Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 6:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 সেখানে গিয়ে ব্যাকুল হয়ে উচ্চকণ্ঠে ডাকলেন, দানিয়েল! সদা জাগ্রত ঈশ্বরের ভক্ত দাস দানিয়েল! যে ঈশ্বরকে আপনি একনিষ্ঠভাবে সেবা করেন, সিংহদের মুখ থেকে কি তিনি আপনাকে রক্ষা করতে পেরেছেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আর খাতের কাছে গিয়ে তিনি আর্তস্বরে দানিয়ালকে ডাকলেন; বাদশাহ্‌ দানিয়ালকে বললেন, হে জীবন্ত আল্লাহ্‌র সেবক দানিয়াল, তুমি অবিরত যাঁর সেবা কর, তোমার সেই আল্লাহ্‌ কি সিংহের মুখ থেকে তোমাকে রক্ষা করতে পেরেছেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 যখন তিনি সিংহের গুহার কাছে এলেন, তখন উদ্বেগের সঙ্গে চিৎকার করলেন, “দানিয়েল, জীবন্ত ঈশ্বরের সেবক; যে ঈশ্বরকে তুমি নিষ্ঠার সঙ্গে আরাধনা করো, তিনি কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আর খাতের নিকটে গিয়া তিনি আর্ত্তস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন; রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাঁহার সেবা কর, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 তিনি গুহার কাছে গিয়ে অত্যন্ত উদ্বিগ্ন স্বরে দানিয়েলকে ডাকতে লাগলেন। তিনি বললেন, “হে দানিয়েল, জীবন্ত ঈশ্বরের সেবক, তুমি সব সময় তাঁর সেবা কর। তোমার ঈশ্বর কি তোমাকে সিংহের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 যখন তিনি গুহার কাছে উপস্থিত হলেন তখন তিনি করুণ স্বরে দানিয়েলকে ডাকলেন। তিনি দানিয়েলকে বললেন “দানিয়েল, জীবন্ত ঈশ্বরের দাস, সেই ঈশ্বর কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন যাঁর সেবা তুমি সব দিন কর?”

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 6:20
30 ক্রস রেফারেন্স  

এইজনই যারা তাঁকে অবলম্বন করে ঈশ্বরের কাছে উপস্থিত হয়, তাদের তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করতে সক্ষম। কারণ তিনি সর্বদা তাদের পক্ষে আবেদন করার জন্য জীবিত আছেন।


তিনি উদ্ধার করেন, সাধন করেন পরিত্রাণ, ভূলোকে, দ্যুলোকে সম্পাদন করেন অদ্ভুত অলৌকিক ক্রিয়া। তিনিই সেই, যিনি ছিনিয়ে এনেছেন দানিয়েলকে সিংহের মুখ-গহ্বর থেকে।


পরমেশ্বরের অন্বেষণ কর শক্তি ভিক্ষা কর তাঁর কাছে, নিয়ত কর তাঁর আরাধনা।


অগত্যা রাজা দানিয়েলকে গ্রেপ্তার করে সিংহের খাদে ফেলে দেবার আদেশ মঞ্জুর করলেন। দানিয়েলকে এনে সিংহের খাদে ফেলে দেওয়া হল। দানিয়েলকে তিনি বললেন, আপনি যে ঈশ্বরের বিশ্বস্ত ভক্ত তিনিই আপনাকে রক্ষা করুন।


যদি আমাদের আরাধ্য ঈশ্বর আমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সমর্থ হন, তবে তিনি নিশ্চয়ই আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন।


কিন্তু যে মুক্ত জীবনের আদর্শ বিধান দর্শন করে ও মনে রাখে, সে শ্রোতামাত্র নয় বরং সেই অনুযায়ী কাজ করে। সে কাজ করেই ধন্য হয়।


তিনিই ভয়াবহ মৃত্যুর হাত থেকে আমাদের উদ্ধার করেছেন এবং এখনও করে চলেছেন। তাঁর উপর আমাদের ভরসা আছে যে তিনি ভবিষ্যতেও আমাদের উদ্ধার করবেন।


যীশু তখন তাঁদের শিক্ষা দেবার জন্য এই উপাখ্যানটি বললেন যেন তাঁরার নিরুৎসাহ না হয়ে সব সময় প্রার্থনা করে।


কোন কাজই ঈশ্বরের অসাধ্য নয়।


তোমাদের ঈশ্বরের করুণায় ফিরে এস তোমরা, তাঁর কাছে আনুগত্য ও ন্যায়বিচারের অনুশীলন কর, সর্বদা তোমরা ঈশ্বরের প্রতীক্ষায় থাক।


এখানও যদি তূরী, বাঁশী, বীণা মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্র বেজে ওঠার সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে এই মূর্তির পূজা কর তো ভাল। নচেৎ সেই মুহূর্তে তোমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। দেখি কোন্‌ দেবতা আমার হাত থেকে তোমাদের রক্ষা করে।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমার মহাশক্তি ও পরাক্রমে তুমি সৃষ্টি করেছ আকাশ ও পৃথিবী। কোনও কিছুই তোমার অসাধ্য নয়।


তবুও আমি নিরন্তর তোমারই সঙ্গে আছি, তুমিই ধরে আছ আমার হাত।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, প্রভু পরমেশ্বরের পরাক্রম কি লোপ পেয়েছে? আমার কথা সত্য কি না তাই আজই দেখতে পাবে।


আমি তো বৃদ্ধা। প্রভু পরমেশ্বরের অসাধ্য কোন কাজ আছে কি? আগামী এই ঋতুতে নির্দিষ্ট সময়ে আমি আবার তোমার কাছে আসব,


যিনি তোমাদের পদস্খলন থেকে রক্ষা করতে পারেন, অনিন্দ্য ও আনন্দময় অবস্থায় তাঁর গৌরবোজ্জ্বল সান্নিধ্যে উপস্থিত করতে পারেন,


এবং এইজন্যই আমি এত দুঃখ বরণ করছি কিন্তু তবুও আমি লজ্জিত নই। কারণ যাঁর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি তাঁকে আমি জানি। এ সম্বন্ধে আমি সুনিশ্চিত যে আমার হাতে যা গচ্ছিত রয়েছে তা তিনি শেষের সেই দিন পর্যন্ত রক্ষা করতে সমর্থ।


তোমরা সদাজাগ্রত চিত্তে ও কৃতজ্ঞ হৃদয়ে প্রার্থনা নিবিষ্ট থেক।


যারা সৎকর্মে একনিষ্ঠ, গৌরব, সম্মান ও অবিনাশী জীবনের অন্বেষী, তাদের তিনি দান করেন শাশ্বত জীবন।


এবং আমরা নিজেরা তখন প্রার্থনা ও প্রচারের কাজে পূর্ণ সময় ব্যয় করতে পারব।


আমি আজীবন প্রভুর প্রশস্তি করব, চিরজীবন আমি করব ঈশ্বরের মহিমাকীর্তন।


তোমার বিধিব্যবস্থা পালনে আমি কৃতসঙ্কল্প, আজীবন এ আমার পণ।


ভোর হতে না হতেই রাজা ছুটে গেলেন সিংহের খাদের কাছে।


আমার আদেশ, আমার সাম্রাজ্যের প্রত্যেক লোক দানিয়েলের আরাধ্য ঈশ্বরকে সম্ভ্রম ও ভক্তি করবে। সদাজাগ্রত ঈশ্বর তিনি, শাশ্বত, সনাতন। বিনষ্ট হবে না কোনদিন তাঁর শাসনব্যবস্থা, অবসান হবে না কোনদিন তাঁর প্রতাপ-পরাক্রমের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন