Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 8:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 দেখলাম, নদীতীরে একটি মেষ। মেষটর দুটি বড় বড় শিং। একটি শিং অন্যটির চেয়ে লম্বায় আরও বড়, যদিও বোঝা যাচ্ছে সেটি পরে গজিয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরে আমি চোখ তুলে দেখলাম, আর দেখ, নদীর সম্মুখে একটি ভেড়া দাঁড়িয়ে আছে, তার দু’টি শিং এবং সেই শিং দু’টি উঁচু, কিন্তু একটি অন্যটির চেয়ে বেশি উঁচু; ও যেটি বেশি উঁচু, সেটি পিছনে উৎপন্ন হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমি চোখ তুলে দেখলাম, নদীতীরে একটি পুরুষ মেষ দাঁড়িয়ে আছে, যার দুটি লম্বা শিং ছিল। একটি শিং অন্যটির তুলনায় লম্বা, যদিও এটি অন্য শিংটির পরে গজিয়ে উঠেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, নদীর সম্মুখে এক মেষ দাঁড়াইয়া আছে, তাহার দুই শৃঙ্গ, এবং সেই দুই শৃঙ্গ উচ্চ, কিন্তু একটী অন্যটী অপেক্ষা অধিকতর উচ্চ; ও যেটী উচ্চতর, সেটী পশ্চাতে উৎপন্ন হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আমি ওপরে তাকালাম এবং একটি দুই শিং বিশিষ্ট মেষকে ঊলয় নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার দুটি শিং লম্বা কিন্তু একটি অপরটির চেয়ে বেশি লম্বা এবং লম্বা শিংটি অন্য শিংটির পরে গজিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমি উপরের দিকে তাকিয়ে আমার সামনে একটা ভেড়া দেখলাম যার দুইটি শিং আছে এবং সেই ভেড়াটাকে ঊলয় নদীর তীরে দাঁড়িয়ে ছিল। তার একটা শিং অন্যটার চেয়ে লম্বা এবং সেটা পরে বেড়ে উঠেছিল।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 8:3
25 ক্রস রেফারেন্স  

দুই শিং বিশিষ্ট যে মেষটিকে দেখলে সেটি মিডিয়া ও পারস্য সাম্রাজ্যের প্রতীক।


এমন সময় হঠাৎ একজনকে দেখলাম। তাঁর পরণে ছিল সূতির কাপড়, কোমরে নিখাদ সোনার কটিবন্ধ।


আমি আর একটি দর্শন পেলাম। দেখলাম, দুই পাহাড়ের মাঝখান থেকে চারটি রথ বেরিয়ে এল। পাহাড় দুটি ছিল পিতলের।


আর তখনই আমি দেখলাম, দুটি রমণী উড়ে এল। সারস পাখির ডানার মত তাদের দুটি করে ডানা। তারা ঝুড়িটাকে নিয়ে উড়ে চলে গেল।


স্বর্গদূত এগিয়ে এসে আবার আমাকে বললেন, চেয়ে দেখ কি বেরিয়ে আসছে।


আমি আবার দেখলাম, একটা গোটানো পুঁথি উড়ছে।


আমি আরও দেখলাম, জরীপের দড়ি হাতে এক ব্যক্তি।


আর একটি দর্শনে আমি চারটি শৃঙ্গ দেখলাম।


দ্বিতীয় জন্তুটি আকারে প্রকারে ভল্লুকের মত। পেছনের পাদুটিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। দাঁতে কামড়ে ধরে আছে তিনটি হাড়। সেগুলি পাঁজরের হাড়। তাকে বলা হল, খাও। মনের সুখে মাংস ভক্ষণ কর।


রাজা দারাউস ও তাঁর পরবর্তী পারস্যরাজ সাইরাসের রাজত্বের শেষদিন পর্যন্ত দানিয়েলের শ্রী ও সমৃদ্ধি অক্ষুণ্ণ ছিল।


তাঁর রাজ্য কেড়ে নিলেন দারাউস। দারাউসের বয়স তখন বাষট্টি।


আপনার পরে আসবে আরেকটি সাম্রাজ্য। তবে এত উন্নত নয়। তারপর আসবে আরেকটি। এটি সেই পিতলের অংশ। জগৎব্যাপী হবে তার আদিপত্য।


প্রভু পরমেশ্বর মিডিয়ার রাজাদের উত্তেজিত করেছেন, তিনি ব্যাবিলনকে ধ্বংস করতে চান। তাঁর মন্দির ধ্বংসের প্রতিশোধ তিনি এইভাবেই নেবেন। আক্রমণে উদ্যত সেনাপতিরা আদেশ দিচ্ছে, ‘শান দাও তোমাদের বাণে, প্রস্তুত রাখ ঢাল!


সাইরাসকে বলি আমি, তুমিই সেইজন যে শাসন পরিচালনা করবে আমার প্রজাদের, পূর্ণ করবে তুমি আমার ইচ্ছা, আদেশ দেবে তুমি জেরুশালেম পুনর্নির্মাণের, আদেশ দেবে মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠার।


ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।


প্রভু পরমেশ্বর বলেছেন, ব্যাবিলন আক্রমণ করার জন্য আমি মিডিয়াকে উত্তেজিত করেছি। রৌপ্য তাদের কাছে তুচ্ছ, স্বর্ণের প্রতি কোন লোভ নেই তাদের।


তাঁর রাজত্বকালের তৃতীয় বৎসরে তিনি সমস্ত অধ্যক্ষ ও রাজপুরুষদের জন্য ভোজের আয়োজন করলেন। পারস্য ও মিডিয়া দেশের সমস্ত সৈন্যাধ্যক্ষ, প্রদেশগুলির শাসনকর্তা এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা এই ভোজে উপস্থিত ছিলেন।


তারা পারস্যের সরকারী কর্মচারীদেরও উৎকোচ দিল যেন তারা ইহুদীদের কাজের বিরোধিতা করে। পারস্য সম্রাট সাইরাসের সমগ্র শাসনকাল এবং সম্রাট দারায়ুসের রাজত্বকাল পর্যন্ত এই চক্রান্তে তারা নিজেদের লিপ্ত রেখেছিল।


স্বর্গের ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর সমগ্র পৃথিবীর উপর আমাকে শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং যিহুদীয়াদেশের জেরুশালেমে তাঁর এক মন্দির নির্মাণের দায়িত্ব অর্পণ করেছেন।


দাউদ দেখলেন, প্রভু পরমেশ্বরের দূত আকাশ ও পৃথিবীর মাঝখানে শূন্যে দাঁড়িয়ে আছেন। হাতে তাঁর উদ্যত তরবারি জেরুশালেমের উপরে ধরা রয়েছে। চট পরা অবস্থায় রাজা দাউদ ও ইসরায়েলী নেতারা মাটিতে মুখ রেখে সাষ্টাঙ্গে তাঁকে প্রণাম করলেন।


যিরিহোর কাছে থাকার সময় একদিন যিহোশূয় দেখলেন, তাঁর সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, হাতে তাঁর উন্মুক্ত তরবারি। যিহোশূয় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের পক্ষে? না আমাদের শত্রুদের পক্ষে?


বিলিয়ম দেখলেন, ইসরায়েলীরা গোষ্ঠী অনুযায়ী ভাগ হয়ে ছাউনি ফেলেছে। ঈশ্বরের আত্মা তখন তাঁর উপরে অধিষ্ঠিত হলেন,


তখন দেখলাম সিংহাসন ও চার প্রাণীর মধ্যবর্তী স্থানে প্রবীণদের মাঝে দাঁড়িয়ে আছেন এক মেষশাবক। দেখে মনে হল, তিনি নিহত হয়েছিলেন। তাঁর সাতটি শৃঙ্গ এবং সাতটি নেত্র। সেই নয়নসপ্তক সারা পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা।


এর পর আমি আর একটি পশুকে পৃথিবীগর্ভ থেকে উঠে আসতে দেখলাম। মেষশিশুর মত তার দুটি শিং ছিল, মহাদানবের মত কথা বলছিল সে।


দর্শনে দেখলাম, আমি রয়েছি এলম প্রদেশের রাজধানী প্রাকার ঘেরা নগরী সুসায়। সেখানে উলয় নদীতীরে দাঁড়িয়ে আছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন