Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 9:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 অনুতপ্ত হৃদয়ে প্রভু পরমেশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করলাম: পরম পবিত্র মহান প্রভু পরমেশ্বর, সর্বোচ্চ সম্মান তোমারই প্রাপ্য। তোমার একনিষ্ঠ ভক্তদের প্রতি, তোমার অনুশাসন যারা শিরোধার্য করে আছে, তাদের প্রতি তোমার প্রেম অবিচল, তোমার সন্ধি চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় তুমি চিরবিশ্বস্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর আমার আল্লাহ্‌ মাবুদের কাছে মুনাজাত করলাম ও গুনাহ্‌ স্বীকার করে বললাম হে মালিক, তুমিই সেই মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগানো আল্লাহ্‌, যিনি তাদের সঙ্গে নিয়ম ও অটল মহব্বত রক্ষা করেন, যারা তাঁকে মহব্বত করে ও তাঁর হুকুম পালন করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 আমি সদাপ্রভু আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করে, স্বীকার করলাম: “প্রভু, মহান ও ভয়াবহ ঈশ্বর, যারা তাঁকে প্রেম করে ও তাঁর আজ্ঞাসকল মেনে চলে, তাদের প্রতি তিনি তাঁর প্রেমের নিয়ম রক্ষা করেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলাম, ও পাপ স্বীকার করিয়া কহিলাম হে প্রভু, তুমিই সেই মহান্‌ ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন, যাহারা তাঁহাকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা পালন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি আমার ঈশ্বর, প্রভুর কাছে প্রার্থনা করে সমস্ত পাপ স্বীকার করে বলেছিলাম, “প্রভু, তুমিই সেই মহান ঈশ্বর। তুমি যাদের ভালোবাসো এবং যারা তোমার আদেশ পালন করে তাদের সঙ্গে তোমার করুণা ও চুক্তি অব্যাহত রাখো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমি আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম এবং আমাদের পাপ স্বীকার করলাম। আমি বললাম, “প্রভু, আমি তোমাকে অনুরোধ করি, তুমি মহান ও বিস্ময়কর ঈশ্বর, যারা তোমাকে ভালবাসে ও তোমার আদেশ পালন করে তাদের জন্য তুমি তোমার নিয়ম ও বিশ্বস্ততা রক্ষা করে থাক।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 9:4
30 ক্রস রেফারেন্স  

আমরা জানি, যারা ঈশ্বরকে ভালবাসে, যারা তাঁর অভিপ্রায় অনুসারে আহূত, সমস্ত পরিস্থিতিতেই ঈশ্বর তাদের কল্যাণ সাধন করেন।


কিন্তু যারা আমাকে ভালবাসে, আমার আদেশ পালন করে তাদের সহস্রতম পুরুষ পর্যন্ত আমার করুণা বর্ষণ করে থাকি।


কিন্তু যারা আমাকে ভালবাসে, আমার সকল নির্দেশ পালন করে, বংশ পরম্পরায় তাদের প্রতি আমি করুণা করি।


তখন তারা যদি আমার কাছে প্রার্থনা করে এবং অনুতপ্ত হয়ে মন্দ পথ ত্যাগ করে যদি আমার কাছে আসে, তাহলে আমি স্বর্গ থেকে তাদের আবেদন শুনব, ক্ষমা করব তাদের পাপ এবং তাদের দেশকে আবার সমৃদ্ধিদান করব।


হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, কত সুমহান তুমি! কী ভয়ঙ্কর, কী অসীম ক্ষমতা তোমার! তুমি রক্ষা করে থাক তোমার চুক্তির শপথ পরম নিষ্ঠাভরে। সে কোন সুদূর অতীতে যেদিন আসিরীয় রাজারা আমাদের উপর করত উৎপীড়ন, সেইদিন থেকে আজও আমরা ভোগ করছি বিষম যন্ত্রণা! আমাদের রাজারা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের পুরোহিত ও নবীরা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের জাতির সকলেই ভোগ করছি এই যন্ত্রণা, ভেবে দেখ, হে পরমেশ্বর কি দুঃসহ যাতনা সহ্য করেছি আমরা!


সুতরাং তোমরা জেনে রাখ, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, বিশ্বস্ত ঈশ্বর তিনি। যারা তাঁকে ভালবাসে, তাঁর আদেশ পালন করে, সহস্র পুরুষ পর্যন্ত তাদের সঙ্গে তিনি তাঁর সম্বন্ধ বজায় রাখেন ও করুণা প্রদর্শন করেন।


হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, ঊর্ধ্বে স্বর্গলোকে কিম্বা নীচে, মর্ত্যলোকে তোমার মত ঈশ্বর কেউ নেই। যারা সর্বান্তঃকরণে তোমার নির্দেশিত পথে চলে, তোমার সেই দাসদের সঙ্গে তুমি চুক্তির শর্ত রক্ষা করে থাক, প্রকাশ করে থাক তোমার অবিচল ভালবাসা।


তোমার কাছে আমি তখন স্বীকার করলাম আমার পাপ গোপন করিনি কোন অপরাধ। আমি মনস্থ করলাম, প্রভু পরমেশ্বরের কাছে স্বীকার করব আমার অপরাধ। তখন তুমি হে প্রভু পরমেশ্বর, রক্ষা করবে আমায় আমার পাপের দণ্ড থেকে। সেলা


তোমরা তাদের ভয় করো না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের মাঝেই রয়েছেন, মহান্‌ ও ভয়ঙ্কর ঈশ্বর তিনি।


প্রিয় বন্ধুগণ, শোন, এ সংসারে যারা গরীব, ঈশ্বর কি তাদের মনোনীত করেননি? বিশ্বাসের ঐশ্বর্যে তারা ঐশরাজ্যের অধিকারী হবে। —যারা তাঁকে ভালবাসে তাদের তিনি এই অধিকার দিয়েছেন।


পরীক্ষা-সঙ্কটের মাঝে যে অবিচল থাকে সে-ই ধন্য, উত্তীর্ণ হলে সে জীবনমুকুট পাবে। যারা প্রভুকে ভালবাসে তাদের তিনি এই মুকুট দানের প্রতিশ্রুতি দিয়েছেন।


আমাদের সঙ্গে তিনি তাঁর পবিত্র সন্ধিচুক্তি স্মরণে রাখবেন, করুণা প্রদর্শন করবেন আমাদের পিতৃপুরুষদের প্রতি, এই ছিল তাঁর প্রতিশ্রুতি।


শুধু তুমি স্বীকার কর যে তুমি অপরাধী, তোমার প্রভু ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ। স্বীকার কর যে প্রতিটি বৃক্ষের নীচে বিদেশী দেবতাদের পায়ে তামার ভালবাসা উজাড় করে দিয়েছ, আমার অনুশাসন তুমি পালন করনি। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বলছি।


আমি বললাম, হে স্বর্গের প্রভু পরমেশ্বর, তুমি মহান! আমরা সসম্ভ্রমে তোমার সামনে এসে দাঁড়াই। যারা তোমাকে ভালবাসে এবং তোমার আদেশ পালন করে তুমি তাদের সঙ্গে তোমার শর্ত রক্ষা কর, তাদের প্রতি কৃপা পরবশ হও।


ঈশ্বরের মন্দিরের সামনে ইষ্রা যখন প্রণত হয়ে প্রার্থনা, পাপ স্বীকার ও রোদন করছিলেন, সেই সময় ইসরায়েলের আবালবৃদ্ধবনিতা তাঁর চারপাশে সমবেত হয়ে তীব্র কান্নায় ভেঙ্গে পড়ল।


হুকুমনামা স্বাক্ষরিত হওয়ার কথা দানিয়েলের কানে গেল। তিনি বাড়ি ফিরে গেলেন। কক্ষের যেদিকে জেরুশালেম—বাড়ির উপরতলায় একটি ঘরের সেই দিকে ছিল কয়েকটি জানলা। তাঁর চিরাচরিত রীতি অনুসারে তিনি সেই খোলা জানলার সামনে নতজানু হয়ে দিনে তিনবার নিয়মিত প্রার্থনা করে যেতে লাগলেন।


তারপর অনুতাপের চিহ্ন হিসাবে চটের কাপড় পরে, গায়ে ভস্ম মেখে উপবাস ও প্রার্থনায় রত হলাম।


তোমরা যদি এই সমস্ত অনুশাসন মনোযোগ দিয়ে শোন, মনে রাখ ও পালন কর তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের কাছে যে শপথ করেছিলেন তারই অনুসরণে তিনি তোমাদের সঙ্গে তাঁর সম্বন্ধ রক্ষা করবেন এবং করুণা প্রদর্শন করবেন।


কিন্তু এদেশে এসে দেশের অধিকার গ্রহণের পর তারা আর তোমার অনুশাসন পালন করল না, চলল না তোমার নির্দেশিত পথে। তুমি তাদের যা কিছু করতে বলেছিলে, তার কিছুই তারা করল না। তাই, তুমি তাদের উপর আনলে এইসব বিপর্যয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন