Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 9:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 ঐ শাসক বহু লোকের সঙ্গে এক সপ্তাহের জন্য সন্ধিচুক্তি স্থাপন করবে। কিন্তু ঐ সপ্তাহের মাঝামাঝি সময় বলিদান ও নৈবেদ্য উৎসর্গ নিষিদ্ধ করবে। মন্দিরের উচ্চতম স্থানে সে ঘৃণ্য এক অশুচি প্রতীক স্থাপন করবে। পরিণামে ঈশ্বরের অমোঘ বিধানে তার চরম বিনাশ হবে অনিবার্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 এক সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সঙ্গে দৃঢ় নিয়ম করলেন; সেই সপ্তাহের অর্ধকালে তিনি কোরবানী ও নৈবেদ্য নিবৃত্ত করবেন; পরে ঘৃণার বস্তুগুলোর উপরে ধ্বংসকারী নেমে আসবে; এবং উচ্ছিন্নতা, নির্ধারিত উচ্ছিন্নতা পর্যন্ত ধ্বংসকারীর উপর ক্রোধ বর্ষিত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 সেই শাসক এক ‘সাতের’ জন্য অনেকের সঙ্গে নিয়ম স্থাপন করবে। কিন্তু সেই ‘সাতের’ মাঝে সে উৎসর্গ ও বলিদান প্রথা বন্ধ করে দেবে। এবং মন্দিরে ধ্বংস-আনয়নকারী সেই ঘৃণ্য বস্তু স্থাপন করবে, যতক্ষণ না পর্যন্ত শেষ সময় যা নির্ধারিত হয়েছিল, তার উপর ঘনিয়ে আসবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 এক সপ্তাহ পর্য্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন; সেই সপ্তাহের অর্দ্ধকালে তিনি যজ্ঞ ও নৈবেদ্য নিবৃত্ত করিবেন; পরে ঘৃণার্হ বস্তু সকলের পক্ষের উপরে ধ্বংসক আসিবে; এবং উচ্ছিন্নতা, নিরূপিত উচ্ছিন্নতা পর্য্যন্ত ধ্বংসকের উপরে [ক্রোধ] বর্ষিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 “তখন ভবিষ্যতের শাসক অনেক লোকের সঙ্গে একটি চুক্তি করবে। ঐ চুক্তিটি এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। অর্ধেক সপ্তাহের জন্য উৎসর্গ এবং নৈবেদ্যসমূহ বন্ধ হবে এবং একজন ধ্বংসকারী আসবে। কিন্তু ঈশ্বর আদেশ দিয়েছেন সে ভয়ঙ্কর ধ্বংসের কাজ করবে। যে ধ্বংসকারীটি সম্পূর্ণরূপে ধ্বংস হবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 এক সপ্তাহের জন্য তিনি অনেকের সঙ্গে নিয়ম স্থাপন করবেন। কিন্তু সাত সপ্তাহের মাঝখানেই সে বলিদান ও নৈবেদ্য বন্ধ করে দেবেন। অশুচি বস্তুর পাখায় করে এমন একজন আসবে যে ধ্বংস করে। সম্পূর্ণরূপে সমাপ্ত ও ধ্বংস সেই ধ্বংসকারীর উপরে ঢেলে দেওয়া হয়েছে।”

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 9:27
43 ক্রস রেফারেন্স  

তোমরা যখন দেখবে যে নবহী দানিয়েল কথিত সেই ‘ঘৃর্ণাহ বস্তু’ পবিত্র স্থানে দণ্ডায়মান (পাঠক এর অর্থ বুঝে নিক),


যখন তোমরা দেখবে সৈন্যদল জেরুশালেম নগরী অবরোধ করেছে, তখনই জেনো এর নিঃশেষে ধ্বংসের দিন এগিয়ে এসেছে।


নিত্য নৈবেদ্য বন্ধ হয়ে যাবার পরে অর্থাৎ ঘৃণ্য প্রতীক সেখানে স্থাপিত হওয়ার পর থেকে এক হাজার দুশো নব্বই দিন কেটে যাবে।


যখন তোমরা দেখবে ‘সেই মূর্তিমান ঘৃণ্য বিভীষিকা’, যেখানে তার দাঁড়াবার অধিকার নেই, সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে (পাঠক বুঝে নিক এর অর্থ) তখন যারা জুডিয়ায় থাকবে তারা যেন পাহাড়-পর্বতে পালিয়ে যায়।


সিরিয়ারাজ নিজের ইচ্ছামত যা খুশী তাই করবে। সে গর্বভরে নিজেকে দেবতাদের চেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা করবে এমনকি প্রভু পরমেশ্বরকেও তুচ্ছ করবে। যতদিন না তার উপর ঈশ্বরের অমোঘ শাস্তি নেমে আসে ততদিন সে এই ভাবেই চলবে।


এরপর আমি শুনলাম, এক স্বর্গদূত আরেক দূতকে বলছেন, দর্শনে যে সব ঘটনাবলী দেখলাম, সেগুলি কতকাল স্থায়ী হবে? কতকাল নিত্যনৈবেদ্যের বদলে এই অনাসৃষ্টি চলবে? কতকাল নিসর্গবাহিনী ও পবিত্রস্থান পদদলিত হতে থাকবে?


তোমরা আমার কাছে এস, লাভ করবে সার্থক জীবন! শোন, তোমাদের সঙ্গে আমি স্থাপন করব এক চিরস্থায়ী সন্ধি চুক্তি, দাউদের প্রতি ছিল আমার যে অবিচল প্রেম সেই প্রেম বর্ষিত হবে তোমাদের উপর।


কিন্তু মানুষের অপরাধের অনুপাতে ঈশ্বরের অনুগ্রহ তুলনাহীন। একটি মানুষের অপরাধে সকল মানুষ যেমন মৃত্যুর অধীন হল, তেমনি ঈশ্বরের অনুগ্রহে এবং সেই একমাত্র পুরুষ যীশু খ্রীষ্টের করুণার দান অপরিমেয়ভাবে সকলের জন্য বিতরিত হল।


তখনই মন্দিরের যবনিকা উপর থেকে নীচু পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে গেল, ভূমিকম্প হল, পর্বত বিদীর্ণ হল,


কারণ এ আমার রক্ত, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য এবং অনেকের পাপ মোচনের জন্য পাতিত।


দুঃখ-যন্ত্রণাময় এই জীবনের পর তিনি আবার লাভ করবেন আনন্দ, দেখবেন, সার্থক হয়েছে তাঁর এ যন্ত্রণাভোগ। আমার একনিষ্ঠ দাস, যাঁর প্রতি আমি পরম প্রীত তিনি বহুমানবের পাপের বোঝা তুলে নেবেন নিজের কাঁধে, তাঁরই মুখ চেয়ে আমি ক্ষমা করব সকলকে।


আমি প্রভু পরমেশ্বর, আহ্বান করেছি তোমাকে, দান করেছি ক্ষমতা, যেন ন্যায়ের প্রতিষ্ঠা হয় এই পৃথিবীতে। সর্বমানবের সঙ্গে তোমারই মাধ্যমে আমি সম্পাদন করব এক চুক্তি, তোমারই মাধ্যমে আমি এনে দেব আলো সর্বজাতির কাছে।


আমার এই সতর্কবাণীতে তোমরা ব্যঙ্গের হাসি হেসো না! যদি হাসো তাহলে অবস্থা বড় কঠিন হয়ে দাঁড়াবে, তোমাদের পলায়নের কোন পথ থাকবে না। সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরের সিদ্ধান্তের কথা আমি শুনেছি। তিনি সমগ্র দেশ ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।


তেমনি অনেকের পাপ মোচনের জন্য খ্রীষ্টকে একবারই বলিদান করা হয়েছে। দ্বিতীয়বার তিনি আবির্ভূত হবেন। এবার আর পাপস্খালন নয়, কিন্তু যারা তাঁর প্রতীক্ষায় রয়েছে তাদের পরিত্রাণের জন্য।


তখন সমগ্র ইসরায়েল পরিত্রাণ পাবে। শাস্ত্রে যেমন লেখা আছেঃ “সিয়োন থেকে আসবেন ত্রাণকর্তা, যাকোবের কুল থেকে তিনিদূর করবেন সব অনাচার।


একটি মাত্র মানুষের অবাধ্যতার ফলে অনেক মানুষকেই পাপী বলে গণ্য করা হয়েছিল, তেমনি একটি মানুষের বাধ্যতার জন্য অনেককেই ধার্মিক প্রতিপন্ন করা হবে।


শাণিত তরবারির আঘাতে মৃত্যু হবে তাদের, সমস্ত জাতির মধ্য থেকে তাদের বন্দী করে আনা হবে। অ-ইহুদী জাতিগুলির নির্ধারিত কাল শেষ না হওয়া পর্যন্ত জেরুশালেম তাদের দ্বারা পদদলিত হবে।


যিহুদীয়ার মানুষ একটি ঘৃণ্য কাজ করেছে। যা আমি ঘৃণা করি, সেই অলীক প্রতিমাকে আমার মন্দিরে প্রতিষ্ঠিত করে মন্দির অপবিত্র করেছে।


তার সৈন্যরা মন্দির অশুচি করবে। নিত্য-নৈবেদ্য বন্ধ করে দেবে ও সেই স্থানে ঘৃণ্য এক অশুচি প্রতীক স্থাপন করবে।


ইসরায়েলীরাও এমনিভাবে বহুদিন রাজা বা শাসনকর্তা, যাগযজ্ঞ, পুণ্যস্তম্ভ, এফোদ ও পারিবারিক বিগ্রহহীন হয়ে বাস করবে।


তোমরা মৃত্যুর সঙ্গে চুক্তি করেছ এবং স্থাপন করেছ সন্ধি মৃত্যুলোকের সঙ্গে। মিথ্যা ও ছলনার উপরে নির্ভর করে তোমরা নিশ্চিন্ত হয়ে রয়েছ, ভেবেছ, দুর্দৈব ঘনিয়ে এলেও তোমাদের স্পর্শ করবে না।


পরমেশ্বরের বিরুদ্ধে সে নানা কথা বলবে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বিধিনিষেধ বদলে দেবার চেষ্টা করবে। পরমেশ্বরের প্রজারা সাড়ে তিন বছর তার পদানত থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন