Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 1:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তখন দানিয়েল ও তাঁর তিন বন্ধুর তত্ত্বাবধানের জন্য যে ব্যক্তিকে অস্পনস নিযুক্ত করেছিলেন, দানিয়েল তাঁর শরণাপন্ন হলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 পরে রাজপ্রাসাদের প্রধান কর্মচারী দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের উপরে যে প্রধান প্রহরীকে নিযুক্ত করেছিলেন, তাঁকে দানিয়াল বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 সেই সময় দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়কে দেখাশোনার দায়িত্ব কর্মচারীদের প্রধান যে প্রহরীকে দিয়েছিলেন, দানিয়েল তাকে বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 পরে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের উপরে যে গৃহাধ্যক্ষকে নিযুক্ত করিয়াছিলেন, তাঁহাকে দানিয়েল কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 এরপর দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের ওপর লক্ষ্য রাখার জন্য অস্পনস রক্ষী নিয়োগ করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তখন দানিয়েল দেখাশোনা করার লোকটী সঙ্গে কথা বললেন যাকে সেই রাজকর্মচারী দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের যত্ন নেবার জন্য নিযুক্ত করেছিলেন,

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 1:11
4 ক্রস রেফারেন্স  

কিন্তু অস্পনস রাজার আদেশ অমান্য করতে সাহস করলেন না। তিনি দানিয়েলকে বললেনঃ দেখুন, আপনার খাদ্যতালিকা রাজা নিজে ঠিক করে দিয়েছেন। আপনার স্বাস্থ্য যদি অন্য তরুণদের মত সুস্থ সবল না হয়, তবে রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবেন।


বললেনঃ অনুগ্রহ করে আমাদের দিন দশেকের জন্য পরীক্ষা করে দেখুন। আমাদের শুধু নিরামিষ খাদ্য ও পানের জন্য জল দেবেন।


এই দেখে তিনি রাজকীয় খাদ্য পানীয়ের পরিবর্তে তাঁদের নিরামিষ আহারেরই ব্যবস্থা করলেন।


এরপর তিনি বাড়ি ফিরে তাঁর বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়কে সব কথা বললেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন