Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 6:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সম্রাট দারাউস সব বিবেচনা করে তাঁর রাজ্যে একশো কুড়ি জন রাজ্যপাল নিযুক্ত করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 দারিয়ুস বিষয়টি উপযুক্ত মনে করে সাম্রাজ্যের সমস্ত রাজ্যের উপরে এক শত বিশ জন ক্ষিতিপাল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সম্রাট দারিয়াবস তার রাজ্যে একশো কুড়ি জন রাজ্যপাল নিয়োগ করলেন, যারা তার রাজত্ব জুড়ে শাসন করবে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 দারিয়াবস ইহা বিহিত-বুঝিলেন, যেন তিনি রাজ্যের সর্ব্বস্থানে রাজ্যের উপরে এক শত বিংশতি জন ক্ষিতিপাল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 দারিয়াবস ভাবলেন যে 120 জন রাজ্যপালকে তাঁর সম্পূর্ণ রাজত্বের দায়িত্ব দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 দারিয়াবস তাঁর রাজ্যের সমস্ত প্রদেশগুলোর উপরে একশো কুড়ি জন শাসনকর্ত্তা নিযুক্ত করা ভালো মনে করলেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 6:1
9 ক্রস রেফারেন্স  

তাঁর রাজ্য কেড়ে নিলেন দারাউস। দারাউসের বয়স তখন বাষট্টি।


পারস্য দেশের সম্রাট অহশ্বেরশের রাজধানী ছিল শুশন।


কিম্বা তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যে প্রশাসকদের নিয়োগ করেছেন, তাঁদের অনুগত হও।


তারপর দেশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের এই মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে সমবেত হবার জন্য আদেশ জারী করলেন। রাজন্যবর্গ, রাজ্যপাল, সামরিক প্রশাসক, কোষাধ্যক্ষ, উপদেষ্টা ও বিচারপতি প্রভৃতি প্রত্যেক উচ্চপদস্থ আধিকারিককে রাজ-আমন্ত্রণ পাঠান হল যেন তাঁরা সকলে রাজার স্থাপিত মূর্তির প্রতিষ্ঠা উপলক্ষ্যে উপস্থিত থাকেন।


এঁদের উপর আবার তিনজন অধ্যক্ষ নিযুক্ত করলেন। এঁদের মধ্যে দানিয়েল একজন। অধ্যক্ষের দায়িত্ব ছিল রাজার প্রাপ্য বুঝে নেওয়া। অচিরেই দেখা গেল যে অন্য সব অধ্যক্ষ ও সমস্ত রাজ্যপালদের চেয়ে দানিয়েলের কাজ অনেক ভাল।


ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত কর জাতিবৃন্দকে। মিডিয়ার রাজাদের, নেতাদের এবং রাজপুরুষদের আর তাদের নিয়ন্ত্রণাধীন দেশগুলির সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দাও।


জেরেক্সের পুত্র মিডিয়া নিবাসী দারাউসের রাজত্বকালের কথা। তিনি ব্যাবিলনের রাজা ছিলেন। তাঁর রাজত্বের প্রথম বছর চলছে।


আমাকে সাহায্য করার ও রক্ষা করার দায়িত্ব তাঁর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন