Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 1:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 পারস্য সম্রাট কোরস যখন ব্যাবিলনকে পদানত করেন সেই সময় পর্যন্ত দানিয়েল রাজসভা অলঙ্কৃত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 দানিয়াল বাদশাহ্‌ কাইরাসের প্রথম বছর পর্যন্ত কাজে বহাল থাকলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 এবং দানিয়েল রাজা কোরসের রাজত্বের প্রথম বছর পর্যন্ত রাজসভায় ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 দানিয়েল কোরস রাজার প্রথম বৎসর পর্য্যন্ত থাকিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 তাই দানিয়েল কোরস রাজার রাজত্বের প্রথম বছর পর্যন্ত রাজভৃত্য হয়ে রইলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 রাজা কোরসের প্রথম বছর পর্যন্ত দানিয়েল সেখানে থাকলেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 1:21
4 ক্রস রেফারেন্স  

রাজা দারাউস ও তাঁর পরবর্তী পারস্যরাজ সাইরাসের রাজত্বের শেষদিন পর্যন্ত দানিয়েলের শ্রী ও সমৃদ্ধি অক্ষুণ্ণ ছিল।


(পারস্যরাজ সাইরাসের রাজত্বের তখন তৃতীয় বছর চলছে। সেই সময় দানিয়েলের কাছে একটি বার্তা প্রকাশিত হয়। দানিয়েল বেল্টশৎসর নামেও পরিচিত ছিলেন। বার্তাটির মধ্যে সত্য নিহিত ছিল, কিন্তু সেই সত্য ছিল বোধের অগম্য। একটি দর্শনের সাহায্যে সেই বার্তা তাঁকে বুঝিয়ে দেওয়া হয়।)


পারস্য সম্রাট সাইরাস খ্রীষ্টপূর্ব 539 সালে ব্যাবিলন নগরী অধিকার করেন এবং ব্যাবিলন রাজ্যের সম্রাটরূপে অধিষ্ঠিত হন। তাঁর রাজত্বের প্রথম বৎসরে যিরমিয়ের মাধ্যমে ঘোষিত প্রভু পরমেশ্বরের বাণী পূর্ণতা লাভ করল। প্রভু পরমেশ্বরের অনুপ্রেরণায় সম্রাট সাইরাসের এই আদেশনামাটি নিজ সাম্রাজ্যের সর্বত্র ঘোষণা করার জন্য লিখিতভাবে প্রেরণ করলেন।


স্বর্গের ঈশ্বর, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর সমগ্র পৃথিবীর উপর আমাকে শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং যিহুদীয়াদেশের জেরুশালেমে তাঁর এক মন্দির নির্মাণের দায়িত্ব অর্পণ করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন