Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 5:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 হঠাৎ দেখা গেল মানুষের একটা হাত। পলেস্তারা করা দেওয়ালে সেই হাত কি যেন লিখছে। যেখানে লেখা হচ্ছে, সেখানটা দীপের আলোয় আলো হয়ে আছে। রাজা দেখছেন, লিখে চলেছে সেই হাত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 ঠিক তখনই মানুষের একটি হাত এসে রাজপ্রাসাদের দেওয়ালের প্রলেপের উপরে প্রদীপ-আসনের সম্মুখে লিখতে লাগল; এবং যে হাতটি লিখছিল, সেটি বাদশাহ্‌ দেখতে পেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 হঠাৎ একটি মানুষের হাতের আঙুল দেখা গেল ও সেই আঙুলগুলি রাজপ্রাসাদের দেওয়ালে, বাতিদানের কাছে কিছু লিখতে শুরু করল। যে হাত লিখছিল রাজা সেই হাত দেখলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 সেই দণ্ডে মনুষ্য-হস্তের অঙ্গুলি-কলাপ আসিয়া রাজপ্রাসাদের ভিত্তির প্রলেপের উপরে দীপাধারের সম্মুখে লিখিতে লাগিল; এবং যে হস্তাগ্র লিখিতেছিল, তাহা রাজা দেখিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 রাজা যখন তাকালেন, তখন হঠাৎ‌‌ একটি মানুষের হাত আবির্ভূত হয়েছিল এবং বাতি-স্তম্ভের কাছে দেওয়ালের পোঁচড়ার ওপর লিখতে শুরু করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সেই মুহূর্তে হঠাৎ বাতিদানের কাছে মানুষের একটা হাতের আঙ্গুল রাজপ্রাসাদের মধ্যে দেয়ালের উপর লিখতে দেখা গেল। রচনার সময় রাজা সেই হাতটির অংশ দেখতে পেলেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 5:5
15 ক্রস রেফারেন্স  

কথাগুলি শেষ হতে না হতেই স্বর্গ থেকে এক দৈববাণী ভেসে এল: রাজা নেবুকাডনেজার শোন, তোমার রাজক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে।


বিধানের শর্তসংবলিত যে দাবী আমাদের উপরে আরোপিত ছিল তা তিনি ক্রুশে বিদ্ধ করে সম্পূর্ণভাবে বাতিল করেছেন।


দুর্জনের প্রতিপত্তি অল্পকালের জন্য বজায় থেকেছে, তার উল্লাস হয়েছে ক্ষণস্থায়ী।


এই লেখাটি পড়ে আমাকে তার অর্থ বুঝিয়ে দেবার জন্যে রাজ্যের সব পণ্ডিত ও জ্যোতিষীদের ডেকে আনা হয়েছিল। কিন্তু তাঁরা কেউই এর অর্থ উদ্ধার করতে পারলেন না।


রাজ পণ্ডিতেরা এগিয়ে এলেন কিন্তু কেউই সে লেখা পড়তে পারলেন না, অর্থ উদ্ধার তো দূরের কথা।


কথাগুলি ফলতে সময় লাগল না। নেবুকাডনেজারকে মানুষের সমাজ থেকে দূর করে দেওয়া হল, তাঁকে বলদের মত ঘাস খেয়ে দিন কাটাতে হল। রাত্রে খোলা মাঠ হল তাঁর শয্যা। শিশিরে সিক্ত হত তাঁর সর্বাঙ্গ। তাঁর চুল হয়ে গেল পাখির পালকের মত লম্বা, আর নখগুলি হল পাখির নখের মত লম্বা।


সংশোধনের জন্য তিরস্কার করলেও যে নিজের জিদ ছাড়ে না, অকস্মাৎ একদিন তার পতন হবে আর কখনও সে উঠবে না।


তাঁরা পান করছেন আর তার সঙ্গে করছেন দেবতাদের গুণগান—সোনা, রূপো, পাথর দিয়ে গড়া সেই সব দেবতা।


তাঁর বুকের ভেতরটা কেঁপে উঠল, ভয়ে তাঁর মুখ ছাইয়ের মত সাদা হয়ে গেল, হাত-পা নিয়ন্ত্রণ হারাল, পা দুটি ঠক্‌ঠক্‌ করে কাঁপতে লাগল।


ব্যাবিলনরাজ শুনেছে এ সংবাদ, শক্তিহীন শিথিল হয়েছে তার বাহু। ভীতি গ্রাস করেছে তাকে, প্রসববেদনাতুরা নারীর মত সে যন্ত্রণায় কাতর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন