Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 3:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 যদি আমাদের আরাধ্য ঈশ্বর আমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সমর্থ হন, তবে তিনি নিশ্চয়ই আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 যদি হয়, আমরা যাঁর সেবা করি, আমাদের সেই আল্লাহ্‌ আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সমর্থ আছেন, আর, হে বাদশাহ্‌, তিনি আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 যদি আমাদের জলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, আমাদের ঈশ্বর যাকে আমরা সেবা করি, তিনি আমাদের রক্ষা করতে পারবেন এবং হে রাজা, আপনার হাত থেকেও আমাদের রক্ষা করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 যদি হয়, আমরা যাঁহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর, হে রাজন্‌, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 যদি আপনি আমাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন তাহলে আমরা যে দেবতার পূজা করি তিনি আমাদের রক্ষা করবেন। তিনি ইচ্ছা করলে আমাদের আপনার হাত থেকে রক্ষা করতে পারেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 আর যদি কোন উত্তর থাকে তা হল এই, আমরা যে ঈশ্বরের সেবা করি তিনি সেই জ্বলন্ত চুল্লী থেকে রক্ষা করতে পারেন এবং তিনি, মহারাজ আপনার হাত থেকেও আমাদের উদ্ধার করবেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 3:17
34 ক্রস রেফারেন্স  

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ঈশ্বরই যখন আমাদের পক্ষে তখন কে আমাদের বিপক্ষে?


কোন কাজই ঈশ্বরের অসাধ্য নয়।


এইজনই যারা তাঁকে অবলম্বন করে ঈশ্বরের কাছে উপস্থিত হয়, তাদের তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করতে সক্ষম। কারণ তিনি সর্বদা তাদের পক্ষে আবেদন করার জন্য জীবিত আছেন।


তুমি ভয় করবে না, আমি সর্বদা তোমার কাছে থাকব, এবং রক্ষা করব তামায় আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


পৌল বললেন, এ কি করছ তোমরা? কান্নাকাটি করে আমার মনোবল ভেঙে দিচ্ছ কেন? আম শুধু বন্দীদশাই নয় কিন্তু প্রভু যীশুর নামের জন্য জেরুশালেমে মৃত্যুবরণ করতে পর্যন্ত প্রস্তুত।


তিনিই বার বার তোমাকে উদ্ধার করেন বিপদ থেকে, কোন অমঙ্গল তোমাকে স্পর্শ করতে, পারে না,


হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।


স্বর্গে আছেন আমাদের ঈশ্বর, আপন ইচ্ছাই পূর্ণ করেন তিনি।


আমার নিজের বিচারে আমার জীবন নগণ্য। প্রভু যীশুর কাছ থেকে ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার প্রচার করার যে দায়িত্ব আমি পেয়েছি ও সেবাব্রত গ্রহণ করেছি তা যদি পালন ও উদ্‌যাপন করতে পারি তাহলেই আমার কর্তব্য সুসম্পন্ন হবে।


তিনি উদ্ধার করেন, সাধন করেন পরিত্রাণ, ভূলোকে, দ্যুলোকে সম্পাদন করেন অদ্ভুত অলৌকিক ক্রিয়া। তিনিই সেই, যিনি ছিনিয়ে এনেছেন দানিয়েলকে সিংহের মুখ-গহ্বর থেকে।


মানুষ, সে তো তাঁর চোখে নগণ্য, তাঁরই শুভ সঙ্কল্প নিয়ন্ত্রণ করে মর্ত্য মানুষের জীবন, ঊর্ধ্ব লোকবাসী সকলে করেন তাঁরই সদিচ্ছা পালন। তাঁর প্রতিরোধ করে এমন কে আছে? তাঁর কাজের জন্য কৈফিয়ৎ চায় এমন স্পর্ধা কার?


প্রভু আজ আমার হাতে তোমার পরাজয় ঘটাবেন। আমি তোমাকে পরাস্ত করে তোমার শিরচ্ছেদ করব আর ফিলিস্তিনী সৈন্যদের শব আকাশের পাখি ও মাঠের পশুদের খাওয়াব। তা দেখে পৃথিবীর সকলে জানবে যে ইসরায়েলীদেরও একজন আরাধ্য ঈশ্বর আছেন।


দাউদ আরও বললেন, যে প্রভু পরমেশ্বর আমাকে সিংহ ও ভালুকের থাবা থেকে উদ্ধার করেছেন, তিনিই এই ফিলিস্তিনীটার হাত থেকে আমাকে রক্ষা করবেন। তখন শৌল দাউদকে বললেন, আচ্ছা যাও, প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে থাকুন।


আমি তো বৃদ্ধা। প্রভু পরমেশ্বরের অসাধ্য কোন কাজ আছে কি? আগামী এই ঋতুতে নির্দিষ্ট সময়ে আমি আবার তোমার কাছে আসব,


ন্যায় বিচার ও ধর্মনিষ্ঠা দান করবে প্রতিষ্ঠা তোমায় উৎপীড়ন ও সন্ত্রাস থেকে তুমি থাকবে নিরাপদ।


তিনি যদি নিষ্ক্রিয় থাকেন তবে কে তাঁকে দোষ দিতে পারে? তিনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে ব্যক্তি তথা সমস্ত জাতি অসহায় হয়ে পড়ে।


ওরা স্বপ্নের মতই অলীক, জেগে ওঠার পর লোকে ওদের অপচ্ছায়ার মতই তুচ্ছ করে।


অব্রামের নিরানব্বই বছর বয়সে প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকে জীবন যাপন কর এবং পূর্ণতা লাভ কর।


তিনিই ভয়াবহ মৃত্যুর হাত থেকে আমাদের উদ্ধার করেছেন এবং এখনও করে চলেছেন। তাঁর উপর আমাদের ভরসা আছে যে তিনি ভবিষ্যতেও আমাদের উদ্ধার করবেন।


প্রভু পরমেশ্বরই তাদের রক্ষক ও সহায় দুষ্টদের কবল থেকে তিনিই তাদের করেন রক্ষা ও উদ্ধার, কারণ তারা তাঁরই শরণাগত।


এদের কাছে আমি তোমাকে ব্রোঞ্জের সুদৃঢ় প্রাচীরের মত করব। তারা যুদ্ধ করবে তোমার বিরুদ্ধে কিন্তু তোমাকে পরাজিত করতে পারবে না। তোমাকে রক্ষা করার জন্য এবং তোমার নিরাপত্তার জন্য আমি তোমার সঙ্গে থাকব।


দুর্জন ও হিংসাপরায়ণ লোকদের হাত থেকে আমি তোমাকে উদ্ধার করব। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


নেবুকাডনেজার তখন অগ্নিকুণ্ডের প্রবেশপথের কাছে গিয়ে ডাকলেন, পরমেশ্বরের সেবক শদ্রক, মৈশক ও অবেদনগো, বেরিয়ে এস। সঙ্গে সঙ্গে তাঁরা বেরিয়ে এলেন।


অগত্যা রাজা দানিয়েলকে গ্রেপ্তার করে সিংহের খাদে ফেলে দেবার আদেশ মঞ্জুর করলেন। দানিয়েলকে এনে সিংহের খাদে ফেলে দেওয়া হল। দানিয়েলকে তিনি বললেন, আপনি যে ঈশ্বরের বিশ্বস্ত ভক্ত তিনিই আপনাকে রক্ষা করুন।


রাজা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। দানিয়েলকে খাদ থেকে তুলে আনতে আদেশ দিলেন। তাঁকে তুলে আনা হল। দেখা গেল তাঁর কেন রকম ক্ষতি হয়নি। তাঁর গায়ে একটা আঁচড়ও লাগেনি। কারণ তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে নির্ভর করেছিলেন।


কিন্তু আমি প্রভু পরমেশ্বরের দিকেই দৃষ্টি নিবদ্ধ রাখব, আমার পরিত্রাতা ঈশ্বরের অপেক্ষায় থাকব, আমার আরাধ্য ঈশ্বর শুনবেন আমার নিবেদন।


ধার্মিকদের উদ্ধার করেন প্রভু, সঙ্কটকালে তিনিই তাদের আশ্রয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন