Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 10:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তিনি আমাকে বললেন, দানিয়েল, তুমি ঈশ্বরের প্রিয়পাত্র। উঠে দাঁড়াও। আমার কথা মন দিয়ে শোন। আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। এই কথা শুনে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 পরে তিনি আমাকে বললেন, হে মহা প্রীতিপাত্র দানিয়াল, আমি তোমাকে যেসব কথা বলবো, সেসব বুঝে নাও এবং উঠে দাঁড়াও, কেননা আমি এখন তোমারই কাছে প্রেরিত হলাম। তিনি আমাকে এই কথা বললে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তিনি আমাকে বললেন, “দানিয়েল, তুমি ঈশ্বরের প্রিয়পাত্র, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা মনোযোগ দিয়ে শোনো এবং উঠে দাঁড়াও, কারণ আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে।” যখন তিনি আমাকে এই কথা বললেন, তখন আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 পরে তিনি আমাকে কহিলেন, হে মহাপ্রীতি-পাত্র দানিয়েল, আমি তোমাকে যে যে কথা বলিব, সে সকল বুঝিয়া লও, এবং উঠিয়া দাঁড়াও, কেননা আমি এখন তোমারই কাছে প্রেরিত হইলাম। তিনি আমাকে এই কথা কহিলে আমি কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 স্বপ্নদর্শনে মানুষটি আমাকে বলে উঠলেন, “দানিয়েল, তোমাকে ঈশ্বর খুব ভালবাসেন। যে কথাগুলি আমি তোমাকে বলব সেগুলি নিয়ে গভীর ভাবে চিন্তা করবে এবং বুঝে নেবে। উঠে দাঁড়াও, আমাকে এই জন্যই তোমার কাছে পাঠানো হয়েছে।” এবং যখন সে এই কথাগুলি বললেন, আমি উঠে দাঁড়ালাম। যদিও তখন আমি ভয়ে কাঁপছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 সেই স্বর্গদূত আমাকে বললেন, “দানিয়েল, সেই মানুষ যাকে খুবই ভালবাসা হয়েছে, আমি তোমাকে যে কথা বলছি তা বোঝো। তুমি উঠে দাঁড়াও, কারণ আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে।” যখন তিনি আমাকে এই কথা বললেন, তখন আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 10:11
15 ক্রস রেফারেন্স  

ওঠ, উঠে দাঁড়াও। তেআমাকে আমার দাস ও সাক্ষীরূপে নিযুক্ত করার উদ্দেশ্যে আমি তোমার সামনে আবির্ভূত হয়েছি। আজ যে তুমি আমাকে দেখেছ এবং ভবিষ্যতে যেভাবে আমি তেআমাকে দেখা দেব —সব কিছুর সাক্ষী তোমাকে হতে হবে।


বিস্ময়ে ভয়ে তাঁরা সমাধিগুহা থেকে দৌড়ে পালিয়ে গেলেন। তাঁরা এত ভয় পেয়েছিলেন যে কাউকে একথা বললেন না।


ঈশ্বরের এই বিভূতিদর্শন আমি সসম্ভ্রমে সাষ্টাঙ্গে প্রণত হলাম। শুনলাম গুরুগম্ভীর কন্ঠস্বর: মর্ত্যমানব, উঠে দাঁড়াও। মন দিয়ে আমার কথা শোন।


এখন ওঠ, নগরে যাও। সেখানে তোমাকে বলে দেওয়া হবে, কি তোমাকে করতে হবে।


পিতর পিছন ফিরে দেখলেন যীশুর সেই প্রিয় শিষ্য তাঁদের অনুসরণ করছেন। ইনিই সেই শেষভোজের দিনে যীশুর গায়ে হেলান দিয়ে বসেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, ‘কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে প্রভু?’


শিষ্যদের মধ্যে যীশু যাঁকে খুব ভালবাসতেন তিনি যীশুর কোন ঘেঁষে বসেছিলেন।


তিনি বললেন, তুমি ঈশ্বরের প্রিয়পাত্র! মনে সাহস আনো। দুশ্চিন্তা দূর কর। শান্ত হও। বিচলিত হয়ো না। এই কথা শুনে আমি মনে বল পেয়ে বললাম, প্রভু, এবার বলুন। আপনি আমাকে অনেকটা সবল করে তুলেছেন।


সেই তিন সপ্তাহ পূর্ণ না হওয়া পর্যন্ত আমার খাওয়া দাওয়া ছিল নিতান্ত সাধারণ ও সম্পূর্ণ নিরামিষ। তখন আমি সুরাও মু্খে তুলিনি। মাথায় তেল পর্যন্ত ছোঁওয়াইনি।


তোমার রূপলাবণ্যে মুগ্ধ হবেন রাজা, তিনিই তোমার স্বামী, অনুগত হও তাঁর।


ঝড়ের আগমনে আমার হৃদয়েও আলোড়ন জাগে, বক্ষঃপিঞ্জরে শুরু হয় দারুণ হৃৎকম্প।


আমি যে আমার প্রিয়তমের, আমি তাঁর কামনার ধন।


যদি সেখানে নোহ, দানেল আর ইয়োব থাকে, তাহলে তারা তিনজনই শুধু তাদের বিশ্বস্ততার গুণে বাঁচবে।–এই কথা বলেন সর্বাধিপতি প্রভু।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন