Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 7:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 ঈশ্বরের প্রজারা তার অধীন হয়ে রইল যতদিন না সেই অতি প্রাচীন পুরুষ এলন। তিনি এসে ঈশ্বরের প্রজাদের পক্ষে রায় দিলেন। সময় হল, এবার রাজক্ষমতা পাবে ঈশ্বরের প্রজারা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 যে পর্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসলেন, আর সর্বশক্তিমানের পবিত্রগণের হাতে বিচার-ভার দেওয়া হল এবং পবিত্রগণের রাজত্ব-ভোগের সময় উপস্থিত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 যতক্ষণ না পর্যন্ত সেই অতি প্রাচীন ব্যক্তি—পরাৎপর ঈশ্বর—এসে পবিত্রগণদের পক্ষে রায় দিলেন। তারপর পবিত্রগণদের রাজত্ব গ্রহণ করার সময় উপস্থিত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 যে পর্য্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসিলেন, আর পরাৎপরের পবিত্রগণের হস্তে বিচার-ভার দত্ত হইল, এবং পবিত্রগণের রাজত্ব-ভোগের সময় উপস্থিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 এটা চলতে লাগল যতক্ষণ না প্রাচীন রাজা এলেন এবং ঈশ্বরের বিশেষ লোকদের স্বপক্ষে রায় দিলেন। প্রাচীন রাজার ঘোষিত বিচার তাঁর বিশেষ লোকদের তাদের রাজত্ব পেতে সাহায্য করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 যতক্ষণ না সেই প্রাচীনকালের ঈশ্বর এলেন এবং মহান সর্বশক্তিমান ঈশ্বরের পবিত্র লোকদের পক্ষে ন্যায্য বিচার দেওয়া। এর পর যখন দিন উপস্থিত হল তখন পবিত্র লোকেরা রাজত্ব গ্রহণ করলেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 7:22
17 ক্রস রেফারেন্স  

কিন্তু প্রভু পরমেশ্বরের আপনজনেরা শাসনক্ষমতার অধিকারী হবে আর সে অধিকার থেকে তারা কোনদিন বঞ্চিত হবে না।


এর পরে আমি কয়েকটি সিংহাসন দেখলাম, সেগুলির উপরে যাঁরা উপবিষ্ট চিলেন তাঁদের হাতে বিচারের ভার দেওয়া হল। যীশুর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এবং ঈশ্বরের বাণী প্রচারের জন্য যাদের শিরশ্ছেদ করা হয়েছিল এবং যারা সেই পশু ও তার মূর্তির পূজা করেনি, কপালে ও হাতে তার প্রতীক চিহ্ন ধারণ করেনি, তাদের সকলের আত্মা আমি দেখলাম। তারা জীবিত হয়ে সহস্র বৎসর খ্রীস্টের সঙ্গে রাজত্ব করল।


আমাদের আরাধ্য ঈশ্বরের জন্য তুমি তাদের নিয়ে গঠন করেছ এক রাজ্য, এক যাজক-সমাজ তারাই রাজত্ব করবে এই পৃথিবীতে।


আমি নিজে যেমন বিজয়ী হয়েছি, আমার পিতার সঙ্গে সিংহাসনে উপবেশন করেছি তেমনি যে জয়ী হবে, তাকে আমি আমার সঙ্গে সিংহাসনে বসার অধিকার দেব। শোনার মত কান যার আছে সে শুনুক পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন।


তখন সেই মূর্তিমান অধর্ম প্রকাশিত হবে এবং প্রভু যীশু তাঁর শ্রীমুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন, তাঁর জ্যোতির্ময় আবির্ভাবে সে হবে বিধ্বস্ত।


যীশু তাঁদের বললেন, আমি সত্যই তোমাদের বলছি, তোমরা যারা আমার অনুগামী হয়েছ, নূতন সৃষ্টির সূচনায় মানবপুত্র যখন তাঁর গৌরবের সিংহাসনে উপবেশন করবেন, তখন তোমরাও বারোটি সিংহাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করবে।


ও আমাদের সকলকে এক রাজ্যের অন্তর্ভুক্ত করে তাঁর ঈশ্বর ও পিতার পুরোহিত রৃপে নিযুক্ত করেছেন, গৌরব ও মহিমা যুগে যুগে তাঁরই হোক - আমেন।


আমার প্রজাদের উদ্ধারের জন্য পূর্ণ হয়েছিল আমার নিরূপিত কাল, তাদের শত্রুকুলেরও দণ্ডলাভের নির্ধারিত সময় হয়েছিল সমাসন্ন।


আমাকে যে ব্যাখ্যা দেওয়া হল সেটি এই: পৃথিবীতে যে চতুর্থ সাম্রাজ্যটির আবির্ভাব হবে চতুর্থ জন্তুটি তারই প্রতীক। এই সাম্রাজ্য অন্য সব সাম্রাজ্য থেকে ভিন্ন ধরণের। এই সাম্রাজ্য সারা পৃথিবীকে গ্রাস করে পদদলিত করবে ও ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলবে।


ভক্তবৃন্দ উল্লসিত হোক বিজয় গৌরবে, দিবানিশি তারা করুক আনন্দগান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন