Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 5:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 এর অর্থ হল এই: ‘গণিত’ বলতে বুঝায়, আপনার রাজত্বের দিনগুলি ঈশ্বরের গণনা করা হয়ে গেছে, আপনার রাজত্বকাল সমাপ্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 এর তাৎপর্য এই— ‘গণিত,’ আল্লাহ্‌ আপনার রাজ্যের গণনা করেছেন, তা শেষ করেছেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 “এই শব্দগুলির মানে হল: “মেনে: ঈশ্বর আপনার রাজত্বের দিনগুলি গুনেছেন এবং তা শেষ করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 ইহার তাৎপর্য্য এই— ‘গণিত,’ ঈশ্বর আপনার রাজ্যের গণনা করিয়াছেন, তাহা শেষ করিয়াছেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 “এই হল সেই সব শব্দের অর্থ: মিনে: ঈশ্বর আপনার রাজত্বের শেষ দিন গণনা করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 এটার অর্থ হল এই: মিনে, ঈশ্বর আপনার রাজ্যর গণনা করেছেন এবং তা শেষ করেছেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 5:26
11 ক্রস রেফারেন্স  

সমস্ত জাতি তার সেবা করবে। তারা তার জাতির পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাজার বংশধরদের সেবা করবে। তারপর তার জাতি পরাক্রমী জাতিবর্গ ও মহান্‌ রাজাদের সেবা করবে।


প্রভুই একথা বলেছেন এবং বহুদিন আগেই তিনি তা করেছেন ব্যক্ত।


যিরমিয়ের কাছে পরমেশ্বরের ঘোষণা অনুযায়ী যে সত্তর বছর জেরুশালেম বিধ্বস্ত হয়ে পড়ে থাকবে, আমি দানিয়েল, সেই সময়ের হিসাব নিয়ে ভাবনা চিন্তায় মগ্ন ছিলাম। শাস্ত্র অনুসন্ধান করছিলাম।


মানুষ মারা গেলে সে কি আবার বেঁচে ওঠে? পুনর্জীবন পায়? যতদিন না সুদিন আসে ততদিন আমি অপেক্ষা করব, দুর্যোগের দিনগুলি আমি কাটিয়ে দেব সেদিনের প্রতীক্ষায়।


প্রভু পরমেশ্বর বলেছেন, ব্যাবিলন আক্রমণ করার জন্য আমি মিডিয়াকে উত্তেজিত করেছি। রৌপ্য তাদের কাছে তুচ্ছ, স্বর্ণের প্রতি কোন লোভ নেই তাদের।


লেখা হয়েছে, “মিনে মিনে তকেল উপারসীন।” “গণিত, গণিত, পরিমিত ও বিভাজিত।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন