Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 2:40 - পবিএ বাইবেল CL Bible (BSI)

40 এরপর চতুর্থ সাম্রাজ্য। এ সাম্রাজ্য হবে লোহার মত কঠিন। লোহা যেমন সব কিছু ভেঙ্গে চূরমার করে দেয় তেমনি এই সাম্রাজ্যও ঐ সমস্ত সাম্রাজ্যকে গুঁড়িয়ে ফেলবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

40 আর চতুর্থ রাজ্য লোহার মত দৃঢ় হবে; কারণ লোহা যেমন সমস্ত কিছু ভেঙ্গে চুরমার করে তেমনি সেই রাজ্য অন্য সমস্ত রাজ্যকে ভেঙ্গে চুরমার করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

40 অবশেষে, চতুর্থ এক রাজ্য আসবে তা হবে লোহার মতো কঠিন। লোহা যেমন সমস্ত কিছু চূর্ণ করে ও পিষে ফেলে তেমনই এই রাজ্যও আগের সব রাজ্যগুলিকে চূর্ণ করবে ও পিষে ফেলবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

40 আর চতুর্থ রাজ্য লৌহবৎ দৃঢ় হইবে; কারণ লৌহ যেমন সমস্ত দ্রব্য চূর্ণ করে ও পাড়িয়া ফেলে, লৌহ যেমন এই সকল চূর্ণ করে, তদ্রূপ সেই রাজ্য সকলই ভাঙ্গিয়া চূর্ণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 চতুর্থ রাজ্য লৌহবৎ দৃঢ় হবে। চতুর্থ রাজ্যটি অন্য আর সমস্ত রাজ্যের ধ্বংসের কারণ হবে যেমন লোহা সব কিছু টুকরো টুকরো করে ভেঙে দেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

40 চতুর্থ একটা রাজ্য, যা লোহার মত শক্ত হবে, কারণ যেমন লোহা সমস্ত কিছু ভেঙে চূর্ণবিচূর্ণ এবং ধ্বংস করে, তেমনি এটিও সমস্ত কিছুকে ধ্বংস করবে এবং তাদের চূর্ণবিচূর্ণ করবে।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 2:40
12 ক্রস রেফারেন্স  

আমি চেয়ে আছি। দেখলাম, চতুর্থ এক জন্তু। সাংঘাতিক তার দৈহিক শক্তি, বিকট, বীভৎস তার চেহারা। লোহার মত শক্ত বিরাট রাক্ষুসে দাঁত দিয়ে সে তার শিকারকে চিবিয়ে গুঁড়িয়ে ফেলছিল আর বাকী অংশ পা দিয়ে দলে পিষে ফেলছিল। এই জন্তুটি আগেকার জন্তুগুলির মত নয়। এর মাথায় আবার দশটি শিং।


ওকে যদি এভাবে ছেড়ে দেওয়া যায় তাহলে সমস্ত লোক ওকে বিশ্বাস করবে। তখন রোমীয়েরা এসে আমাদের পবিত্র মন্দির ও আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে।


প্রভু বলছেনঃ দামাস্‌কাসের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। লোহার মুষলে তারা পিষ্ট করেছে গিলিয়দ,


এই কাল পূর্ণ হলে পর ঈশ্বরের মনোনীত সেই নেতাকে অন্যায়ভাবে বধ করা হবে। এক শক্তিশালী শাসকের সৈন্যবাহিনীর আক্রমণে নগর, মন্দির সব আকস্মাৎ ধূলিসাৎ হয়ে যাবে। প্রবল বন্যার মত অন্তিমকাল ঘনিয়ে আসবে। সঙ্গে নিয়ে আসবে যুদ্ধ ও প্রলয় তাণ্ডব। এ সবই ঈশ্বর নিরূপিত।


দিন দিন তার ক্ষমতা বেড়ে উঠবে, যদিও তার নিজ শক্তিতে নয়। সব কিছু ছারখার করে দেবে সে। সে যা কছু করবে সবেতেই হবে সফল। ক্ষমতাশালী লোকদের অনেককে সে নিপাত করবে, এমন কি ঈশ্বরের প্রজাদেরও।


পা দুটি লোহার আর পায়ের পাতা লোহা আর মাটি মিশিয়ে তৈরী করা হয়েছে।


(লোহা কেউ ভাঙ্গতে পারে না। বিশেষ করে উত্তর দেশের ব্রোঞ্জ মেশানো লোহা ভাঙ্গার ক্ষমতা কারও নেই)।


কারণ তিনি আমাকে জর্জরিত করার জন্য ঝড় পাঠান, অকারণেই আমাকে করেন ক্ষত-বিক্ষত।


আপনার পরে আসবে আরেকটি সাম্রাজ্য। তবে এত উন্নত নয়। তারপর আসবে আরেকটি। এটি সেই পিতলের অংশ। জগৎব্যাপী হবে তার আদিপত্য।


আপনি দেখেছেন, পায়ের পাতা ও আঙ্গুলগুলি লোহা ও মাটির সংমিশ্রণে তৈরী। এর অর্থ হলঃ এই সাম্রাজ্যও দুই রকম অবস্থার সংমিশ্রণ। লোহার কাঠিন্য কিছুটা তার মধ্যে থাকবে। কারণ লোহার সঙ্গে মাটি মিশান ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন