দানিয়েল 6:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)25 সম্রাট দারাউস তখন পৃথিবীর সমস্ত জাতি, গোষ্ঠী ও সব ভাষাভাষী মানুষের কাছে লিখে পাঠালেনঃ তোমাদের মঙ্গল হোক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তখন বাদশাহ্ দারিয়ুস সমস্ত পৃথিবী-নিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখলেন, ‘তোমাদের প্রচুর উন্নতি হোক! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তখন রাজা দারিয়াবস পৃথিবীর সমস্ত দেশ ও ভাষাভাষী মানুষের কাছে লিখলেন: “তোমাদের মঙ্গল হোক! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তখন দারিয়াবস রাজা সমস্ত পৃথিবীনিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, ‘তোমাদের মহতী শান্তি হউক! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তারপর রাজা দারিয়াবস বিভিন্ন দেশসমূহ ও বিভিন্ন ভাষাসমূহের লোকদের কাছে এই চিঠি লিখলেন: শুভেচ্ছা! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তখন রাজা দারিয়াবস সমস্ত লোককে, সমস্ত জাতিকে এবং পৃথিবীর সমস্ত ভাষাভাষীর মানুষের কাছে এই কথা লিখলেন, “তোমাদের শান্তি হোক৷ অধ্যায় দেখুন |
বছরের তৃতীয় মাস সীবনের তেইশ তারিখে এই ঘটনা ঘটেছিল। মর্দখয় রাজার সচিবদের ডেকে পাঠালেন এবং ইহুদীদের, রাজ্যপালদের, প্রশাসকদের আর ভারত ও সুদানের একশো সাতাশটি প্রদেশের সব ইহুদীদের, রাজ্যপালদের, প্রশাসকদের ও রাজকর্মচারীদের এক আদেশপত্র পাঠালেন। এই পত্রগুলি প্রত্যেক প্রদেশের ভাষা ও লিপি অনুসারে লেখা হয়েছিল।