Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 99:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 হে রাজন! তুমি সর্বশক্তিমান, ন্যায়নিষ্ঠ তুমি, তুমিই প্রতিষ্ঠিত করেছ ন্যায়নীতি, যাকোবকুলে তুমিই প্রবর্তন করেছ ন্যায়বিচার ও ধর্মশীলতা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 বাদশাহ্‌ শক্তিধর, তিনি বিচার ভালবাসেন; তুমি ন্যায়বিধি অটল করেছ, তুমি ইয়াকুবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন— তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ; তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতা প্রতিষ্ঠা করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 রাজার বলও বিচার ভালবাসে; তুমি ন্যায়বিধি অটল করিয়া থাক, তুমি যাকোবের মধ্যে বিচার ও ধার্ম্মিকতা সাধন করিয়া থাক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 শক্তিশালী রাজা ন্যায় বিচার পছন্দ করে। ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন। আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 বলবান রাজা ন্যায় ভালবাসেন; তুমি সুবিচার প্রতিষ্ঠা করেছ, তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্ম্মিকতা তৈরী করেছ।

অধ্যায় দেখুন কপি




গীত 99:4
17 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর ন্যায়পরায়ণ, ন্যায়সঙ্গত কর্মেই তিনি প্রীত, ন্যায়নিষ্ঠ ব্যক্তিই দর্শন করবে তাঁর শ্রীমুখ।


তাঁর বস্ত্রে ও ঊরুদেশে মুদ্রিত রয়েছে এই নাম —রাজাধিরাজ, প্রভুদের প্রভু।


প্রভু পরমেশ্বর বলেন, সেই দিন আসন্ন, যেদিন আমি দাউদের এক ধর্মনিষ্ঠ বংশধরকে রাজারূপে মনোনীত করব। সেই রাজা বিচক্ষণতার সঙ্গে শাসন পরিচালনা করবে এবং যা সঙ্গত ও ন্যায্য, সারা দেশে সেই কাজই করবে।


দাউদের কুলতিলক তিনি, উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাঁর রাজকীয় ক্ষমতা, তাঁর রাজ্যে সতত বিরাজ করবে শান্তি। ন্যায় ও ধর্মনিষ্ঠায় ভিত্তিতে শাসন পরিচালনা করবেন তিনি এখন থেকে অনন্তকাল পর্যন্ত। সর্বাধিপতি পরমেশ্বরের এই হল স্থির সিদ্ধান্ত।


সর্বশক্তিমান ঈশ্বর! আমাদের বোধের অগম্য তিনি, মহাপরাক্রমী তিনি, মহান তাঁর বিচার তাঁর অপরিসীম ধার্মিকতা বিকৃত করেন না তিনি।


অনাথ ও বিধবাদের পক্ষ হয়ে তিনি বিচার নিষ্পত্তি করেন এবং প্রবাসীকে ভালবেসে অন্নবস্ত্র দেন।


তারপর আমি দেখলাম, স্বর্গ উন্মুক্ত হল। সেখানে দেখলাম, একটি শ্বেত অশ্ব, তার আরোহীর নাম ‘বিশ্বস্ত সত্যনিষ্ঠ।’ তিনি ন্যায়সঙ্গতভাবে বিচার ও যুদ্ধ করেন।


তিনি অধর্মের উপযুক্ত দণ্ড দেবেন। অনাচারীদের অধর্ম ও কুকর্মের জন্য এবং তাঁর বিরুদ্ধে কটুকাটব্য করার জন্য দোষী সাব্যস্ত করবেন।’


ভূমিতে যেমন হয় অঙ্কুরের উদ্গম, উদ্যান যেমন হয় পুষ্প পল্লবে সুশোভিত তেমনি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, পল্লবিত করবেন ন্যায়নিষ্ঠা পুষ্পিত করবেন তাঁর গৌরব ও মহিমা সর্বজাতির মাঝে।


সাহস হারাবেন না তিনি, হবেন না নিরাশ, ন্যায়ের প্রতিষ্ঠা করবেন পৃথিবীর বুকে। তাঁর উপদেশ শোনার জন্য সাগ্রহে প্রতীক্ষা করবে সুদূরের দেশবাসী।


পৃথিবীর বিচার করতে তিনি আসছেন, ন্যায় ও সত্যে তিনি এ জগতের সকল জাতির উপরে রাজত্ব করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন