Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 10:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আমাকে একা ফেলে তারা চলে গিয়েছিল। ফলে আমি একাই সেই আশ্চর্য দৃশ্য প্রত্যক্ষ করলাম এবং ভয়ে অত্যন্ত বিহ্বল হয়ে পড়লাম। নিস্তেজ হয়ে পড়ল আমার শরীর। মুখের ভাব বিবর্ণ হয়ে এমন বদলে গেল যে সেই সময় আমাকে দেখলে কেউ চিনতে পারত না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 এজন্য আমি একা থেকে সেই মহৎ দর্শন দেখতে লাগলাম, তখন আমার কোন শক্তি রইলো না; আমার মুখ মরার মত ফ্যাকাশে হয়ে গেল, আমি কিছুমাত্র বল রক্ষা করতে পারলাম না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তাই আমি একাই রইলাম এবং এই মহা দর্শনের দিকে তাকিয়ে রইলাম; আমার কোনো শক্তি বাকি রইল না, আমার মুখমণ্ডল মৃতের মতো বিবর্ণ হয়ে উঠল এবং আমি অসহায় হয়ে পড়লাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 এই জন্য আমি একা থাকিয়া সেই মহৎ দর্শন প্রাপ্ত হইলাম, আর আমাতে বল রহিল না; আমার তেজ ক্ষয়ে পরিণত হইল, আমি কিছুমাত্র বল রক্ষা করিতে পারিলাম না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তাই আমি একাই ঐ স্বপ্নদর্শন করেছিলাম। আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। আমার মুখ মৃত মানুষের মুখের মত সাদা হয়ে গিয়েছিল এবং আমি অসহায় হয়ে পড়েছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তাই আমি একাই ছিলাম এবং সেই মহৎ দর্শন দেখলাম। আমার মধ্যে কোন শক্তি থাকল না, আমার দীপ্তিপূর্ণ চেহারা ভয়ের সঙ্গে পরিবর্তন হয়ে গেল এবং আমার মধ্যে কোন শক্তি অবশিষ্ট থাকল না।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 10:8
15 ক্রস রেফারেন্স  

এখানেই বৃত্তান্তের শেষ। ভাবনায় আমি বিহ্বল হয়ে পড়লাম। বিবর্ণ হয়ে গেল আমার মুখ। আমি কিন্তু এসব কথা কারও কাছে প্রকাশ করি নি।


সেই শব্দে আমি শিহরিত হলাম, কম্পিত হল আমার ওষ্ঠাধর, অবশ হল আমার সমস্ত দেহ, পা দুখানিও শিথিল হয়ে গেল। তবু আমি থাকব সেদিনের প্রতীক্ষায়, যেদিন আমার আক্রমণকারীদের উপর নেমে আসবে ঈশ্বরের ক্রোধ ও অভিশাপের দণ্ড।


বেশ কিছুদিন আমি মানসিক অবসাদে ভুগলাম, অসুস্থ হয়ে পড়লাম। তারপরে শয্যা ছেড়ে উঠে রাজকার্যে মনোনিবেশ করলাম। কিন্তু দর্শনটি আমাকে একেবারে বিভ্রান্ত করে দিয়েছিল। সব কিছুই হেঁয়ালি হয়ে রইল।


তাঁকে দেখামাত্র আমি তাঁর চরণপ্রান্তে মৃতবৎ পতিত হলাম। তিনি দক্ষিণ হস্ত প্রসারিত করে আমাকে স্পর্শ করলেন, বললেন,


তাঁরা এত ভয় পেয়েছিলেন যে বুঝতে পারেননি কি বলা উচিত।


এই কথা শুনে শিষ্যেরা ভয়ে অভিভূত হয়ে মাটির উপর উপুড় হয়ে পড়ে গেলেন।


এই পরমাশ্চর্য দিব্যদর্শনের জন্য আমি যাতে অতিমাত্রায় অহঙ্কার না করি তাই আমার দেহে একটি কাঁটা বেঁধান হয়েছে। শয়তানের দূতের মতই তা আমাকে যন্ত্রণা দেয় যেন আমি মাত্রা ছাড়িয়ে না যাই।


দেখলাম, ছাগটি ক্রোধে উন্মত্ত হয়ে মেষটির দিকে তেড়ে গিয়ে এক ধাক্কায় তার শিং দুটি ভেঙ্গে দিল। ছাগটিকে প্রতিরোধ করার মত কোন ক্ষমতাই তার আর ছিল না। মেষটিকে মাটিতে ফেলে ছাগটি তাকে পা দিয়ে দলতে লাগল। মেষটিকে ছাগের হাত থেকে রক্ষা করার মত ক্ষমতা কারও ছিল না।


যাকোব পনুয়েল ছড়ে চলে যাওয়ার পর সূর্যোদয় হল। আহত উরুর জন্য তিনি খুঁড়িয়ে চলতে লাগলেন।


ঝোপটি কেন পুড়ছে না, পরম বিস্ময়কর এই দৃশ্য কাছে গিয়ে দেখার সঙ্কল্প করলেন মোশি।


তখন মানবরূপী সেই দূত হাত বাড়িয়ে আমার ঠোঁট দুটি স্পর্শ করলেন। আমার বাক্‌শক্তি ফিরে এল। আমি বললাম, প্রভু, দর্শনটি দেখে আমি কাতর হয়ে এত ভেঙ্গে পড়েছি যে অত্যন্ত দুর্বল বোধ করছি।


প্রভু, আপনার কাছে আমি সামান্য ক্রীতদাসের মত। আপনার সঙ্গে কথাবার্তা বলি এমন সাহস বা ক্ষমতা আমার নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন