না করে, মায়াময় ঐশ্বর্যের উপর ভরসা না রাখে। তাদের বল, যিনি আমাদের ভোগের জন্য সবকিছু দেন সেই ঈশ্বরের উপর ভরসা রেখে তারা যেন


ঈশ্বর, যীশু খ্রীষ্ট এবং মনোনীত দূতদেরর সামনে আমি তোমাকে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিচ্ছি। তুমি অবশ্যই পালন করবে। তুমি পূর্বধারণা নিয়ে কারও বিচার করবে না। সব বিষয়ে নিরপেক্ষ থাকবে।


ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত যারা, ন্যায়সঙ্গত হয় কি তোমাদের সিদ্ধান্ত? বিচার কর কি তোমরা সমদৃষ্টি নিয়ে?


ইসরায়েলের ঈশ্বর বলেছেন, ইসরায়েলের রক্ষক আমায় বলেছেনঃ যে রাজা ন্যায়পরায়ণতায় প্রজাশাসন করেন, সসম্ভ্রমে ঈশ্বরের বাধ্য হয়ে প্রজাপালন করেন,


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, দেখ, তোমার অন্তিমকাল আসন্ন। তুমি যিহোশূয়কে ডেকে আন এবং উভয়ে সম্মিলন শিবিরে উপস্থিত হও। আমি তার হাতে দায়িত্বভার অর্পণ করব। মোশি ও যিহোশূয় তখন সম্মিলন শিবিরে উপস্থিত হলেন,


মোশি সেই একই দিনে ইসরায়েলীদের এই নির্দেশ দিলেনঃ


তোমাদের স্বজাতীয় হোক বা তোমাদের দেশ ও নগরে বসবাসকারী বিদেশীই হোক দীনদরিদ্র জনমজুরের উপর তোমরা অবিচার করবে না।


পুরোহিত ইলিয়াসর ও সমগ্র জনমণ্ডলীর সম্মুখে তাকে উপস্থিত করে তাদের সাক্ষাতে তাকে নির্দেশ দাও।


তোমরা অন্যায় বিচার করবে না। গরীবদের প্রতি পক্ষপাতিত্ব কিম্বা ধনীকে সমীহ- কোনটাই তোমরা করবে না। ন্যায়নিষ্ঠ হয়ে তোমরা প্রতিবেশীর বিচার নিষ্পন্ন করবে।


তোমরা জান, আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে পিতার মত আচরণ করেছি।


দোহাই আপনার। দুর্জনদের সঙ্গে ধামির্কদেরও বিনাশ করবেন না। ধার্মিক ও দুর্জনকে এক পর্যায়ে ফেলবেন না। সারা পৃথিবীর বিচারপতি কি ন্যায় বিচার করবেন না?


আমি সেইজন্য তোমাদের বিভিন্ন গোষ্ঠীর নেতৃস্থানীয়, জ্ঞানবান, খ্যাতিমান লোকদের নিয়ে তোমাদের বিভিন্ন গোষ্ঠীর নায়করূপে নিয়োগ করলাম। তাদের কাউকে সহস্র জনের, কাউকে একশো জনের, কাউকে পঞ্চাশ জনের, কাউকে দশজনের নায়ক এবং অন্যান্যদের কর্মচারীরূপে নিযুক্ত করলাম।


লোকে বিবাদ করে বিচারালয়ে গেলে বিচারকেরাই বিচার করে নির্ধারণ করবে, কে দোষী আর কে নির্দোষ।


তাদের পক্ষে কথা বল এবং সুবিচার কর প্রতিষ্ঠিত কর দীনদুঃখীদের অধিকার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন