Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 10:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20-21 তিনি বললেন, জান কেন আমি তোমার কাছে এসেছি? শাস্ত্রে লেখা পরম সত্যের কথা আমি তোমাকে জানাতে এসেছি। এবার আমাকে ফিরে গিয়ে পারস্যের অধিরক্ষক দূতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে। তারপর গ্রীসের রক্ষক দূতের আবির্ভাব হবে। আমাকে সাহায্য করার জন্য ইসরায়েলের অধিরক্ষক দূত মীখায়েল ছাড়া আর কেউ নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তখন তিনি বললেন, আমি কি জন্য তোমার কাছে এসেছি, তা কি জান? এখন আমি পারস্যের শাসনকর্তার সঙ্গে যুদ্ধ করতে ফিরে যাব; আর দেখ, আমি চলে গেলে গ্রীসের শাসনকর্তা আসবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 তখন তিনি বললেন, “তুমি কি জানো যে কেন আমি তোমার কাছে এসেছি? শীঘ্রই আমি পারস্য সাম্রাজ্যের অধিপতির বিরুদ্ধে যুদ্ধ করতে ফিরে যাব এবং যখন আমি যাব, গ্রীসের অধিপতিও আসবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তখন তিনি কহিলেন, আমি কি জন্য তোমার কাছে আসিয়াছি, তাহা কি জান? এখন আমি পারস্যের অধ্যক্ষের সহিত যুদ্ধ করিতে ফিরিয়া যাইব; আর দেখ, আমি চলিয়া গেলে যবনের অধ্যক্ষ আসিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 তখন তিনি বললেন, “দানিয়েল, তুমি কি জানো কেন আমি তোমার কাছে এসেছি? খুব শীঘ্রই আমি পারস্যের যুবরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে ফিরে যাব। যখন আমি যাব তখন যবনের যুবরাজ আসবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তিনি বললেন, “তুমি কি জান কেন আমি তোমার কাছে এসেছি? আমি এখন পারস্যের রাজার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য ফিরে যাচ্ছি। যখন আমি যাব তখন গ্রীসের শাসনকর্তাও আসবেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 10:20
8 ক্রস রেফারেন্স  

ছাগটি গ্রীক সাম্রাজ্যের প্রতীক। তার কপালের মাঝখানে যে বিরাট শিংটি দেখা যাচ্ছিল সেটি প্রথম রাজার প্রতীক।


পারস্য সাম্রাজ্যের অধিরক্ষক দূত একুশ দিন ধরে আমাকে বাধা দিয়েছিলেন। তখন প্রধান দূতদের অন্যতম মীখায়েল এলেন আমাকে সাহায্য করতে কারণ পারস্যে আমি একা পড়ে গিয়েছিলাম।


আর সেই মুহূর্তে প্রভুর এক দূত হেরোদের উপর আঘাত হানলেন কারণ হেরোদ ঈশ্বরের প্রাপ্য গৌরব আত্মসাৎ করেছিলেন। এর ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। কীটদষ্ট হয়ে তিনি মারা গেলেন।


আমি চেয়ে দেখছি। আরেকটি জন্তু দেখলাম। সেটি চিতাবাঘের মত দেখতে। কিন্তু তার পিঠে পাখির ডানার মত চারটি ডানা। এর আবার চারটি মাথা। হাবভাবে বেশ কর্তৃত্বের ছাপ।


প্রভু পরমেশ্বরের এক দূত আসিরীয়দের শিবিরে গিয়ে 185,000 সৈন্যকে হত্যা করলেন। পরের দিন ভোরবেলায় দেখা গেল, তারা সকলে মরে পড়ে আছে!


তখন স্থানীয় লোকেরা নির্মাণের কাজ থেকে ইহুদীদের বিরত ও নিরুৎসাহ করার জন্য তাদের ভয় দেখাতে লাগল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন