দানিয়েল 1:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)13 তারপর যে তরুণেরা রাজ সভাসদদের জন্য নির্দিষ্ট খাদ্য-পানীয় গ্রহণ করবে, তাদের চেহারার সঙ্গে আমাদের চেহারা মিলিয়ে দেখবেন। দেখে আপনি তখন যা ভাল বুঝবেন তাই করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে নিজের সম্মুখে আমাদের চেহারা এবং রাজকীয় ভক্ষ্যভোগী যুবকদের চেহারার পরীক্ষা হোক; পরে আপনি যেমন দেখবেন, সেই অনুসারে আপনার এই গোলামদের সঙ্গে ব্যবহার করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তারপর রাজপ্রাসাদের অন্য যুবকেরা, যারা রাজকীয় খাদ্য ও পানীয় গ্রহণ করবে, তাদের চেহারার সঙ্গে আমাদের মিলিয়ে দেখুন এবং সেই অনুসারে আপনার দাসদের প্রতি যথাযথ ব্যবস্থা নিন।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে আপনার সম্মুখে আমাদের কান্তির ও রাজকীয় ভক্ষ্যভোগী যুবকগণের কান্তির পরীক্ষা হউক; পরে আপনি যেমন দেখিবেন, তদনুসারে আপনার এই দাসদের সহিত ব্যবহার করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 দশ দিন পর যে সব যুবকরা রাজকীয় খাবার খাচ্ছে তাদের সঙ্গে আমাদের তুলনা করো। দেখ কাদের বেশী স্বাস্থ্যবান দেখায় এবং তারপর যেমন দেখবে তেমন ভাবে তোমার এই ভৃত্যদের সঙ্গে ব্যবহার করবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তখন আমাদের চেহারার সঙ্গে রাজার সুস্বাদু খাবার খাওয়া সেই সমস্ত যুবকদের চেহারার তুলনা করে দেখবেন এবং আপনি যেমন দেখবেন সেই অনুসারেই আমাদের, আপনার এই দাসদের সঙ্গে ব্যবহার করবেন।” অধ্যায় দেখুন |