Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 2:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 সেই রাতেই একটি দর্শনে দানিয়েলের কাছে রাজার স্বপ্নের রহস্য উদ্ঘাটিত হল। তিনি ভগবৎ-প্রশংসায় মুখর হয়ে প্রার্থনা করলেনঃ

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 তখন রাত্রিকালীন দর্শনে দানিয়ালের কাছে ঐ নিগূঢ় বিষয় প্রকাশিত হল; তখন দানিয়াল বেহেশতের আল্লাহ্‌কে শুকরিয়া জানালেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 সেরাতেই স্বপ্নের রহস্য দানিয়েলের কাছে এক দর্শনের মাধ্যমে প্রকাশ পেল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরের প্রশংসা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ঐ নিগূঢ় বিষয় প্রকাশিত হইল; তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 রাত্রি বেলা এক দর্শনে ঈশ্বর সেই নিগূঢ় বিষয় দানিয়েলের কাছে প্রকাশ করলেন। তখন দানিয়েল ঈশ্বরকে তাঁর দয়ার জন্য ধন্যবাদ দিয়ে তাঁর গুণগান করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 সেই রাতে একটা দর্শনের মাধ্যমে সেই গুপ্ত বিষয়টি দানিয়েলের কাছে প্রকাশিত হল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 2:19
16 ক্রস রেফারেন্স  

তখন প্রভু পরমেশ্বর বললেন, শোন তোমরা, তোমাদের মধ্যে যে নবী, তার কাছে দিব্য দর্শনের মাধ্যমে আমি প্রভু পরমেশ্বর নিজেকে ব্যক্ত করি। স্বপ্নে তার সঙ্গে আমি কথা বলি।


জগদীশ্বর প্রভু তাঁর দাস নবীদের কাছে তাঁর গূঢ় অভিপ্রায় ব্যক্ত না করে কিছুই করেন না।


আমি চেয়ে আছি। দেখলাম, চতুর্থ এক জন্তু। সাংঘাতিক তার দৈহিক শক্তি, বিকট, বীভৎস তার চেহারা। লোহার মত শক্ত বিরাট রাক্ষুসে দাঁত দিয়ে সে তার শিকারকে চিবিয়ে গুঁড়িয়ে ফেলছিল আর বাকী অংশ পা দিয়ে দলে পিষে ফেলছিল। এই জন্তুটি আগেকার জন্তুগুলির মত নয়। এর মাথায় আবার দশটি শিং।


যারা তাঁর ইচ্ছা পালন করে তারাই তাঁর অন্তরঙ্গ, তাদেরই সঙ্গে স্থাপন করবেন তিনি তাঁর সেই সন্ধিচুক্তি।


ঈশ্বর এই চার তরুণকে সাহিত্য ও দর্শনশাস্ত্রে ব্যুৎপত্তি দান করলেন। আর দানিয়েলকে তিনি আর একটি বিশেষ ক্ষমতা দান করলেন—স্বপ্ন ও দিব্যদর্শন ব্যাখ্যা করার ক্ষমতা।


সকলে যখন সুখনিদ্রায় মগ্ন, দুঃস্বপ্ন হয়ে সেই স্বর আমার ঘুমের ব্যাঘাত ঘটাল,


প্রধান রাজ-উপদেষ্টা বেল্টশৎসর, আমি জানি ঈশ্বরের আত্মা আপনার অন্তরে অধিষ্ঠান করেন। কোন রহস্যের তত্ত্ব উদ্ঘাটন আপনার অসাদ্য নয়। আমার স্বপ্নের অর্থ বুঝিয়ে দিন। স্বপ্নটি এই:


রহস্যাবৃত গভীর তত্ত্ব তিনিই ব্যক্ত করেন,আঁধারের বুকে গোপনে যা আছে,সবই তাঁর জানা,মহিমাময় জ্যোতি সমাবৃত তিনি।


ইসরায়েলীরা সে কথা শুনে সন্তুষ্ট হয়ে ঈশ্বরের মহিমা কীর্তন করল এবং রূবেণ ও গাদ গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের দেশ ধ্বংস করার সঙ্কল্প ত্যাগ করল।


আদেশ হল, গুঁড়িটি যেমন আছে তেমনি থাক। এর অর্থ: আপনি যখন স্বীকার করবেন ঈশ্বরই জগতের প্রকৃত অধিপতি, তখনই আপনি আবার ফিরে পাবেন আপনার রাজত্ব।


স্বপ্নটির সারমর্ম এই: প্রচণ্ড তুফান বইছে। চারদিক থেকে ঝড়ো হাওয়া এসে সমুদ্রের জল তোলপাড় করছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন