Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 9:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 অতএব অনুনয় করি, হে জগদীশ্বত, আমার মিনতি ও প্রার্থনায় কর্ণপাত কর। বিধ্বস্ত তোমার এই মন্দির আবার গড়ে তোল, লোকে জানুক তোমার মাহাত্ম্য, জানুক যে তুমিই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 অতএব, হে আমাদের আল্লাহ্‌, এখন তোমার এই গোলামের মুনাজাত ও ফরিয়াদ শোন এবং ধ্বংস হয়ে যাওয়া তোমার পবিত্র স্থানের প্রতি তোমার নিজের অনুরোধে তোমার মুখ উজ্জ্বল কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 “এখন, আমাদের ঈশ্বর, তোমার দাসের প্রার্থনা ও বিনতি শোনো। তোমার জন্য, হে প্রভু, তোমার পরিত্যক্ত পবিত্রস্থানের দিকে অনুগ্রহের দৃষ্টি দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 অতএব, হে আমাদের ঈশ্বর, এখন তোমার এই দাসের প্রার্থনা ও বিনতি শ্রবণ কর, এবং তোমার ধ্বংসিত ধর্ম্মধামের প্রতি প্রভুর অনুরোধে তোমার মুখ উজ্জ্বল কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 “প্রভু তোমার দাসের প্রার্থনা শোন। সাহায্যের জন্য আমার প্রার্থনা শোন। তোমার নিজের জন্য তোমার পবিত্র মন্দিরটির দিকে, যেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, অনুগ্রহের দৃষ্টি দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 এখন, হে আমাদের ঈশ্বর, তোমার দাসের প্রার্থনা ও অনুরোধ শোন। হে প্রভু, তোমার জন্য, তোমার মুখ উজ্জ্বল কর সেই পবিত্র স্থানের জন্য যা পরিত্যক্ত হয়ে পড়ে আছে।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 9:17
20 ক্রস রেফারেন্স  

হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমাদের বন্দীত্ব মোচন কর, উদ্ধার কর আমাদের, প্রসন্ন হও আমাদের প্রতি উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।


সিয়োন পর্বত পড়ে আছে পরিত্যক্ত জনহীন! সেই ভগ্নস্তূপে বন্য শৃগালের নিত্য বিচরণ।


ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি তাঁর মাঝে পূর্ণতা পায়। তাই ঈশ্বরের প্রশস্তি করার সময়ে তাঁর মাধ্যমে আমরা ‘আমেন’ বলি।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, বন্দীত্ব মোচন করে উদ্ধার কর আমাদের, প্রসন্ন হও আমাদের প্রতি, উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।


হে ঈশ্বর, আমাদের পুনঃপ্রতিষ্ঠিত কর, প্রসন্ন হও আমাদের প্রতি, উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।


সেই নগরে আলোর জন্য সূর্য বা চন্দ্রের দরকার নেই। ঈশ্বরের গৌরবেই তা আলোকিত। মেষশাবক স্বয়ং তার প্রদীপ।


আমার নামে এ পর্যন্ত তোমরা প্রার্থনা কর নি। প্রার্থনা কর, পাবে এবং তখনই তোমাদের আনন্দ হবে পরিপূর্ণ।


মিনতি করি, প্রভু, শোন। ক্ষমা কর আমাদের। আমাদের কাতর নিবেদন, তোমার ক্ষমতা প্রকাশে তৎপর হও, আর বিলম্ব করো না। যেন সকলে দেখে যে তুমিই ঈশ্বর। নগরী ও নগরবাসী তোমারই নামে পরিচিত।


প্রসন্ন হোক তোমার শ্রীমুখ তোমার এ দাসের প্রতি, শিখাও আমায় তোমার বিধিবিধান।


হে ইসরায়েলের প্রতিপালক, মিনতি শোন, তুমিই চালনা কর যোষফকুলকে মেষপালের মত, করূববাহনে সমাসীন তুমি ভাস্বর হয়ে ওঠ।


ঈশ্বর আমাদের প্রতি কৃপা করুন, আশীর্বাদ করুন আমাদের, প্রসন্ন হোক তাঁর শ্রীমুখ আমাদের প্রতি। সেলা


অনেকে প্রার্থনা করে, বলে, তুমি ছাড়া কে আমাদের মঙ্গল করতে পারে? হে প্রভু পরমেশ্বর বিকিরণ কর আমাদের উপর তোমার শ্রীমুখের জ্যোতি।


তোমার এই সেবক, তোমার প্রজা এবং তোমার দাস, ইসরায়েলের জন্য দিনরাত প্রার্থনা করে। আমি স্বীকার করছি যে আমরা—ইসরায়েলীরা পাপ করেছি। আমি এবং আমার পিতৃকুল আমরা সকলেই পাপ করেছি।


যা কিছু আমি করেছি তোমার জন্য, করেছি সবই আমার আপন মহত্ত্বে–— আমি লুটাতে দেব না আমার নামের মর্যাদা, কিম্বা দেব না কাউকে আমার গৌরবের ভাগ এ গৌরব আমার, একান্তভাবে আমারই।


তাই হে প্রভু, আমার ঈশ্বর, আমি তোমার অধম সেবক। আমার বিনতি শোন, তোমার কাছে আমার আজকের এই কাতর নিবেদন গ্রাহ্য কর।


বিদিত হোক তোমার পথ ও পরিত্রাণ সকল জাতির মাঝে।


দাঁড়াও তুমি এসে এই ভয়াবহ ধ্বংসস্তূপে, দেখ, মন্দিরের সবকিছুই শত্রুরা নিঃশেষে করেছ ছারখার।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আর কতকাল তোমার প্রজাদের কাতর নিবেদন ক্রোধভরে করবে অগ্রাহ্য?


সকরুণ বিনতি আমার শুনেছ তুমি, সাড়া দিয়ে মোর আহ্বানে বলেছ, ‘ভয় নেই’!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন