Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 4:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 কি অপূর্ব ঈশ্বরের অলৌকিক কাজ। তিনি দেখান আমাদের সেই পরমাশ্চর্য কর্মের মহিমা, মহাশক্তির পরিচয় বিধৃত রয়েছে তাঁর অলৌকিক কর্মের মাঝে, তিনি শাশ্বত রাজা, তাঁর রাজত্ব আনন্তকাল স্থায়ী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আহা! তাঁর চিহ্ন-কাজগুলো কেমন মহৎ! তাঁর অলৌকিক কাজগুলো কেমন পরাক্রমশালী! তাঁর রাজ্য অনন্তকালীন রাজ্য ও তাঁর কর্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তাঁর চিহ্নসকল কত মহান, তাঁর আশ্চর্য কাজসকল কত শক্তিশালী! তাঁর রাজ্য চিরস্থায়ী রাজ্য; তাঁর আধিপত্য যুগ থেকে যুগান্তরে স্থায়ী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আহা! তাঁহার চিহ্ন সকল কেমন মহৎ! তাঁহার আশ্চর্য্য কার্য্য সকল কেমন পরাক্রমশালী! তাঁহার রাজ্য অনন্তকালীন রাজ্য, ও তাঁহার কর্ত্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 ঈশ্বর বহু আশ্চর্য সব কাজ করেছেন। ঈশ্বরের শক্তি প্রকাশ পেয়েছে বিস্ময়কর জিনিষে। ঈশ্বরের রাজ্য চিরন্তন, ঈশ্বরের শাসন পুরুষানুক্রমে বজায় থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তাঁর চিহ্নগুলো কত মহান, তাঁর আশ্চর্য্য কাজগুলো কত শক্তিশালী! তাঁর রাজ্য অনন্তকালের রাজ্য এবং তাঁর রাজত্ব বংশপরম্পরায় স্থায়ী।”

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 4:3
29 ক্রস রেফারেন্স  

যুগে যুগে ব্যাপ্ত তোমার রাজত্ব পুরুষানুক্রমে প্রতিষ্ঠিত তোমার আধিপত্য। প্রভু পরমেশ্বর সত্যনিষ্ঠ, তিনি পূর্ণ করেন তাঁর সকল অঙ্গীকার, তাঁর কর্মে প্রকাশিত হয় অপার করুণা।


এই সব রাজাদের রাজত্বের সময়ে স্বর্গমর্ত্যের অধীশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবেন যে রাজ্য কেউ কোনদিন ধ্বংস করতে পারবে না বা কারও অধিকারে যাবে না কিন্তু এই সাম্রাজ্য ঐ সমস্ত রাজ্যকে নিঃশেষে ভেঙ্গে গুড়িয়ে দেবে আর নিজে হবে চিরস্থায়ী।


হে প্রভু পরমেশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি তোমায় নিবেদন করব শ্রদ্ধা ও সম্মান, আমি গাইব তোমার স্তবগান। তুমি কত আশ্চর্য কর্ম করেছ সাধন, বহুকাল আগে রচিত পরিকল্পনা তোমার একান্ত নিষ্ঠায় করেছ সম্পাদন।


তাঁকে অর্পণ করা হল কর্তৃত্ব, মাহাত্ম্য ও শাসনক্ষমতা, যেন সমস্ত ভাষাভাষী মানুষ সব জাতি ও গোষ্ঠীর লোকেরা তাঁর পদানত হয়। চিরস্থায়ী হবে তাঁর কর্তৃত্ব। পতন হবে না তাঁর রাজদণ্ডের।


এর পরে সপ্তম দূত তূর্যধ্বনি করলেন। তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই কথা ঘোষিত হল ঃ “জগতের রাজা এখন আমাদের প্রভুর অধীন,তাঁর অভিষিক্তের পদানত।রাজত্ব করবেন তিনি যুগে যুগে, চিরকাল।”


কিন্তু পুত্র সম্পর্কে লেখা হয়েছে: “হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী, তোমার রাজদণ্ড ন্যায়ের দণ্ড।


যিনি সর্বকালের রাজা, অক্ষয়, অদৃশ্য, অনন্য পরমেশ্বর, তিনি যুগে যুগে সমাদৃত এবং মহিমান্বিত হোন।


জগতের সমস্ত রাজ্য, সমস্ত কর্তৃত্ব, বিত্তবৈভব তুলে দেওয়া হবে ঈশ্বরের পবিত্র প্রজাদের হাতে। তাদের রাজক্ষমতা বজায় থাকবে চিরদিন। পৃথিবীর সব রাজা হবে তাদের অনুগত।


কেউ যদি প্রচার করতে চায় তবে সে ঈশ্বরের বাণীই প্রচার করুক। যে সেবা করতে চায়, সে ঈশ্বরের দেওয়া শক্তিতেই সেবা করুক। সর্ববিষয়ে যেন যীশু খ্রীষ্টের মাধ্যমেই ঈশ্বরের গৌরব হয়। সকল মহিমা ও পরাক্রম যুগে যুগে তাঁরই। আমেন।


ঈশ্বর নানাপ্রকার অলৌকিক কার্য, লক্ষণ ও ঐশী শক্তির প্রকাশের মাধ্যমে এবং তাঁর ইচ্ছানুযায়ী পবিত্র আত্মার নানাবিধ বর দান করে এই বিষয়ের প্রমাণ দিয়েছেন।


কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর, প্রকৃত ঈশ্বর জীবন্ত, জাগ্রত চিরন্তন রাজা। তুমি যখন ক্রুদ্ধ হও পৃথিবী কেঁপে ওঠে, জাতিবৃন্দ সহ্য করতে পারে না তোমার ক্রোধের দহন।


তাদের কাছে তাঁরা দেখালেন প্রভুর নিদর্শন, হাম-এর দেশে তাঁরা সাধন করলেন অলৌকিক কার্যকলাপ।


সতর্ক প্রহরায় রত স্বর্গদূতদের এই সিদ্ধান্ত। অতএব প্রত্যেক মানুষ এই কথা জেনে রাখুক যে পৃথিবীর সব রাজ্য ও শাসনক্ষমতা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কর্তৃত্বাধীন। তিনি যাকে ভাল মনে করেন তার উপর এই সবের কর্তৃত্বভার অর্পণ করেন—সে ব্যক্তি যত নগণ্যই হোক না কেন।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কাছে থেকেই এই প্রজ্ঞা আসে। ঈশ্বরের সমস্ত পরামর্শই জ্ঞানপূর্ণ, তাঁর বিবেচনা প্রজ্ঞার আধার।


দাউদের কুলতিলক তিনি, উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাঁর রাজকীয় ক্ষমতা, তাঁর রাজ্যে সতত বিরাজ করবে শান্তি। ন্যায় ও ধর্মনিষ্ঠায় ভিত্তিতে শাসন পরিচালনা করবেন তিনি এখন থেকে অনন্তকাল পর্যন্ত। সর্বাধিপতি পরমেশ্বরের এই হল স্থির সিদ্ধান্ত।


হে প্রভু পরমেশ্বর বহুবিচিত্র অসংখ্য তোমার সৃষ্টি! আপন প্রজ্ঞায় তুমি করেছ সৃজন সর্ববস্তু, তোমার ঐশ্বর্যে পরিপূর্ণ এই বসুন্ধরা।


হে প্রভু পরমেশ্বর তোমার কীর্তি কত মহৎ, কত গভীর তোমার পরিকল্পনা।


তুমি মহান হে প্রভু পরমেশ্বর, পরমাশ্চর্য তোমার কীর্তি, তুমিই একমাত্র ঈশ্বর।


সমুদ্র তোমায় করে দিয়েছিল পথ, তুমি যাত্রা করেছিলে বিপুল জলরাশি ভেদ করে, কিন্তু তোমার পদচিহ্ন ছিল অদৃশ্য।


ধন্য প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, একমাত্র তিনিই মহৎ কর্ম সাধনে সক্ষম।


যিনি আপন পরাক্রমে রাজত্ব করেন চিরকাল জাতিগণের প্রতি দৃষ্টি যাঁর সতত সজাগ, বিদ্রোহীরা আত্মপ্রচার না করুক দম্ভভরে তাঁর সাক্ষাতে। সেলা


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের দৃষ্টিগোচরে মিশরে যে সব কীর্তি সাধন করেছেন তেমন কি আর কোন দেবতা পরীক্ষিত প্রমাণ, অলৌকিক নিদর্শন। অদ্ভুত লক্ষণ, যুদ্ধবিগ্রহের দ্বারা নিজ পরাক্রম ও বাহুবল প্রদর্শন করে ভয়াবহ সব কীর্তি স্থাপন করেছেন এবং অন্যান্য জাতির মধ্য থেকে নিজস্ব প্রজারূপে কোন জাতিকে গ্রহণ করেছেন?


আহা! কি বিপুল তাঁর বৈভব, অগাধ তাঁর জ্ঞান ও প্রজ্ঞা, দুর্জ্ঞেয় তাঁর বিচার পদ্ধতি, অনধিগম্য তাঁর কর্মধারা।


তিনি রাজ্যের সমস্ত ভবিষ্যৎ দ্রষ্টা, জাদুকর, মায়াবী ও জ্যোতিষী পণ্ডিতদের ডেকে পাঠালেন। স্বপ্নটি কি—রাজেকে বুঝাতে হবে। তাঁরা যখন এসে উপস্থিত হলেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন