Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 3:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সম্রাট নেবুকাডনেজারের আদেশে একটি সোনার মূর্তি গড়া হল। মূর্তিটি উচ্চতায় ষাট হাত, চওড়ায় ছয় হাত। রাজা মূর্তিটিকে ব্যাবিলন প্রদেশের দূরে সমভূমিতে স্থাপন করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 বাদশাহ্‌ বখতে-নাসার একটি সোনার মূর্তি তৈরি করলেন, তা উচ্চতায় ষাট হাত ও চওড়ায় ছয় হাত, তা তিনি ব্যাবিলন প্রদেশের দূরা উপত্যকায় স্থাপন করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 রাজা নেবুখাদনেজার 27 মিটার উঁচু এবং 2.7 মিটার চওড়া একটি সোনার মূর্তি তৈরি করলেন এবং ব্যাবিলন প্রদেশের দূরা সমভূমিতে স্থাপন করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 রাজা নবূখদ্‌নিৎসর এক স্বর্ণময় প্রতিমা নির্ম্মাণ করিলেন, তাহা ষষ্টি হস্ত উচ্চ ও ছয় হস্ত স্থূল, তাহা তিনি বাবিল প্রদেশের দূরা সমস্থলীতে স্থাপন করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 রাজা নবূখদ্‌নিৎ‌সর একটি সোনার মূর্ত্তি তৈরী করলেন। মূর্ত্তিটি ছিল 60 হাত উঁচু এবং 6 হাত চওড়া। তারপর তিনি সেই মূর্ত্তিটি বাবিল প্রদেশে দূরা সমতলের ওপর স্থাপন করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 রাজা নবূখদনিৎসর ষাট হাত উঁচু ও ছয় হাত চওড়া একটা সোনার মূর্ত্তি তৈরী করলেন। তিনি সেটিকে ব্যাবিলন দেশের দূরা সমভূমিতে রাখলেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 3:1
29 ক্রস রেফারেন্স  

তার সর্বনাশ অনিবার্য, যে কাষ্ঠখণ্ডকে সম্বোধন করে বলে, ‘তুমি জাগ্রত হও’, মূক পাষাণ মূর্তিকে বলে, ‘ওঠ’। এই প্রতিমা কি প্রকাশ করতে পারে পরম জ্ঞান? সোনা-রূপোয় মোড়া হলেও প্রাণবায়ু নেই তার মধ্যে।


কোন মানুষ কি তার আরাধ্য ঈশ্বরকে এভাবে গড়ে নিতে পারে? না, পারে না। যদি তা করে, তাহলে সেগুলি প্রকৃত ঈশ্বর হতে পারে না।


লোকে টাকার থলি খুলে স্বর্ণমুদ্রা ঢালে, ওজন করে রৌপ্য তুলাদণ্ডে। নিয়োগ করে এক স্বর্ণকারকে দেবপ্রতিমা গড়ার কাজে তারপর তারা নতজানু হয়ে আরাধনা করে সেই দেবপ্রতিমার!


তারা নৃপতিবরণ করেছে কিন্তু আমার ইচ্ছায় নয়, আমার অজ্ঞাতসারে তারা নিয়োগ করেছে শাসকবৃন্দ। তাদের ধ্বংসের জন্যই তারা নিজেদের জন্য সোনার পাত দিয়ে তৈরী করেছে প্রতিমা।


আপনারা দেখতেই পাচ্ছেন এবং শুনছেনও যে, শুধু ইফিসাসে নয়, প্রায় সারা এশিয়া জুড়ে এই পৌল প্রচার করে বেড়াচ্ছে, বলছে, মানুষের হাতে গড়া দেবতা কোন মতেই দেবতা নয়।’ এ কথায় বহুলোক বিশ্বাস করেছে এবং তার কথা মেনে নিয়েছে।


ঈশ্বরের সন্তান হয়ে আমরা কি করে ভাবতে পারি যে ঈশ্বর কোন শিল্পীর হাতে গড়া সোনা রূপা বা পাথরের মূর্তি?


সেইদিন তারা তাদের হাতে গড়া স্বর্ণ ও রৌপ্য প্রতিমা ইঁদুর ও চামচিকার কাছে ছুড়ে ফেলে দেবে।


সোনা ও রূপো দিয়ে মানুষের হাতে গড়া অন্যান্য জাতির প্রতিমা,


এইসব কথা ভেবে যারবিয়াম সোনার দুটি বাছুর তৈরী করালেন এবং তাঁর প্রজাদের বললেন, জেরুশালেমে উপাসনা করতে যাওয়া তোমাদের পক্ষে কষ্টসাধ্য। তাই হে ইসরায়েল, এই দেখ তোমাদের দেবতাদ্বয়। এঁরাই তোমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছিলেন।


বরং আপনি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে চরম ঔদ্ধত্য প্রকাশ করেছেন। স্পর্ধাভরে তাঁর মন্দির থেকে তুলে আনা পাত্রসামগ্রী এখানে আনিয়েছেন। আবার সেগুলিতে আপনি, আপনার অমাত্যবর্গ ও পত্নী-উপপত্নীসহ সুরাপান করেছেন। আর সেই সঙ্গে করেছেন সেই সব দেবতার বন্দনা যারা সোনা, রূপো, পিতল, লোহা, কাঠ, পাথরে তৈরী। না আছে তাদের কিছু দেখার ক্ষমতা, না পায় তারা কিছু শুনতে আর না আছে তাদের কিছু করার ক্ষমত। কিন্তু আপনার জীবনমৃত্যু যাঁর হাতে, যাঁর অনুমোদন ছাড়া আপনি কিছুই করতে পারেন না, সেই প্রভু পরমেশ্বরকে আপনি তাঁর যোগ্য মর্যাদা দেননি।


দানিয়েলকে রাজা উচ্চপদে প্রতিষ্ঠিত করলেন, মূল্যবান উপহার দিয়ে পুরস্কৃত করলেন এবং তাঁর হাতে তুলে দিলেন ব্যাবিলন প্রদেশের কর্তৃত্বভার। রাজ উপদেষ্টাদের প্রধান হিসাবে তিনি তাঁকে নিযুক্ত করলেন।


স্পেনের রজতখণ্ডে আবৃত তাদের প্রতিমা, উফস্ থেকে আনীত সুবর্ণে সজ্জিত, শিল্পীর হাতে গড়া শিল্পশোভা। সুসজ্জিত বেগুনী আর রক্তিম বসনে কুশলী তন্তুবায়ের সুরম্য রচনা।


তখন তোমরা তোমাদের ক্ষোদিত রৌপ্যমণ্ডিত ও ছাঁচে ঢালা স্বর্ণপ্রতিমা আবর্জনার মত ছুঁড়ে ফেলবে, বলবে, ‘আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও!’


তাদের দেবতাদের খোদাই করা প্রতিমূর্তিগুলি তোমরা আগুনে পোড়াবে। যে সোনা বা রূপো সেগুলির সঙ্গে থাকবে তার প্রতি তোমরা লোভ করবে না এবং সেগুলি গ্রহণ পর্যন্ত করবে না। অন্যথায় সেগুলিই হবে তোমাদের পতনের কারণ, কেননা এগুলি প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ।


মোশি প্রভু পরমেশ্বরের কাছে ফিরে গিয়ে বললেন, এই লোকেরা মহাপাপ করেছে। তারা সোনার বিগ্রহ তৈরী করেছে।


তোমরা এখন দেখলে যে অন্তরীক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে কথা বললাম। তোমরা আমার প্রতিদ্বন্দ্বী ঈশ্বররূপে সোনা বা রূপোর কোন দেবমূর্তি তৈরী করবে না।


এই সমস্ত আঘাতে যাদের মৃত্যু হল না, মানবজাতির অবশিষ্ট সেই মানুষেরা কিন্তু তাদের আচরণের কোন পরিবর্তন করল না। অপদেবতা কিম্বা সোনা-রূপো-পিতল, পাথর ও কাঠের তৈরী অন্ধ, বধির, অচল, অক্ষম প্রতিমা পূজা থেকে তারা নিবৃত্ত হল না।


শদ্রক, মৈশক ও অবেদনগোকে রাজা ব্যাবিলন প্রদেশের আরও উঁচু পদে নিযুক্ত করলেন।


পারস্য দেশের সম্রাট অহশ্বেরশের রাজধানী ছিল শুশন।


তাঁদের নিয়ে আসা হলে রাজা তাঁদের বললেন, শদ্রক, মৈশক ও অবেদনগো, এ কথা কি সত্য যে তোমরা স্থির করেছ তোমরা আমার দেবতাদের ও আমার স্থাপিত মূর্তির পূজা তোমরা করবে না?


তাঁরা পান করছেন আর তার সঙ্গে করছেন দেবতাদের গুণগান—সোনা, রূপো, পাথর দিয়ে গড়া সেই সব দেবতা।


সে জানে না যে আমিই তাকে দিয়েছি শস্য, দ্রাক্ষারস ও তেল, তার সোনা-রুপোর ভাণ্ডার আমিই করেছি সমৃদ্ধ, কিন্তু সেসব দিয়ে সে বেলদেবের সেবা করেছে।


দানিয়েলের পরামর্শে রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে ব্যাবিলন প্রদেশের বিভিন্ন বিভাগের কর্তা হিসাবে নিযুক্ত করলেন। কিন্তু দানিয়েলের স্থান হল একেবারে রাজ সভাতেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন